আন্তর্জাতিক
- বাংলাদেশে বিপুল ভোটে জয়ী হল শাসক জোট। ২৯৯টি আসনের মধ্যে ২৮৮টিতে তারা জয়লাভ করল। আওয়ামি লিগ একাই পেল ২৫৫টি আসন। বিএনপি ৫টি এবং কামাল হোসেনের গণ ফোরাম ২টি আসনে জয়ী হয়েছে। এই নিয়ে তৃতীয়বার দেশের প্রধানমন্ত্রী হতে চলেছেন শেখ হাসিনা।
- গুপ্তচর সন্দেহে পল হোয়েলাল নামে এক মার্কিন নাগরিককে আটক করা হয়েছে বলে জানাল রাশিয়ার ফেডারেল সিকিউরিটি সার্ভিস।
জাতীয়
- জম্মু ও কাশ্মীরের নওগাঁ সেক্টরে নিয়ন্ত্রণ রেখায় ভারতীয় শিবির লক্ষ করে হামলা চালাল পাক সেনা। ভারতের পালটা হামলায় মৃত্যু হল ২ পাক সেনার।
- দেশের মুখ্য তথ্য কমিশনার নিযুক্ত হলেলন সুধীর ভার্গব।
- আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জে পোর্ট ব্লেয়ার বিমানবন্দরকে অভিবাসন চেকপোস্টের মর্যাদা দিল কেন্দ্র। ফলে এখন থেকে বিদেশি পর্যটকরা সরাসরি পোর্টব্লেয়ার যেতে পারবেন।
- কৃষক বন্ধু প্রকল্প সূচনার কথা জানালেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, এর আওতায় আসবে প্রায় ১ কোটি পরিবার। এ ক্ষেত্রে ১৮ থেকে ৬০ বছর বয়সি কোনো কৃষকের মৃত্যু হলে তাঁর পরিবার পাবে ২ লক্ষ টাকা। চাষের সুবিধার জন্য প্রতি একরে বার্ষিক ৫০০০ টাকা করে দেওয়া হবে।
বিবিধ
- গত নভেম্বর মাসে দেশে পরিকাঠামো ক্ষেত্রে উৎপাদন বৃদ্ধির হার ছিল ৩.৫ শতাংশ। এক বছর আগের নভেম্বরে তা ছিল ৬.৯ শতাংশ বলে জানা গেল। এই নভেম্বরে পরিকাঠামো ক্ষেত্রে বৃদ্ধির হার গত ১৬ মাসের মধ্যে সর্বনিম্ন। বলা হচ্ছে, ২০১৮ সালে শেয়ার সূচক সেনসেক্স বৃদ্ধি পেয়েছে ২০১১১.৫ পয়েন্ট বা ৫.৯ শতাংশ। ২০১৮ সালে ডলারের তুলনায় টাকার দাম কমেছে ৫০৯ পয়সা বা ৯.২৩ শতাংশ।
খেলা
- মেয়েদের ক্রিকেটে জাতীয় একদিনের প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হল বাংলা। ঝুলন গোস্বামীর নেতৃত্বে তারা ফাইনালে ১০ রানে হারাল অন্ধ্রপ্রদেশকে। এই প্রথমবার এই প্রতিযোগিতা আয়োজিত হল।
- আইসিসি বর্ষসেরা মহিলা ক্রিকেটারের পুরস্কার জিতনে স্মৃতি মান্দানা। ঝুলন গোস্বামীর পর দ্বিতীয় কোনো ভারতীয় এই পুরস্কার জিতলেন। মান্ধানা অবশ্য বর্ষসেরা মহিলা ওয়ান ডে ক্রিকেটারের পুরস্কারও পেলেন।
- আইসিসি বর্ষসেরা মহিলা টি টোয়েন্টি দলের ক্যাপ্টেন হিসাবে বেছে নিল হরমনপ্রীত কৌরকে।