কারেন্ট অ্যাফেয়ার্স ৩০ এপ্রিল, ২০১৯

517
0
Current Affairs 30 April 2019

আন্তর্জাতিক

  • পূর্ব ঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী পদত্যাগ করলেন জাপানের সম্রাট আকিহিতো (৮৫)। ১৯৮৯ সালের এপ্রিল থেকে দীর্ঘ ৩০ বছর ধরে তিনি জাপানের সম্রাট। এই পদটি জাপানে আলঙ্কারিক। জাপানে গত ২০০ বছরের ইতিহাসে এই প্রথম কোনো সম্রাট স্বেচ্ছায় পদ ছাড়লেন।সম্রাট হিরহিতো ও সম্রাজ্ঞী নাগাকোর সন্তান তিনি। তাঁর স্ত্রী মিচিকো। পুত্র নারুহিতো। আকিহিতোর পদত্যাগের সঙ্গে-সঙ্গেই জাপানে অবসান হল হেইসেই যুগের।
  • ভেনেজুয়েলায় গণ অভ্যুত্থানের ডাক দিলেন বিরোধী নেতা হুয়ান গুয়াইদো। যে সমাবেশে তিনি এই ডাক দিলেন সেখানে সেনাবাহিনীর একাংশও উপস্থিত ছিল।

জাতীয়

  • হিমালয়ের বরফ ঢাকা উপত্যকায় বিশালাকৃতি পায়ের ছাপের (৩২৪x১৫ ইঞ্চি)ছবি প্রকাশ করল ভারতীয় সেনা। এগুলি ইয়েতির পায়ের ছাপ বলে দাবি করা হচ্ছে। ভারত-নেপাল সীমান্তে বিশ্বের পঞ্চম সর্বোচ্চ শৃঙ্গ মাকালু অভিযানে গিয়ছিলেন সেনা অভিযাত্রীরা। সেখানে বেসক্যাম্পর কাছে গত ৯ এপ্রিল এই ছবি তোলা হয়েছে। এদিন তা টুইট করা হয় ভারতীয় সেনার পাবলিক ইনফরমেশন-এর অ্যাডিশনাল ডিরেক্টর জেনারেল-এর পক্ষ থেকে।
  • অগ্নিকাণ্ড হল নয়াদিল্লির শাস্ত্রী ভবনে। এই ভবনে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন দপ্তর রয়েছে। ৫৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

বিবিধ

  • জন্মশতবর্ষে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে প্রয়াত কিংবদন্তি সংগীত শিল্পী মান্না দে-কে শ্রদ্ধা জানানো হল দেশ জুড়ে।
  • আনুষ্ঠানিক রাজ্যাভিষেকের মাত্র ৩ দিন আগে বিবাহ করলেন থাইল্যান্ডের রাজা মহা বজিরালকর্ণ। ব্যক্তিগত নিরাপত্তারক্ষী বাহিনীর উপপ্রধান লেফটেন্যান্ট সুতিদার সঙ্গে তাঁর বিবাহ হল। রাজা ভূমিবল অতুল্যদেজের মৃত্যুর পর ২০১৬ সালে রাজার সিংহাসনে বসেন বজিরালকর্ণ। থাই এয়ারওয়েজের প্রাক্তন ফ্লাইট লেফটেন্যান্ট ছিলেন সুতিদা। এর আগে ৩ বার বিবাহ ও ৩ বার বিবাহ বিচ্ছেদ করেছেন রাজা বজিরালকর্ণ (৬৬)।

খেলা

  • ভারতের জাতীয় ফুটবল দলর নতুন টেকনিক্যল ডিরেক্টর নিযুক্ত হলেন আইজ্যাক ডোরু। তিনি রোমানিয়ার লোক। ২৯ বছরের কোচিং অভিজ্ঞাতা রয়েছে তাঁর। ডোরুর বয়স ৫৬ বছর। স্কট ও ডোনেল-এর স্থানে ডোরুকে ভারতীয় ফুটবলের টি ডি পদে নিযুক্ত করল এআইএফএফ।
  • চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের প্রথম পর্বে লিভারপুল ৩-০ গোলে হারাল বার্সেলোনাকে। জোড়া গোল করলেন লিওনেল মেসি।
  • মেরিলবোন ক্রিকেট ক্লাবের (এমসিসি) সভাপতি নির্বাচিত হলেন কুমার সঙ্গকারা। সামনের অক্টোবর মাস থেকে ওই পদে থাকবেন তিনি। ব্রিটিশ নন এমন কোনো ব্যক্তি প্রথমবার এই সম্মান পেলেন।