কারেন্ট অ্যাফেয়ার্স ৩০ জুলাই ২০২০

645
0

আন্তর্জাতিক

  • মঙ্গলগ্রহ অভিমুখে ফ্লোরিডার কেপ ক্যানাভেরাল উৎক্ষেপণ কেন্দ্র থেকে ‘অ্যাটলাস ফাইভ’ রকেটে চেপে রওনা দিল নাসার মঙ্গলযান৷ এই যানে রয়েছে প্লুটোনিয়াম শক্তি দ্বারা চালিত ৬ চাকার একটি রোভার৷ তার নাম ‘পার্সিভিয়ারেন্স’৷ এর অর্থ প্রতিকূল সময়েও কাজ চালিয়ে যাওয়া৷ ১৩ বছরের মার্কিন বালক অ্যালেকস ম্যাথু এই নাম রেখেছে৷ পর্যবেক্ষণ, ছবি পাঠানোর কাজ করবে পার্সিভিয়ারেন্স৷ শুধু তাই নয়, ২০৩১ সালে মঙ্গলের ১৫ গ্রাম মাটি সহ পৃথিবীতে ফেরার কথা রয়েছে তার৷ নাসা একটি ক্ষুদ্র হেলিকপ্টারও পাঠাল যা মঙ্গলের আকাশে উড়ে ছবি তুলবে৷ এর নাম ইনজেনুইটি৷ এই নামটি রেখেছে ভারতীয় বংশোদ্ভূত ছাত্রী ভানেজ্জা রূপানি৷ ২০২১ সালের ১৮ ফেব্রুয়ারি মঙ্গলে অবতরণের কথা এই যানের৷ এই অভিযানে ৮০০ কোটি ডলার ব্যয় হয়েছে৷ গত কয়েকদিনের মধ্যে সংযুক্ত আরব আমির শাহির ‘আমাল’ এবং চিনের ‘তিয়ানওয়েন-১’ যানও মঙ্গলের অভিমুখে রওনা দিয়েছে৷
  • ‘হর্স শু’ নামে এক বিশেষ প্রজাতির বাদুড় থেকে করোনা ভাইরাস (সার্স কোভ ২) প্রথম ছড়িয়েছে বলে দাবি করলেন পেনসিলভ্যানিয়া স্টেট ইউনিভার্সিটির এক দল বিজ্ঞানী৷ এদিকে বিশ্বে মোট করোনা সংক্রমণের সংখ্যা বেড়ে হল ১,৭৩,৫০,৯১৩৷ মোট প্রাণহানি হয়েছে ৬,৭৩,২৫৭ জনের৷

 

 

জাতীয়

  • ভিডিও কনফারেন্সের মাধ্যমে মরিশাসের সুপ্রিম কোর্টের উদ্বোধন করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ ভিডিও কনফারেন্সের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দ্বীপরাষ্ট্রের প্রধানমন্ত্রী প্রবিন্দ জগন্নাথ৷
  • দেশে কোভিড-১৯ থেকে সুস্থ হওয়া রোগীর সংখ্যা ১০ লক্ষ অতিক্রম করল (১০,২০,৫৮২)৷ অন্যদিকে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হল ১৫,৮৩,৭৯২৷ গত ২৪ ঘণ্টায় রেকর্ড ৫২,১২৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন ভারতে৷ মোট মৃতের সংখ্যা ৩৪,৯৬৮৷ এই সংক্রমণে দেশে ১৩১ জন চিকিৎসকের মৃত্যু হয়েছে৷
  • পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র (৭৮) প্রয়াত হলেন৷ রাজনীতিক মহলে পরিচিত ছিলেন ছোড়দা নামে৷ ১৯৭২ থেকে ২০০৬ সাল পর্যন্ত (১৯৭৭ সাল বাদে) তিনি ছিলেন শিয়ালদহ বিধানসভা কেন্দ্রের (অধুনালুপ্ত) নির্বাচিত বিধায়ক৷ ২০০৯ সালে তিনি কংগ্রেস ছেড়ে প্রগতিশীল ইন্দিরা কংগ্রেস দল গড়েছিলেন৷ ওই বছরেই তৃণমূল কংগ্রেসের হয়ে ডায়মন্ডহারবার থেকে লোকসভার ভোটে জয়ী হন৷ ২০১৩ সালে তিনি সাংসদ পদ ছেড়ে কংগ্রেসে প্রত্যাবর্তন করেন৷

 

 

বিবিধ

  • এপ্রিল-জুন ত্রৈমাসিকে বিশ্বে সোনার চাহিদা ছিল ১০১৫.৭ টন৷ তা ২০১৯ সালের ওই সময়ের ১১৩৬.৯ টনের থেকে ১১ শতাংশ কম৷ ভারতে ওই সময়ে সোনার চাহিদা ৭০ শতাংশ কমে হয়েছে ৬৩.৭ টন৷ আমদানি কমেছে ৯৫ শতাংশ৷ ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিল এক সমীক্ষায় এই তথ্য জানিয়েছে৷ তবে ইটিএফ লগ্নি প্রকল্পে সোনার বিক্রি বেড়েছে ৩০০ শতাংশ৷ রেকর্ড মূলবৃদ্ধিও হয়েছে সোনার৷
  • ব্রিটেন থেকে দেশে ফিরল নটরাজ মূর্তি৷ ১৯৯৮ সালে রাজস্থানের ঘটেশ্বর মন্দির থেকে ওই মূর্তিটি চুরি গিয়েছিল৷

 

 

খেলা

  • সিরি আ-তে এসি মিলান ৪-১ গোলে পরাস্ত করল সাম্পদোরিয়াকে৷ জোড়া গোল করলেন জলাটন ইব্রাহিমোভিচ৷ এসি মিলান ও ইন্টার মিলানের হয়ে ইতালিয়ান লিগে মোট ৫০টি গোল করলেন তিনি৷
  • লকডাউনের পর প্রথম আন্তর্জাতিক একদিনের ম্যাচে ইংল্যান্ড ৬ উইকেটে পরাস্ত করল আয়ারল্যান্ডকে৷

 

 

লাইভ টিভি দেখুন:     https://chetana.tv/

বাংলার প্রথম এডুকেশনাল চ্যানেল