কারেন্ট অ্যাফেয়ার্স ৩১ আগস্ট ২০২০

686
0

আন্তর্জাতিক

  • ইজরায়েলের ওপর থেকে সংযুক্ত আরব আমিরশাহি আগেই আর্থিক নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছিল। মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় এবার দুদেশ যুক্ত হল বাণিজ্যিক বিমান চলাচলের মাধ্যমেও। ইরানকে ঠেকাতে এই নতুন অক্ষ গড়া হচ্ছে বলে মনে করছে অভিজ্ঞ মহল। এদিন ইজরায়েল থেকে আবুধাবিতে নামল প্রথম বাণিজ্যিক উড়ানটি। তাতে ইজরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় উপদেষ্টাসহ দুদেশের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল রয়েছে।
  • লেবাননে দীর্ঘ রাজনৈতিক টালবাহানার পর প্রধানমন্ত্রী পদে বেছে নেওয়া হল মুস্তাফা আদিবকে।
  • মার্কিন যুক্তরাষ্ট্রে করোনা আক্রান্তের সংখ্যা ৬০ লক্ষ পেরিয়ে গেল। গোটা বিশ্বে সংখ্যাটা ২৫৫৩৬৯৪১। প্রতিদিন প্রায় আড়াই লক্ষ জন সংক্রমিত হচ্ছেন। বিশ্বে ৮৫২৮৫৯ জনের প্রাণহানি হয়েছে এই সংক্রমণে।

 

বিবিধ

  • ২০২০-২১ অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকে (এপ্রিল-জুন) দেশের জিডিপি ২৩.৯ শতাংশ হারে সঙ্কুচিত হয়েছে। জাতীয় পরিসংখ্যান দপ্তর এই তথ্য প্রকাশ করল। তার আগের ত্রৈমাসিকে জিডিপি বৃদ্ধির হার ছিল ৩.১ শতাংশ। ২৫ মার্চ থেকে দেশ জুড়ে লকডাউন এই পরিস্থিতির জন্য দায়ী বলে মনে করা হচ্ছে। গত ৪০ বছরে ভারতের অর্থনীতি এত ভয়ঙ্কর সঙ্কোচন দেখেনি।
  • টানা ৬দিন ওঠার পর ধস নামল শেয়ার বাজারে। শেয়ার সূচক সেনসেক্স ৮৩৯ এবং নিফটি ২৬০ পয়েন্ট হ্রাস পেল। একদিনে বাজার থেকে হারিয়ে গেল ৪.৫৫ লক্ষ কোটি টাকা।
  • এপ্রিল-জুলাই মাসে দেশের রাজকোষ ঘাটতি হয়ে দাঁড়িয়েছে ৮.২১ লক্ষ কোটি টাকা। বাজেটে যে ৭.৯৬ লক্ষ কোটি টাকা লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছিল তা পেরিয়ে গেল প্রথম ৮ মাসেই। দেশে টানা ৫ মাস কমছে শিল্পোৎপাদনও।

 

জাতীয়

  • প্রণব মুখোপাধ্যায় প্রয়াত হলেন। তিনি ছিলেন একমাত্র বাঙালি যিনি দেশের রাষ্ট্রপতি পদে বসেছিলেন। গত ৯ আগস্ট দিল্লির রাজাজি মার্গের বাসভবনে পড়ে মাথায় চোট পেয়েছিলেন তিনি। সেনা হালপাতালে অস্ত্রোপচারের পর গভীর কোমায় চলে যান তিনি। সেখানেই ২২ দিন কোনায় আচ্ছন্ন থাকার পর ৩১ আগস্ট বিকেলে জীবনাবসান হয় তাঁর। প্রণব মুখোপাধ্যায় (৮৪) প্রয়াণে ৭ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার। এক দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে প্রতিবেশী বাংলাদেশও। মুক্তিযুদ্ধের সময় তাঁর অবদানকে স্মরণ করেছে ঢাকা। ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যাকাণ্ডের পর তাঁর পরিবারের বন্ধু ও অভিভাবক হিসাবে তাঁর অবদানকে স্মরণ করেছেন সেখানকার বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কংগ্রেস সভানেত্রী সনিয়া গান্ধি স্মৃতিচারণার যথার্থই বলেছেন, ‘গত ৫০ বছরে তাঁর জীবন দেশের গত ৫০ বছরের ইতিহাস’। ১৯৩৫ সালের ১১ ডিসেম্বর বীরভূমের কীর্নাহারের কাছে মিরিটি গ্রামে তাঁর জন্ম। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানের স্নাতকোত্তর এবং এলএলবি প্রণব মুখোপাধ্যায় বিদ্যানগর কলেজে শিক্ষকতা করেছিলেন। কংগ্রেসের হয়ে ১৯৭৫, ১৯৮১, ১৯৯৩ ও ১৯৯৯ সালে রাজ্যসভায় এবং ২০০৪, ২০০৯ সালে লোকসভার সদস্য নির্বাচিত হন। ১৯৮৪ সালে রাষ্ট্রীয় সমাজবাদী কংগ্রেস গড়েছিলেন তিনি যা পরে কংগ্রেসে মিশে যায়। যোজনা কমিশনের ডেপুটি চেয়ারম্যান হয়েছিলেন তিনি ১৯৯১ সালে। ১৯৮২ সালে প্রথমবার এবং ১৯৯৫, ২০০৯ সালে তিনি কেন্দ্রীয় অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন। এছাড়াও কেন্দ্রীয় সরকারের প্রতিরক্ষা, বিদেশ মন্ত্রকের দায়িত্বও সামলেছিলেন তিনি। ৯৫টিরও বেশি মন্ত্রিগোষ্ঠীর সদস্য ছিলেন তিনি। ২০১২ সালে দেশের ত্রয়োদশ রাষ্ট্রপতির পদ গ্রহণ করেন প্রণব মুখোপাধ্যায়। ২০১৯ সালে ভারতরত্ন হন তিনি।
  • আদালত অবমাননার মামলায় আইনজীবী প্রশান্ত ভূষণকে এক টাকা জরিমানা ঘোষণা করল সুপ্রিম কোর্ট। ১৫ সেপ্টেম্বরের মধ্যে তা না দিলে ৩ মাসের জেল ও ৩ বছর সুপ্রিম কোর্টে সওয়াল করার অধিকার কেড়ে নেওয়া হবে বলে জানানো হল।
  • লাদাখে আগ্রাসী চিনা সেনাকে আটকে দিল ভারতীয় সেনাবাহিনী।

 

খেলা

  • শুরু হল ইউএস ওপেন। করোনা কাণ্ডের জেরে দীর্ঘ ৭ মাস পর শুরু হল কোন গ্র্যান্ড স্ল্যাম। দর্শকশূন্য স্টেডিয়ামে খেলা হবে, মিক্সড ডাবলসও থাকছে না।

 

 

লাইভ টিভি দেখুন:   https://chetana.tv/

বাংলার প্রথম এডুকেশনাল চ্যানেল