কারেন্ট অ্যাফেয়ার্স ৩ আগস্ট ২০২০

1006
0
nurse recruitment

আন্তর্জাতিক

  • আফগানিস্তানের জালালাবাদ কারাগারে হামলা চালাল আইএস জঙ্গিরা৷ গাড়ি বোমা বিস্ফোরণ, লাগাতার বিস্ফোরণ ও গুলিবর্ষণ করে তারা৷ এই ঘটনায় অন্তত ২৯ জনের মৃত্যু হয়েছে৷ বেশ কয়েকজন জঙ্গি কারাগার থেকে পালাতে সমর্থ হয়েছে৷
  • সেপ্টেম্বর মাসে পরবর্তী কর্মসূচীর কথা প্রকাশ করল স্পেপস এক্স৷ ‘ক্রুত্তয়ান’ কর্মসূচীতে ৩ মার্কিন ও ১ জন জাপানি নভশ্চরকে আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রে নিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে ওই বেসরকারি সংস্থার৷ প্রসঙ্গত, নাসার মহাকাশযান এনডেভার অবসর নেওয়ার পর যাত্রী পিছু ৮ কোটি ডলার ভাড়া দিয়ে একদিন মহাকাশকেন্দ্রে নভশ্চর পাঠাতে হত মার্কিন যুক্তরাষ্ট্রকে৷
  • বিশ্বে করোনা ভাইরাস সংক্রমণে মৃতের সংখ্যায় প্রথম তিনটি দেশ হল মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রাজিল ও মেক্সিকো৷ বিশ্বে গত ৪ দিনে ১০ লক্ষ জন আক্রান্ত হয়েছেন৷ এখনও পর্যনন্ত ১৮৩১৩০২৫ জন আক্রান্ত হয়েছেন, ৬৯৪২২৯ জন প্রাণ হারিয়েছেন এই সংক্রমণে৷

 

জাতীয়

  • দৈনিক সংক্রমণে এদিন ভারত ছিল সবার আগে৷ ভারতে এদিন ৫২৯৭২ জন করোনা ভাইরাসে সংক্রমিত হয়েছেন৷ মার্কিন যুক্তরাষ্ট্র এবং ব্রাজিলে সংখ্যাটা যথাক্রমে ৪৭৫১১ এবং ২৫৮০০৷ দেশে মোট ১৮০৩৬৯৫ জন আক্রান্ত হয়েছেন করোনায়৷ মোট প্রাণহানি হয়েছে ৩৮১৩৫ জনের৷ পশ্চিমবঙ্গে গত ২৪ ঘণ্টায় ২৭১৬ জন আক্রান্ত হয়েছেন৷ মোট আক্রান্তের সংখ্যা ৭৮২৩২৷ মোট অ্যাক্টিভ রোগী ২১৬৮৩ জন৷ করোনায় এরাজ্যে ১৭৩১ জনের প্রাণহানি হয়েছে৷ কো-মর্বিডিটিতে প্রাণহানির সংখ্যা ১৫০৮৷ এদিকে করোনা প্রতিরোধে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ‘কোভিশিল্ড’ নামক সম্ভাব্য প্রতিষেধকটি মানবদেহে পরীক্ষামূলক প্রয়োগের অনুমতি দিল কেন্দ্রীয় সরকার৷
  • কেন্দ্রীয় সরকারের প্রস্তাবিত শিক্ষানীতির ‘তিনভাষার সূত্র’ মানা হবে না বলে জানালেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী ই কে পালানিস্বামী৷

 

 

বিবিধ

  • ট্রাফিক সিগন্যালে যেসব প্রতীকি চিত্রের মাধ্যমে পথচারীদের নির্দেশ দেওয়া হত তার সবতেই এতদিন ছিল পুরুষদের প্রতীক৷ এবার ট্রাফিক সিগন্যালে মহিলাদের অবয়ব অনুযায়ী প্রতীক ব্যবহার শুরু করল বৃহমুম্বই পুর নিগম (বিএমসি)৷

 

 

খেলা

  • ফুটবল ম্যাচ চলার সময় কোন ফুটবলার অপর কোন ফুটবলার বা রেফারির মুখের সামনে কাশলে তাকে শাস্তি হিসাবে লাল কার্ড দেখানো হবে বলে সিদ্ধান্ত নিল ইংল্যান্ডের ফুটবল সংস্থা (এফএ)৷
  • ২০২১ সালে কোপেনহেগেনে অনুষ্ঠিতব্য ‘ত্যুর দ্য ফ্রাঁস’ প্রতিযোগিতা পিছিয়ে দেওয়া হল ২০২২ সালের জুলাই মাসে৷

 

 

 

লাইভ টিভি দেখুন:     https://chetana.tv/

বাংলার প্রথম এডুকেশনাল চ্যানেল