কারেন্ট অ্যাফেয়ার্স ৩১ জানুয়ারি, ২০১৯

652
0
Current Affairs 31 Jan 2019

আন্তর্জাতিক

  • ৮ জন ভারতীয়কে গ্রেপ্তার করল মার্কিন যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ। টাকার বিনিময়ে বিশ্ববিদ্যালয়ে পড়ার ভুয়ো কাগজ বানিয়ে ভিসা আদায় করার একটি চক্রের পান্ডা ওই ৮ জন। এক্ষেত্রে ৬০০ জনের নাম পাওয়া গেছে যাঁরা এভাবে ভিসা পেয়েছেন। তাঁদের সিংহভাগই ভারতীয়।
  • পকিস্তানে ধর্মদ্রোহ আইনে মৃত্যুদণ্ডের সাজা মকুব হয়ে মুক্তি পেয়েছেন আসিয়া বিবি। তাঁকে কানাডার বিদেশ মন্ত্রক সুরক্ষার প্রতিশ্রুতি দিল। তাঁর পরিবারকেও আশ্রয় দিয়েছে কানাডা।
  • মার্কিন যুক্তরাষ্ট্রের কেন্টাকিতে একটি হিন্দু মন্দিরে তাণ্ডব চালাল অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীরা।

জাতীয়

  • বাঁকুড়ার বড়জোরায় নর্থ কোলিয়ারির একটি খোলামুখ খনিতে অবৈধভাবে কয়লা তুলতে গিয়ে মৃত্যু হল ৩ জন শ্রমিকের। তাঁদের মধ্যে একজন মহিলা, আরও একজন মহিলা শ্রমিক নিখোঁজ।
  • ৪৩তম কলকাতা আন্তর্জাতিক বইমেলার উদ্বোধন করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রধান অতিথি ছিলেন গুয়াতেমালার মহিলা সাহিত্যিক ইউডা মোরালেস। এবার বইমেলার থিম দেশ গুয়াতেমালা।
  • মহারাষ্ট্রের রালেগাঁও সিদ্ধিতে সমাজকর্মী আন্না হাজারের অনশন দ্বিতীয় দিনে পড়ল। লোকপাল নিয়োগের দাবিতে নিজের গ্রামেই তিনি অনশন শুরু করেছেন।

বিবিধ

  • জানুয়ারি মাসে দেশে ১ লক্ষ কোটি টাকার বেশি জিএসটি সংগ্রহ হয়েছে বলে জানানো হল। চলতি অর্থবর্ষের প্রথম ১০ মাসে ৯.৭১ লক্ষ কোটি টাকা জিএসটি সংগ্রহ হয়েছে। এ ক্ষেত্রে গোটা বছরের লক্ষ্যমাত্রা ১৩.৪৮ লক্ষ কোটি টাকা।
  • দেশের ৮টি পরিকাঠামো ক্ষেত্রে গত ডিসেম্বর মাসে উৎপাদন বৃদ্ধির হার ছিল ২.৬ শতাংশ। এই হার গত ১৮ মাসে সর্বনিম্ন।

 খেলা

  • নিউজিল্যান্ড সফরে সিরিজের চতুর্থ একদিনের ম্যাচে ৮ উইকেটে পরাস্ত হল ভারত। এদিন ৩০.৫ ওভারে মাত্র ৯২ রানেই গুটিয়ে গেল ভারতের ইনিংস। ২১ রানে ৫ উইকেট নিলেন ট্রেন্ট বোল্ট। এই রান ভারতের একদিনের ক্রিকেটের ইতিহাসে সর্বনিম্ন। নিউজিল্যান্ড ১৪.৪ ওভারেই জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয়।
  • আই লিগে চার্চিল ব্রাদার্স-রিয়াল কাশ্মীর দলের ম্যাচ ১-১ গোলে ড্র হল।