জাতীয়
- পশ্চিমবঙ্গে উচ্চ প্রাথমিক স্তরে শিক্ষক পদে ১৫ হাজার শূন্য আসনের মধ্যে ১০ শতাংশ হাতে রেখে বাকি পদে নিয়োগ প্রক্রিয়া শুরুর নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। ২০১৬ সালের ডিসেম্বর মাসে এই নিয়োগ প্রক্রিয়ায় স্থগিতাদেশ জারি করা হয়েছিল।
- সবথেকে বেশিদিন মুখ্যমন্ত্রী পদে থাকার নতুন রেকর্ড গড়লেন সিকিমের মুখ্যমন্ত্রী পবন চামলিং। তিনি ভাঙলেন জ্যোতি বসুর একটানা ২৩ বছর ৪ মাস ১৭ দিন মুখ্যমন্ত্রী থাকার রেকর্ড। ১৯৯৪ সালের ১২ ডিসেম্বর থেকে ওই পদে আছেন চামলিং।
আন্তর্জাতিক
- কাবুলে জোড়া বিস্ফোরণে ১০ জন সাংবাদিকসহ ২৯ জনের মৃত্যু হল। টিভি ক্যামেরাম্যান সেজে আত্মঘাতী বোমায় নিজেকে উড়িয়ে দিল এক জঙ্গি। আইএস জঙ্গিগোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেছেন। নিহতদের মধ্যে রয়েছেন এএফপি-র চিত্র সাংবাদিক শাহ মারাই। আফগানিস্তানের খোস্ত প্রদেশে অন্য এক জঙ্গি হানায় মৃত্যু হল বিবিসি-এর এক প্রতিবেদকের। একই দিনে কান্দাহার প্রদেশে গাড়ি বোমা ফেটে মৃত্যু হল ১১ শিশুর।
- সিরিয়ায় ইজরায়েলের ছোঁড়া ক্ষেপণাস্ত্রে ২৬ জন সেনার মৃত্যু হয়েছে বলে দাবি করল বাসর আল আসাদ প্রশাসন।
- ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী পদে নিযুক্ত হলেন পাকিস্তানি বংশোদ্ভূত সাজিদ জাভিদ (৪৮)। ডেভিড ক্যামেরন মন্ত্রিসভায় তিনি ছিলেন সংস্কৃতি মন্ত্রী।
খেলা
- পিপি লক্ষ্মণন (৮৩) প্রয়াত হলেন। তিনি ছিলেন ভারতীয় ফুটবল ফেডারেশনের এবং কেরল রাজ্য ফুটবল সংস্থার প্রাক্তন সভাপতি।
- লা লিগা চ্যাম্পিয়ন হল বার্সেলোনা। এদিন লিগের ম্যাচে তারা ৪-২ গোলে ডেপোর্তিতোকে হারাবার পরই নিশ্চিত হল তাদের লিগ জয়। এই নিয়ে ২৫ বার লা লিগা জিতল বার্সেলোনা। এদিন হ্যাটট্রিক করলেন লিওনেল মেসি। লা লিগার ইতিহাসে তিনিই প্রথম ফুটবলার যিনি পরপর ৭টি মরসুমে ৩০ বা তার বেশি গোল করলেন। এদিন বার্সার হয়ে ম্যাচ খেলে ক্লাবকে বিদায় জানালেন আন্ত্রে ইনিয়েস্তা। এই ক্লাবের হয়ে ৩২টি খেতাব জিতলেন তিনি। এই মরসুমের পর তিনি কোন ক্লাবে খেলবেন তা এখনও জানাননি ইনিয়েস্তা।
বিবিধ
- অস্ট্রেলিয়ার বিস্ময় ‘ট্রাপডোর্’ মাকড়সাটির মৃত্যু হল। সাধারণত ৫-২০ বছর আয়ু হলেও এই মাকড়সাটি বেঁচে ছিল ৪৩ বছর। বিজ্ঞানীরা তাকে ‘নাম্বার ১৬’ নামে চিনতেন।
- ফেসবুকের ছবিতে আপত্তি বা প্রতিবাদ জানাতে ডাউনভোট দেওয়া যাবে। উস্কানিমূলক মন্তব্য ঠেকাতে এই উদ্যোগ বলে জানান ফেসবুক কর্তৃপক্ষ।