কারেন্ট অ্যাফেয়ার্স ৩০ মে ২০২০

1041
0

আন্তর্জাতিক

  • মার্কিন যুক্তরাষ্ট্রে শ্বেতাঙ্গ পুলিশ অফিসার ডেরেক শভিনের হাতে কৃষ্ণাঙ্গ ব্যক্তি জর্জ ফ্লয়েডের (৪৬) মৃত্যুর ঘটনায় হাজার হাজার মানুষ বিক্ষোভ দেখালেন নিউইয়র্ক, আটলান্টা, লাস ভেগাসে৷ পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ, লুঠপাট, থানা ভাঙচুরের ঘটনাও ঘটেছে৷ প্রতিবাদীদের কাছে অহিংস থাকার আবেদন জানালেন মার্টিন লুথার কিং জুনিয়রের কনিষ্ঠ কন্যা বার্নিস কিং৷
  • বিশ্ব জুড়ে করোনা ভাইরাস সংক্রমণে ৩৬৯২২২ জনের মৃত্যু হয়েছে৷ আক্রান্ত হয়েছেন ৬১০৩৬৩৬৬ জন৷ মার্কিন যুক্তরাষ্ট্রে ১ লক্ষ ৫ হাজার, ব্রিটেনে ৩৮ হাজার এবং ব্রাজিলে ২৮ হাজার মানুষের প্রাণ কেড়েছে করোনা৷ তবে লকডাউন তুলে নিচ্ছে প্রায় সব দেশেই৷ ১১ সপ্তাহ পর এদিন রাস্তায় বেরোলেন প্যারিসের মানুষ৷ জুনের শেষে জি-৭ বৈঠক আয়োজনের সিদ্ধান্ত জানালেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প৷

 

জাতীয়

  • দেশে করোনা ভাইরাস সংক্রমণে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে হল ১৭৩৭৬৩৷ ৪৯৭১ জনের জীবনহানি হয়েছে এই সংক্রমণে৷ গত ২৪ ঘণ্টায় রেকর্ড ৭৯৬৪ জন আক্রান্ত হয়েছেন করোনায়৷ দেশে মোট আক্রান্তের ৪০ শতাংশই মহারাষ্ট্র, গুজরাট, তামিলনাড়ু ও দিল্লির৷ এই ৪ রাজ্যে যথাক্রমে ২০৯৮, ৯৮০, ১৫৪ ও ৩৯৮ জনের মৃত্যু হয়েছে এই সংক্রমণে৷ দেশে মোট আক্রান্তদের ৭০ শতাংশই দিল্লি, মুম্বই, কলকাতা, হাওড়া, চেন্নাই, আমেদাবাদ, পুণে, থানে, হায়দরাবাদ, ইন্দোর, জয়পুর, যোধপুর, চেঙ্গালপাট্টু, তিরুভাল্লুর-এই ১৩টি শহরের বাসিন্দা৷ এদিকে এদিন কেন্দ্রীয় সরকার দেশের কনটেনমেন্ট জোনগুলিতে পঞ্চম দফায় আরও এক মাস অর্থাৎ গোটা জুন মাসটাই লকডাউন রাখার সিদ্ধান্ত জানাল৷ তবে বাকি এলাকায় ৮ জুন থেকে ধাপে ধাপে “আনলক” অর্থাৎ লকডাউন প্রত্যাহার করার কর্মসূচীও জানানো হল৷ অন্যদিকে ৯ মে থেকে ২৭ মে পর্যন্ত পরিযায়ী শ্রমিকদের জন্য চালানো বিশেষ ট্রেনগুলিতে ৮০ জন শ্রমিকের মৃত্যু হয়েছে৷ অভিযোগ, একটি ট্রেন ৯দিন দেরিতে গন্তব্যে পৌঁছেছিল৷ তবে রেল কর্তৃপক্ষের বক্তব্য, এই সময়ে ৩৮৪০টি ট্রেনেরর মধ্যে ৪টি ৭২ ঘণ্টার বেশি সময় নিয়েছে৷

 

বিবিধ

  • দর্শক সমাগম বন্ধ রেখে এবছর পুরীতে জগন্নাথ দেবের রথযাত্রা সম্পন্ন করার জন্য ওড়িশা রাজ্য প্রশাসনের কাছে প্রস্তাব রাখল পুরীর জগন্নাথ মন্দিরের ম্যানেজিং কমিটি৷ পশ্চিমবঙ্গের মাহেশে ৬২৪ বছরের পুরনো রথযাত্রা এবছর বন্ধ রাখার কথা জানানো হল৷৷
  • তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত জয়ললিতার সম্পত্তির আইনি উত্তরাধিকারী হিসাবে তাঁর ভাইঝি দীপা ও ভাইপো দীপক জয়কুমারকে ঘোষণা করল মাদ্রাজ হাইকোর্ট৷

 

 

খেলা

  • বুন্দেশলিগায় দর্শকশূন্য স্টেডিয়ামে বায়ার্ন মিউনিখ ৫-০ গোলে হারাল ডুসেলডর্ফকে৷
  • লকডাউনের জেরে জার্মানিতে আটকে পড়েছিলেন কিংবদন্তী দাবা খেলোয়াড় বিশ্বনাথন আনন্দ৷ প্রায় ৪ মাস পর এদিন দেশে ফিরলেন তিনি৷