কারেন্ট অ্যাফেয়ার্স ৩০ জুন ২০২০

1136
0
current affairs

আন্তর্জাতিক

  • নিজের দল এবং শরিক দলের নেতাদের সঙ্গে বৈঠকে বসলেন নেপালের প্রধানমন্ত্রী কে পি ওলি৷ প্রধানমন্ত্রীর বাসভবনেই সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকটি অনুষ্ঠিত হল৷ সেখানে ভারতের সঙ্গে সম্পর্কের অবনতির জন্য ওলিকে দায়ী করে তাঁর পদত্যাগ দাবি করলেন প্রাক্তন প্রধানমন্ত্রী পুষ্পকুমার দহল ওরফে প্রচণ্ড৷
  • চিনে নতুন একটি ভাইরাসের সংক্রমণ নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন বিজ্ঞানীরা৷ জি-৮ ভাইরাসটি শূকর থেকে মানবদেহে সংক্রমিত হয়৷ এটি ভবিষ্যতে মহামারীর রূপ নিতে পারে বলে উদ্বেগ প্রকাশ করা হয়েছে৷
  • বিশ্বে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে হল ১,০৫,০৯,৯৬৮৷ প্রাণহানি হয়েছে ৫,১০,৯২৮ জনের৷ বায়োফার্মাসিউটিক্যাল সংস্থা গিলিয়াড উন্নত দেশগুলির জন্য তাদের অ্যান্টিভাইরাল রেমডেসিভিয়ালের দাম করল রোগী প্রতি ২৩৪০ ডলার৷

 

জাতীয়

  • গালওয়ান উপত্যকা নিয়ে উত্তেজনার প্রেক্ষিতে ভারতীয় সেনাবাহিনীর লেফটেন্যান্ট জেনারেল হরিন্দর সিং এবং চিনা সেনার মেজর জেনারেল লিউ লিন-এর নেতৃত্বে দীর্ঘ বৈঠক হল৷ কিন্তু বৈঠক থেকে কোনো সমাধান সূত্র মেলেনি৷
  • দেশে সমাপ্ত হল আনলক ১ পর্ব৷ আনলক ২ পর্বে মানুষকে আরও সতর্ক থাকার আবেদন জানালেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ আগামী নভেম্বর মাস পর্যন্ত প্রধানমন্ত্রী অন্নযোজনায় বিনামূল্যে খাদ্যশস্য দেওয়ার সিদ্ধান্ত জানালেন তিনি৷ অন্যদিকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগামী এক বছর বিনামূল্যে রেশন দেওয়ার সিদ্ধান্ত জানালেন৷ এরই মধ্যে দেশে ৫,৬৬,৮৪০ জন কোভিড-১৯-এ আক্রান্ত হয়েছেন৷ প্রাণহানি হয়েছে ১৬,৮৯৩ জনের৷ আরোগ্যের হার বেড়ে হল ৫৯.০৭ শতাংশ৷ কোভিড-১৯-এ আক্রান্তের সংখ্যায় দেশের প্রথম ৬টি রাজ্য হল মহারাষ্ট্র, তামিলনাড়ু, দিল্লি, গুজরাট, উত্তরপ্রদেশ ও পশ্চিমবঙ্গ৷

 

বিবিধ

  • মার্কিন রাষ্ট্রপতি নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন তাঁর ডিজিটাল প্রচারের প্রধান দায়িত্ব দিলেন ভারতীয় বংশোদ্ভূত মেধা রাজকে৷
  • এপ্রিল-মে মাসে দেশের রাজকোষ ঘাটতি বাজেট লক্ষ্যমাত্রার ৫৮.৬ শতাংশে পৌঁছে গেল৷ টাকার অঙ্কে তা ৪.৬৬ লক্ষ কোটি টাকা৷ এদিকে গত মে মাসে দেশের উৎপাদন ক্ষেত্র ২৩.৪ শতাংশ সঙ্কুচিত হয়েছে৷

 

খেলা

  • ২০১১ সালে ক্রিকেট বিশ্বকাপ ফাইনালে শ্রীলঙ্কা দলের বিরুদ্ধে ওঠা গড়াপেটার অভিযোগ নিয়ে ফৌজদারি তদন্ত শুরু করল সে দেশের পুলিশ৷
  • কোভিড আবহে এ বছরের মহিললাদের ইন্ডিয়ান ওপেন গলফ প্রতিযোগিতা বাতিল করা হল৷
  • বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন দেশের দুই তিরন্দাজ অলিম্পিয়ান দীপিকা কুমারী ও অতনু দাস৷

 

 

লাইভ টিভি দেখুন : https://chetana.tv/
বাংলার প্রথম এডুকেশনাল চ্যানেল