কারেন্ট অ্যাফেয়ার্স ৩ জানুয়ারী, ২০১৯

schedule
2019-01-05 | 07:33h
update
2019-01-07 | 05:36h
person
জীবিকা দিশারী
domain
জীবিকা দিশারী

আন্তর্জাতিক

  • চাঁদে পা রাখল চিনের মহাকাশযান ‘চাং ই ৪’। গত ৮ ডিসেম্বর শিচুয়ান থেকে পাড়ি দিয়েছিল যানটি। চিনের লোকগাথায় চাঁদের দেবী চাং ই-র নামানুসারে এই যানের নামকরণ হয়েছে। চাঁদের যে অংশ বরাবরের জন্য অন্ধকার সেই অংশেই অবতরণ করেছে এটি। সেখান থেকে ছবিও পাঠাতে শুরু করেছে যানটি।
  • ইতালি থেকে উধাও হয়ে গেলেন উত্তর কোরিয়ার রাষ্ট্রদূত দো সাং গিল (৪৮) ও তাঁর স্ত্রী। অনুমান করা হচ্ছে তিনি ইউরোপের কোনো দেশে আশ্রয় পেয়েছেন।
  • সাংবাদিক জামাল খাশোগি হত্যাকাণ্ডে ৫ জনের মৃত্যুদণ্ড চাইলেন সৌদি আরবের অ্যাটর্নি জেনারেল। রিয়াধে বিচারপর্ব শুরু হয়েছে। অভিযুক্তের সংখ্যা ১১।
Advertisement

জাতীয়

  • পঞ্চম ও অষ্টম শ্রেণিতে পাশ-ফেল প্রথা প্রত্যাবর্তনের লক্ষ্যে শিক্ষার আইনের সংশোধনী বিল পাশ হল রাজ্যসভায়। গত জুলাই মাসে তা লোকসভায় পাশ হয়েছিল।
  • খনিতে নিখোঁজ ১৫ জন শ্রমিকের উদ্ধারে দায়সারা মনোভাবের জন্য মেঘালয় সরকারের কঠোর সমালোচনা করল সুপ্রিম কোর্ট।
  • শবরীমালা মন্দিরে ঢুকে ২ জন মহিলার আয়াপ্পা দর্শনের প্রতিবাদে কেরল জুড়ে ১২ ঘন্টার ধর্মঘট পালিত হল শবরীমালা কর্মসমিতির ডাকে। বিভিন্ন স্থানে ঘটেছে ভাঙচুরের ঘটনাও।

বিবিধ

  • জলন্ধরে ১০৬তম বিজ্ঞান কংগ্রেসের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে তিনি স্লোগান দিলেন, ‘জয় জওয়ান, জয় কিষান, জয় বিজ্ঞান, জয় অনুসন্ধান’।
  • খবরের কাগজ ও পুনর্ব্যবহারযোগ্য প্লাস্টিক দিয়ে খাদ্যদ্রব্য মুড়ে রাখা যাবে না বলে জানালেন ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অথরিটি অব ইন্ডিয়া। ১ জুলাই থেকে তা কার্যকর হবে।
  • সাহিত্যিক দিব্যেন্দু পালিত (৭৯)প্রয়াত হলেন। তাঁর প্রথম ছোটগল্প ‘ছন্দপতন’। প্রথম উপন্যাস ‘সিন্দু বাঁরোয়া’। ‘বৃষ্টির পরে’, ‘অবৈধ’, ‘অনুসরণ’, ‘অন্তর্ধান’ প্রভৃতি উপন্যাস তাঁকে নানা স্বীকৃতি দিয়েছে। ১৯৮০ সালে আনন্দ পুরস্কার, ১৯৯০ সালে বঙ্কিম পুরস্কার, ১৯৯৮ সালে তিনি সাহিত্য আকাদেমি পুরস্কার পেয়েছেন। দীর্ঘদিন আনন্দবাজার পত্রিকার সঙ্গে যুক্ত ছিলেন।

খেলা

  • সিডনি টেস্টে প্রথম ইনিংসে ভারত ৪ উইকেট হারিয়ে ৩০৩ রান করল। শতরান (অপরাজিত ১৩০) করলেন ভারতের চেতেশ্বর পূজারা। এটি তাঁর অষ্টাদশ টেস্ট শতরান। চলতি অস্ট্রেলিয়া সফরে তৃতীয়।
  • প্রয়াত হলেন প্রাক্তন ফিফা রেফারি অ্যালেক্স ভাজ (৮৪)।
Advertisement

Imprint
Responsible for the content:
jibikadishari.co.in
Privacy & Terms of Use:
jibikadishari.co.in
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
14.04.2024 - 07:19:09
Privacy-Data & cookie usage: