কারেন্ট অ্যাফেয়ার্স ৩০ জুন ২০১৮

639
0

জাতীয়

  • ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মর্যাদা পেল মুম্বইয়ের ‘ভিক্টোরিয়ান অ্যান্ড আর্ট ডেকো অঁসঁব্ল্‌’। এদিন বাহরিনে ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হল। এর ফলে মুম্বইয়ের তিনটি স্থান অনুরূপ স্বীকৃতি পেল। অন্য দুটি স্থান হল এলিফ্যান্ট গুহা (১৯৮৭ সালে স্বীকৃতি পায়) এবং ছত্রপতি শিবাজি টার্মিনাস (২০০৪)। এই প্রথম ভারতের কোনো শহরের তিনটি স্থান বিশ্ব হেরিটেজ হিসাবে স্বীকৃতি পেল। মুম্বইয়ের বিশ্ববিদ্যালয়, পুরনো সচিবালয়, হাইকোর্ট, রামমহল, রিগাল সিনেমা হল প্রভৃতি স্থান একসঙ্গে ভিক্টোরিয়ান অ্যান্ড আর্ট ডেকো হিসাবে বিবেচিত হয়েছে।
  • ১৯৭ কেজি নিষিদ্ধ মাদক সহ ৫ চিনা নাগরিককে গ্রেপ্তার করল রেল পুলিশ। কলকাতা রেল স্টেশন থেকে তাদের ধরা হয়েছে। ওই মাদকের বাজারমূল্য প্রায় ৪০ কোটি টাকা।

আন্তর্জাতিক

  • পাকিস্তানে একটি টিভি চ্যানেলের উপস্থাপক নিযুক্ত হলেন হরমিত সিং। এই প্রথম কোনো শিখ পাকিস্তানে কোনো টিভি চ্যানেলের উপস্থাপক হলেন। হরমিত হলেন প্রত্যন্ত খাইবার পাখতুনওয়া প্রদেশের বাসিন্দা। তিনি পাকিস্তানের জনপ্রিয় ‘পাবলিক নিউজ’ চ্যানেলে সংবাদ পাঠকের কাজ করবেন।
  • মার্কিন যুক্তরাষ্ট্রের ডেমোক্র্যাটিক পার্টির জাতীয় পরিচালন সমিতির শীর্ষপদে (সিইও) বসলেন সীমা নন্দা। এই প্রথম কোনো ভারতীয় বংশোদ্ভূত ওই পদে বসলেন।
  • অভিবাসীদের বিরুদ্ধে মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের জিরো টলারেন্স নীতির প্রতিবাদে সুবিশাল মিছিল হল ওয়াশিংটন সহ ৭০০ মার্কিন শহরে।

খেলা

  • চ্যাম্পিয়ন্স ট্রফি হকির ফাইনালে উঠল ভারত। এদিন তারা নেদারল্যান্ডসের সঙ্গে ম্যাচ ১-১ গোলে ড্র করল। ফাইনালে ভারতের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া।
  • মালয়েশিয়া ওপেনের সেমিফাইনালে হেরে গেলেন ভারতের পি ভি সিন্ধু ও কিদাম্বি শ্রীকান্ত।
  • রাশিয়া বিশ্বকাপের নক আউট পর্বের ম্যাচ শুরু হল। এদিন প্রি-কোয়ার্টার ফাইনালে ফ্রান্স ৪-৩ গোলে আর্জেন্টিনাকে হারাল। ফ্রান্সের হয়ে জোড়া গোল করলেন ১৯ বছর বয়সী কিলিয়ান অঁবাপে। অন্য ম্যাচে উরুগুয়ে ২-১ গোলে হারাল পর্তুগালকে। উরুগুয়ের হয়ে দুটি গোলই করলেন এডিশন কাভানি। আন্তর্জাতিক ফুটবল থেকে এদিনই অবসর ঘোষণা করলেন আর্জেন্টিনার হাভিয়ের মাসচেরানো।

বিবিধ

  • রান্নার গ্যাসের দাম বাড়ানোর কথা জানাল রাষ্ট্রয়ত্ত তেল সংস্থাগুলি। কলকাতায় ভর্তুকিহীন সিলিন্ডারের দাম ৫৭.৫০ টাকা বেড়ে হল ৭৮১.৫০ টাকা।
  • প্যান কার্ডের সঙ্গে আধার কার্ডের সংযোগের সময়সীমা ২০১৯ সালের ৩১ মার্চ পর্যন্ত বাড়াল কেন্দ্রীয় কর পর্ষদ।
  • আইডিবিআই ব্যাঙ্কের ৫১ শতাংশ অংশীদারি কেনার লক্ষ্যে এলআইসি-র প্রস্তাব অনুমোদন করল বিমাক্ষেত্রের নিয়ন্ত্রক সংস্থা আইআরডিএআই। এখন আইডিবিআই-এর ১০ শতাংশ অংশীদারি রয়েছে এলআইসি-র হাতে।