কারেন্ট অ্যাফেয়ার্স ৩ আগস্ট ২০১৯

1094
0

আন্তর্জাতিক

  • ‘মহিলাদের প্রতি লাঞ্ছনা হলে তার দায় মহিলাদেরই। তাঁরাই অবাঞ্ছিত পোশাক পরে এই ধরনের ঘটনা ঘটিয়ে থাকেন। মহিলাদের থেকে রক্ষার জন্য পুরুষদের পক্ষেই আইন প্রণয়ন করা উচিত।’— এই মর্মে মালয়েশিয়ার সংসদে নতুন আইন চালুর দাবিতে প্রস্তাব রাখলেন শাসক দলের সাংসদ মহম্মদ ইমরান আবদ হামিদ। তাঁর প্রস্তাবকে সমর্থন করলেন প্রধান বিরোধী নেতা সেনেটর ডেপুটি প্রেসিডেন্ট আবদুল হালিম আবদুল সামাদ। এই প্রস্তাবের বিরুদ্ধে বিতর্ক শুরু হয়েছে মালয়েশিয়ায়।
  • মেক্সিকোর ভেরাক্রুজ প্রদেশে গুলি করে হত্যা করা হল জর্জ সেলেস্তিনো রুইজ নামে এক সাংবাদিককে। চলতি সপ্তাহে এই নিয়ে ৩ জন সাংবাদিককে খুন করা হল মেক্সিকোয়।

জাতীয়

  • ২০২০ সালের সেপ্টেম্বর মাসের মধ্যে জাতীয় জনসংখ্যা রেজিস্টার (এনপিআর) তৈরির সিদ্ধান্ত জানাল কেন্দ্রীয় সরকার।
  • পর্যটকদের কাশ্মীর ত্যাগের নির্দেশ দিল প্রশাসন। জঙ্গি হানার আশঙ্কায় এই নির্দেশ বলে জানানো হয়েছে।
  • মালদ্বীপের প্রাক্তন উপরাষ্ট্রপতি আমেদ আধিব আবদুল গফুরকে তাঁর দেশে ফেরত পাঠানা হয়েছে বলে জানানো হল। তিনি ভারতে রাজনৈতিক আশ্রয় পেয়েছিলেন বলে জানানো হয়েছে।

 

বিবিধ

  • ভারতীয় বংশোদ্ভূত ভাষা মুখোপাধ্যায় ব্রিটেনের সোন্দর্য প্রতিযোগিতায় জয়ী হয়ে মিস ইংল্যান্ড ২০১৯ সম্মান জিতলেন। পেশায় একজন চিকিৎসক। কিন্তু বাংলা, হিন্দি, ইংরেজি, জার্মান ও ফরাসি ভাষায় দক্ষ। তাঁর দুটি ডাক্তারি ডিগ্রি ছাড়াও বুধ্যঙ্ক (আইকিউ) ১৪৬। ২৩ বছরের এই বাঙালি তরুণীর বাবা-মা কলকাতা থেকে সুইন্ডন চলে যান ২০০৪ সালে।
  • প্রতি মাসে বিশ্বে যে গড় তাপমাত্রা থাকে, গত জুলাই মাসে তার থেকে ২.১৬ ডিগ্রি সেলসিয়াস বেশি তাপমাত্রা ছিল বলে দাবি করল ‘কোপারনিকাস ক্লাইমেট চেঞ্জ সার্ভিস’। গোটা ইউরোপে তাপপ্রবাহের জেরে প্রতি ঘণ্টায় অতিরিক্ত ১ হাজার কোটি টনের বরফ গলে সমুদ্রে মিশেছে বলে জানানো হল। এর ফলে এক মাসে সমুদ্রতল ০-১ মিমি বাড়বে বলে মন্তব্য করলেন জলবায়ু বিজ্ঞানীরা।

খেলা

  • ওয়েস্ট ইন্ডিজ সফরে প্রথম টি২০ ম্যাচে ৪ উইকেটে জয়ী হল ভারত। ফ্লোরিডার এই ম্যাচে অভিষেক হল নবদীপ সাইনির। ১৭ রানে তিন উইকেট নিয়ে ম্যান অব দ্য ম্যাচ হলেন তিনি। প্রথমে ব্যাট করে ৯৬ রান তুলেছিল ওয়েস্টইন্ডিজ। এজবাস্টন টেস্টে ৩৭৪ রানে ইংল্যান্ডের প্রথম ইনিংস শেষ হল। জবাবে ৪ উইকেট হারিয়ে  দ্বিতীয় ইনিংসে ১২৪ রান করল অস্ট্রেলিয়া।
  • ডুরান্ড কাপের ম্যাচে ইস্টবেঙ্গল ২-০ গোলে আর্মি রেডকে হারাল।
  • কোপা আমেরিকায় রেফারির আচরণ ও ফুটবল সংস্থার সমালোচনা করায় লিওনেল মেসিকে ৩টি আন্তর্জাতিক ম্যাচের জন্য নির্বাসিত করল লাতিন আমেরিকা ফুটবল সংস্থা।
  • রাশিয়ার কাম্পিয়েস্কে অনুষ্ঠিত মাগোমেদ সালাম উমাখনেঙ মেমোরিয়াল আন্তর্জাতিক বক্সিং প্রতিযোগিতায় মেয়েদের ৫৭ কেজি ও ৬৯ কেজি বিভাগে সোনার পদক জিতলেন ভারতের নীরজ এবং লভলিনা বড়গোঁহাই। রুপো পেলেন গৌরব সোলাঙ্কি। ব্রোঞ্জ পেয়েছেন পূজারানী, গোবিন্দ সাহানি ও জনি।