কারেন্ট অ্যাফেয়ার্স ৩০ জানুয়ারি ২০২০

schedule
2020-01-31 | 11:15h
update
2020-01-31 | 11:15h
person
জীবিকা দিশারী
domain
জীবিকা দিশারী

আন্তর্জাতিক

  • থাইল্যান্ডের রেসিডেন্ট কো-অর্ডিনেটর পদে ভারতীয় রাজনীতিক গীতা সবরওয়ালকে নিযুক্ত করল রাষ্ট্রসঙ্ঘ। কোনো দেশে রাষ্ট্রসঙ্ঘের প্রতিনিধি নিয়োগের ক্ষেত্রে এটি সর্বোচ্চ পদ।
  • করোনা ভাইরাস বিষয়ে গোটা বিশ্বকে সতর্ক থাকতে বলল ‘হু’। চিনে এই ভাইরাসে এপর্যন্ত মৃত্যু হয়েছে ১৭০ জনের। আক্রান্ত হয়েছেন ৬ হাজার মানুষ। বিশ্বের ১৬টি দেশে এই সংক্রমণ ছড়িয়েছে। এই রোগের কোনো প্রতিষেধক এখনও আবিষ্কার হয়নি।
  • পাকিস্তানে কমেছে সন্ত্রাসবাদী হামলার ঘটনা। ২০০৯ সালে যে ঘটনা ছিল ২০০০, তা ২০১৯ সালে কমে হয়েছে ২৫০। একটি মার্কিন সংস্থার সমীক্ষায় এই তথ্য প্রকাশ পেল। তবে তারা মন্তব্য করেছে, সন্ত্রাসদমনে পাক সরকারের ভূমিকা প্রশ্নাতীত নয়।
Advertisement

 

জাতীয়

  • নির্ভয়া কাণ্ডে দোষী সাব্যস্ত অক্ষয় কুমার সিংয়ের কিউরেটিভ পিটিশন বা ফাঁসির সাজা সংশোধনের আর্জি খারিজ করে দিল সুপ্রিম কোর্ট।
  • ভারতের মাটিতে প্রথম করোনা আক্রান্ত ব্যক্তির খোঁজ মিলল কেরলে। আক্রান্ত তরুণী চিনের উহান বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাবিদ্যার ছাত্রী। চিন থেকে ফেরার পরেই তিনি অসুস্থ বোধ করেন। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক এই তথ্য জানাল।
  • এনআরসি-র বিরুদ্ধে জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মিছিলে পুলিশের সামেনই গুলি চালাল এক দুষ্কৃতী। জখম হয়েছেন বিক্ষোভকারী এক ছাত্র। ‘কিসকো চাহিয়ে আজাদি? ম্যায় দুঙ্গা আজাদি। ইয়ে লো আজাদি।’ স্লোগান দিতে-দিতে গান্ধীহত্যার দিনে এই ঘটনা তাৎপর্যবহ মনে করছেন বিভিন্ন মহল।

 

বিবিধ

  • বেতনবৃদ্ধি সহ একগুচ্ছ দাবি নিয়ে ব্যাঙ্ককর্মীদের সঙ্গে ব্যাঙ্ককর্তৃপক্ষের আলোচনা ভেস্তে গেল। এর জেরে ৩১ জানুয়ারি ও ১ ফেব্রুয়ারি ব্যাঙ্কধর্মঘটের কথা আগেই জানিয়েছিলেন কর্মীরা। সরস্বতী পূজার জন্য এদিন বন্ধ ছিল ব্যাঙ্ক। ২ ফেব্রুয়ারি রবিবার। ফলে এরাজ্যে টানা ৪দিন ব্যাঙ্ক বন্ধ থাকছে।

 

খেলা

  • অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ ক্রিকেটে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে সেমিফাইনালে উঠল বাংলাদেশ।
  • বিশ্ব গেমসের বর্ষসেরা অ্যাথলিটের পুরস্কার পেলেন ভারতের মহিলা হকি দলের অধিনায়ক রানী রামপাল।
  • অস্ট্রেলিয়ান ওপেনের সেমিফাইনালে রজার ফেডেরারকে হারিয়ে দিলেন নোভাক জোকোভিচ। দুজনের মুখোমুখি লড়াইয়ে জোকোভিচ ২৭ বার ও রজার ২৩ বার জিতেছেন। ৩৮ বছরের ফেডেরার অসুস্থ হলেও ম্যাচ থেকে বিরত হননি।
  • মহিলাদের সিঙ্গলসে বিশ্বের এক নম্বর অ্যাশলি বর্টিকে হরালেন চতুর্দশ বাছাই সোফিয়া কোনিন।অন্য সেমিফাইনালে সিমোনা হালেপকে হারালেন অবাছাই গারবাইন মুণ্ডরুজা।

 

Advertisement

Imprint
Responsible for the content:
jibikadishari.co.in
Privacy & Terms of Use:
jibikadishari.co.in
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
04.05.2024 - 03:10:18
Privacy-Data & cookie usage: