কারেন্ট অ্যাফেয়ার্স ৩০ ডিসেম্বর, ২০১৮

schedule
2018-12-31 | 12:53h
update
2018-12-31 | 12:53h
person
জীবিকা দিশারী
domain
জীবিকা দিশারী

আন্তর্জাতিক

  • বাংলাদেশে সাধারণ নির্বাচন সম্পন্ন হল। রাজনৈতিক হিংসায় শুধু ভোটের দিনই ১৭ জনের মৃত্যু হল। প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদ জানিয়েছেন কিছু ঘটনা বাদে নির্বাচন ছিল শান্তিপূর্ণ। বেসরকারি সূত্রের খবর, ২৯৯ আসনের মধ্যে ২৬৫ আসনে জয়ী হয়েছে শাসক জোট। বিরোধী জোটের প্রধান কামাল হোসেন এই ফলাফলকে প্রত্যাখ্যান করে নির্দলীয় সরকারের অধীনে নতুন করে ভোটের দাবি জানালেন।
  • ভূমিকম্পের পরেই ঘূর্ণিঝড় ‘উসমান’ আছড়ে পড়ল ফিলিপিনসে। এই ঘটনায় অন্তত ২২ জনের মৃত্যু হল।
  • প্রয়াত হলেন ফরাসি দৌড়বিদ জর্জ লুয়াঞ্জে (১০৮)। তাঁকে বলা হত ইহুদি শিশুদের রক্ষাকর্তা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় অন্তত ৩৫০ জন ইহুদি শিশুর প্রাণ বঁচিয়েছিলেন তিনি।

 

জাতীয়

  • কলকাতা বিশ্ববিদ্যালয় তাদের আসন্ন সমাবর্তন উৎসবে রাজ্যের প্রাক্তন রাজ্যপাল গোপালকৃষ্ণ গান্ধীকে সাম্মানিক ডি লিট এবং চিকিৎসক সুকুমার মুখোপাধ্যায়কে সাম্মানিক ডিএসসি দেবে বলে জানাল।
  • আন্দামানের রস আইল্যান্ডের নাম নেতাজি সুভষচন্দ্র বসু দ্বীপ রাখার কথা ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ৭৫ বছর আগে এখানেই জাতীয় পতাকা উত্তোলন করে দুটি দ্বীপের নাম শহিদ ও স্বরাজ দ্বীপ রেখেছিলেন নেতাজি স্বয়ং। সেই ঘটনাকে স্মরণে রেখে নীল আইল্যান্ডের নাম শহিদ দ্বীপ ও হ্যাভলক আইল্যান্ডের নাম স্বরাজ দ্বীপ রাখার সিদ্ধান্ত জানালেন মোদী। ওই ৭৫ বছরের স্মরণে এদিন ৭৫ টাকা নামাঙ্কিত বিশেষ মুদ্রার উদ্বোধন করেন তিনি।
Advertisement

 

বিবিধ

  • প্রয়াত হলেন প্রবীণ চলচ্চিত্র পরিচালক মৃণাল সেন(৯৫)। তাঁর প্রথম ছবি বাইশে শ্রাবণ ( ১৯৬০)। এরপর আকাশ কুসুম, ইন্টারভিউ, কলকাতা ৭১, পদাতিক, কোরাস, মৃগয়া, পরশুরাম, একদিন প্রতিদিন, খারিজ, আকালের সন্ধানে প্রভৃতি ছবিগুলি পরিচালনা করেছিলেন। তাঁর তৈরি ‘ভুবন সোম’ আন্তর্জাতিক স্তরে প্রশংসিত হয়েছিল। বেশ কয়েকটি তথ্যচিত্রও নির্মাণ করেছিলেন তিনি। ১৯৮১ সালে পদ্মভূষণ, ২০০৫ সালে দাদাসাহেব ফালকে সম্মান পেয়েছিলেন মৃণাল সেন। ২০১৭ সালে অস্কার আকাদেমির সদস্য পদ লাভ করেছিলেন। বাংলা ছাড়াও হিন্দিতে ‘ভুবনসোম’, ওড়িয়ায়  ‘মাটির মনিষ’ এবং তেলুগুতে ‘ওকাউরি কথা’-র মতো ছবিও পরিচালনা করেছিলেন তিনি। তিনি যেমন পেয়েছিলেন পদ্মভূষণ, বিদেশে বিশেষ করে রাশিয়া ও ফ্রান্সেও সম্মানিত হন। রাজ্যসভার সাংসদও হয়েছিলেন।

 

খেলা

  • মেলবোর্ন টেস্ট ১৩৭ রানে অস্ট্রেলিয়াকে হারাল ভারত। ভারতের এটি ১৫০তম টেস্ট জয়। বিরাট কোহলি একাদশ টেস্ট জিতে স্পর্শ করলেন সৌরভ গঙ্গোপাধ্যায়ের অধিনায়ক হিসেবে বিদেশে ১১টি টেস্ট জেতার রেকর্ড। ১৯৮০-৮১ মরসুমে সুনীল গাভাসকারের নেতৃত্বে ভারত শেষবার মেলবোর্নে টেস্ট জিতেছিল। এদিন টেস্ট সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে গেল ভারত। অন্যদিকে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, দক্ষিণ আফ্রিকার পর পঞ্চম দেশ হিসাবে ১৫০টি টেস্টে জিতল ভারত। চলতি ক্যালেন্ডার বছরে ২৭৩৫ রান করলেন বিরাট কোহলি, যা সর্বোচ্চ। অস্ট্রেলিয়ায় এটি ভারতের সপ্তম টেস্ট জয়।
  • ক্রাইস্ট চার্চ টেস্টে শ্রীলঙ্কাকে ৪২৩ রানে হারাল নিউজিল্যান্ড।
  • বেটন কাপ হকি প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হল ইন্ডিয়ান অয়েল। ফাইনালে পেনাল্টি শ্যুট-আউটে তারা হারাল ভারত পেট্রোলিয়ামকে। এবার ছিল ১২২তম বেটন কাপ।
Advertisement

Imprint
Responsible for the content:
jibikadishari.co.in
Privacy & Terms of Use:
jibikadishari.co.in
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
21.04.2024 - 18:08:00
Privacy-Data & cookie usage: