কারেন্ট অ্যাফেয়ার্স ৩০ অক্টোবর, ২০১৮

687
0
Current Affairs 30 Oct 2018

জাতীয়

  • ছত্তিশগড়ের দন্তেওয়াড়ায় মাওবাদী হামলায় মৃত্যু হল ২ জন পুলিশকর্মী এবং দূরদর্শনের এক ক্যামেরাম্যানের।
  • জম্মু ও কাশ্মীরের ত্রালে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে মৃত্যু হল জইশ ই মহম্মদ গোষ্ঠীর ২ জঙ্গির। তাদের মধ্যে একজন মেলনা মাসুদ আজহারের ভাইপো মহম্মদ উসমান বলে সেনাসূত্রে জানাল।
  • ভারত সফরে এলেন ইতালির প্রধানমন্ত্রী গুয়েথি কন্তে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক হল তাঁর।

আন্তর্জাতিক

  • সৌদি নাগরিক তথা মার্কিন সাংবাদিক প্রয়াত জামাল খাশোগির মৃতদেহ কোথায় তার স্পষ্ট জবাব দেওয়ার জন্য সৌদি আরব প্রশাসনের কাছে দাবি জানালেন হাকিস সেনগিশ। হাকিস তুরস্কের নাগরিক এবং প্রয়াত জামালের বান্ধবী।
  • জাপানের রাজকুমারী আয়াকো বিয়ে করলেন সাধারণ পরিবরের এক মনোনীত সদস্যকে। পাত্রের নাম কেই মোরিয়া। আয়াকো জাপানের সম্রাট আকিহিতোর ভাইয়ের বড় মেয়ে। প্রসঙ্গত, জাপান রাজপরিবার এই সম্পর্ক মেনে নিতে পারেনি। তাই পরিবারের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে হয়। এটাই রাজপরিবারের নিয়ম। সম্রাটের বড় নাতনি রাজকন্যা মাকোও এক সাধারণ পরিবারের ছেলে কোমুরোর সঙ্গে বাগ্‌দান করেছেন।

খেলা

  • রিয়াল মাদ্রিদের কোচের পদ থেকে সরিয়ে দেওয়া জুলেন লোপেতেগুইকে। ১৩৯ দিন তিনি ওই পদে ছিলেন। অস্থায়ী কোচ নিযুক্ত হলেন সান্তিয়াগো সোলারি।
  • ১০৭তম জন্মদিন পালন করলেন ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার এলিন অ্যাশ। ৭টি টেস্ট খেলেছিলেন তিনি।

বিবিধ

  • ভারতে ফোনের সংখ্যা ১১৮ কোটি ৯০ লক্ষ। এর মধ্যে ১১৬ কোটি ৬৯ লক্ষ হল মোবাইল ফোন। দেশজুড়ে ফোন ব্যবহারের গড় হার ৯১.১১ শতাংশ। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে ওই হার ৮৯.৩৩ শতাংশ। এক্ষেত্রে এ রাজ্যের অবস্থান দ্বাদশ। এই হার সব থেকে বেশি দিল্লিতে। ২৩৫.১১ শতাংশ। তারপর রয়েছে পাঞ্জাব, কেরল, তামিলনাড়ু, কর্নাটক, গুজরাট, মহারাষ্ট্র, হরিয়ানা এবং জম্মু ও কাশ্মীর। মোবাইল ফোন গ্রাহকেরা মাথাপিছু প্রতিদিন ২০ মিনিট কথা বলেন ও ১০৭ এমবি ডেটা খরচ করেন। গ্রাহকপিছু সংস্থাগুলির গড় আয় ৬৯ টাকা। এদিন ট্রাই এই তথ্য প্রকাশ করল।
  • কলকাতা-বারাণসী জলপথে পণ্য পরিবহন চালু হল।