কারেন্ট অ্যাফেয়ার্স ৩০ জুলাই ২০১৯

schedule
2019-08-02 | 05:42h
update
2019-08-02 | 12:37h
person
জীবিকা দিশারী
domain
জীবিকা দিশারী

আন্তর্জাতিক

  • ব্রাজিলের আলতামিরা শহরে কারাগারের মধ্যে দুদল বন্দির সংঘর্ষে ৫৭ জন বন্দির মৃত্যু হল। এঁদের মধ্যে ১৬ জনকে মুণ্ডচ্ছেদ করে হত্যা করা হয়েছে। বাকি ৪১ জন প্রাণ হারান অগ্নিদগ্ধ হয়ে। মাদক ব্যবসায় দুই বিরোধী পক্ষ কমান্ডো ক্লাস এবং ভারমেলহার মধ্যে সংঘর্ষ হয়েছে। ২ বছর আগে মানাউসের আমাজন সিটির কারাগারে অনুরূপ সংঘর্ষে ৫৬ জনের প্রাণহানি হয়েছিল।
  • তেহরানের প্রাক্তন মেয়র মহম্মদ আলি নজাফিকে মৃত্যুদণ্ড দিল ইরানের একটি আদালত। গত ২৮ মে বাড়ির মধ্যে স্ত্রী মিত্রা ওস্তাদকে খুনের দায়ে তাঁকে এই শাস্তি দেওয়া হল। তিনি অবশ্য উচ্চতর আদালতে আবেদন জানাতে পারবেন।

জাতীয়

  • ‘কাফে কফি ডে’ সংস্থার কর্ণধার ভি জি সিদ্ধার্থ নিখোঁজ হয়ে গেলেন। ম্যাঙ্গালুরুর কাছে বেত্রাবতী নদীতে সেতুর কাছে গাড়ি রেখে যাওয়ার পর তাঁর খোঁজ পাওয়া যাচ্ছে না। তিনি কর্নাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী এস এম কৃষ্ণের জামাতা। দেশে-বিদেশে ১৭৫০টি কফি শপ রয়েছে তাঁর সংস্থার। একটি চিঠিতে তিনি আয়কর দপ্তর ও সংস্থার প্রাইভেট ইকুইটি পার্টনারের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছেন।
  • তাৎক্ষণিক তিন তালাক বিল পাস হল রাজ্যসভাতেও। ২০১৪ সালে লোকসভায় এই বিল পাস হয়েছিল। তিন তালাক উচ্চারণের বিবাহ বিচ্ছেদ অবৈধ করা এবং এই চেষ্টায় ৩ বছর পর্যন্ত কারাদণ্ডের সংস্থান রয়েছে এই বিলে।
  • উন্নাও কাণ্ডে সিবিআই তদন্তের নির্দেশ দিল কেন্দ্রীয় সরকার। উন্নাওয়ে লাঞ্ছিত তরুণী এখন গুরুতর জখম অবস্থায় চিকিৎসাধীন। মূল অভিযুক্ত বিধায়ক কুলদীপ সেঙ্গারের ষড়যন্ত্রেই তাঁকে ট্রাকে পিষে হত্যার চেষ্টা হয়েছিল বলে অভিযোগ।
Advertisement

বিবিধ

  • কেন্দ্রীয় সরকারে নতুন অর্থসচিব নিযুক্ত হলেন রাজীব কুমার। তিনি সুভাষচন্দ্র গর্গের স্থলাভিষিক্ত হলেন। আর্থিক বিষয়ের সচিব নিযুক্ত হলেন অতনু চক্রবর্তী। তিনি রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়ার কেন্দ্রীয় পর্ষদের ডিরেক্টর হলেন।
  • আরবিআইয়ের প্রাক্তন ডেপুটি গভর্নর সুবীর গোকর্ণ প্রয়াত হলেন।
  • জিএসটি নিয়ে প্রথম অডিট রিপোর্ট পেশ করল সিএজি। এই কর ব্যবস্থাকে আরও সরল করতে বলল তারা।

খেলা

  • সিএবি-র ২০১৯ সালের জীবনকৃতি সম্মান দেওয়া হচ্ছে প্রাক্তন ক্রিকেটার অরুণলালকে। প্রথম শ্রেণির ক্রিকেটে ১০ হাজারের বেশি রান আছে তাঁর। বাংলার রঞ্জি ট্রফি দলের সদস্য ছিলেন তিনি।
  • ‘মার্কা লেজেন্ড’ পুরস্কার পেলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।
  • ডোপ টেস্টে ধরা পড়লেন ক্রিকেটার পৃথ্বী সাউ। তাঁকে ৮ মাস সব ধরনের ক্রিকেট থেকে নির্বাসিত করল বিসিসিআই।
Advertisement

Imprint
Responsible for the content:
jibikadishari.co.in
Privacy & Terms of Use:
jibikadishari.co.in
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
29.04.2024 - 09:03:28
Privacy-Data & cookie usage: