কারেন্ট অ্যাফেয়ার্স ২ মে ২০১৮

schedule
2018-05-03 | 13:19h
update
2018-05-04 | 12:27h
person
জীবিকা দিশারী
domain
জীবিকা দিশারী

জাতীয়

  • মুম্বইয়ের সাংবাদিক জ্যোতির্ময় দে হত্যাকাণ্ড মামলায় মূল অভিযুক্ত ছোটা রাজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিল মুম্বাইয়ের বিশেষ সিবিআই আদালত। ২০১১ সালের ১১ জুন মুম্বইয়ে হত্যা করা হয়েছিল ক্রাইম রিপোর্টার জ্যোর্তিময় দে-কে। মোট ৯ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হল।
  • জম্মু ও কাশ্মীরের সোপিয়ানে দুষ্কৃতীদের পাথর ছোড়ার লক্ষ্য হল একটি স্কুল বাস। ২ শিশুপড়ুয়া জখম হয়েছে এই ঘটনায়।
  • মহাত্মা গান্ধীর সার্ধশত জন্মবার্ষিকী পালনের রূপরেখা ঠিক করতে রাষ্ট্রপতি ভবনে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে প্রস্তুতি কমিটির বৈঠক হল।

আন্তর্জাতিক

  • ফেসবুক থেকে তথ্য পাচারে অভিযুক্ত বিতর্কিত ব্রিটিশ সংস্থা কেমব্রিজ অ্যানালিটিকা বন্ধ হচ্ছে। নিজেদের দেউলিয়া ঘোষণার জন্য তারা আদালতের শরণাপন্ন হবে। এদিন সংস্থাটি এই তথ্য জানাল।
  • উদ্ভিদ বিজ্ঞানী ডেভিড গুডঅল নিষ্কৃতি মৃত্যু বেছে নেওয়ার সিদ্ধান্ত জানালেন। অস্ট্রেলিয়া নিবাসী ডেভিডের বয়স ১০৪ বছর। তিনি একটি স্বেচ্ছাসেবী সংস্থার সাহায্যে সুইজারল্যান্ডের বাসেল উড়ে যাচ্ছেন। সেখানে নিজের জন্মদিনে ১০ মে তিনি স্বেচ্ছামৃত্যু বরণ করবেন বলে জানা গেছে।
  • ফরাসি রাষ্ট্রপতি ইমানুয়েল মাক্রোঁর সংস্কার নীতির প্রতিবাদে মিছিল ও হিংসাত্মক বিক্ষোভে উত্তাল হল গোটা ফ্রান্স। কালো পোশাকে বিক্ষোভ দেখানো এই সব বিক্ষোভকারীদের বলা হচ্ছে ‘ব্ল্যাক ব্লক্স’।
  • করাচিতে ২০১৭ জানুয়ারি থেকে ২০১৮ সালের এপ্রিল পর্যন্ত বিভিন্ন ডাস্টবিন থেকে ৩৪৫টি শিশুর মৃতদেহ উদ্ধার হয়েছে যাদের ৯৯ শতাংশই কন্যাসন্তান। এটি ফাউন্ডেশনের রিপোর্ট এই তথ্য জানাল।
Advertisement

খেলা

  • পদ্মশ্রী পুরস্কারের জন্য ফুটবলার সুনীল ছেত্রীর নাম প্রস্তাব করল ভারতীয় ফুটবল ফেডারেশন।
  • ভারতের পেশাদার বক্সার নীরজ গোয়াট বর্ষসেরা ডব্লুবিসি এশিয়া বক্সারের পুরস্কার জিতলেন।
  • আন্তর্জাতিক শ্যুটিং স্পোর্টস ফেডারেশনের বিশ্ব র‍্যাঙ্কিংয়ে এক নম্বর ক্রম পেলেন ভারতের শাইজার রিজভি (১০ মিটার এয়ার পিস্তল বিভাগে)।
  • ভারতের জাতীয় পুরুষ হকি দলের কোচ মারিজন এবং মহিলা হকি দলের কোচ হরেন্দ্র সিংয়ের দায়িত্ব বদলাবদলি করে দিল হকি ইন্ডিয়া। গোল্ড কোস্ট কমনওয়েলথ গেমসে ব্যর্থতার জন্য এই পদক্ষেপ বলে মনে করা হচ্ছে।
  • দুই পর্বে ৪-২ গোলের ব্যবধানে বায়ার্ন মিউনিখকে হারিয়ে রিয়াল মাদ্রিদ পৌঁছল চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে। টানা ৩ বার ফাইনালে উঠে তারা স্পর্শ করল জুভেন্তাসের রেকর্ড (১৯৯৬-১৯৯৮)।

বিবিধ

  • মার্কিন যুক্তরাষ্ট্রে পাঠরত বিদেশী ছাত্রছাত্রীদের সংখ্যায় প্রথম দুটি দেশ হল চিন ও ভারত। দুদেশের যথাক্রমে ৩ লক্ষ ৭৭ হাজার ও ২ লক্ষ ১১ হাজার ছাত্রছাত্রী সেখানে পড়া চালাচ্ছেন। এদিন প্রকাশিত এক সমীক্ষার রিপোর্টে একথা জানা গেল।
  • ২০১৭-১৮ অর্থবর্ষে দেশে পরিকাঠামো ক্ষেত্রে বৃদ্ধির হার ছিল ৪.২ শতাংশ যা গত ৩ বছরে সর্বনিম্ন। এদিন কেন্দ্রীয় পরিসংখ্যান মন্ত্রক এই তথ্য প্রকাশ করল।
  • জাতীয় টেলিকম নীতির খসড়া প্রকাশ করল কেন্দ্র। এতে ২০২২ সালের মধ্যে ৪০ লক্ষ কর্মসংস্থান সৃষ্টির কথা বলা হয়েছে।
Advertisement

Imprint
Responsible for the content:
jibikadishari.co.in
Privacy & Terms of Use:
jibikadishari.co.in
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
19.04.2024 - 19:03:14
Privacy-Data & cookie usage: