কারেন্ট অ্যাফেয়ার্স ৩ মার্চ, ২০১৯

562
0
Current Affairs 3rd March

আন্তর্জাতিক

  • ইতালির কট্টর অপরাধী নেতা মার্কো দে লাওরোকে গ্রেপ্তার করল পুলিশ। দীর্ঘ ১৪ বছর ধরে পুলিশ হন্যে হয়ে খুঁজে বেরিয়েছে মার্কোকে। তার বাবা পাওলো দে লাওরো ছিলেন ইতালির সংগঠিত অপরাধ সিন্ডিকেট কমোরো-র শীর্ষ নেতা। প্রতিদ্বন্দ্বী আমামাতো পাগানো গোষ্ঠীর সঙ্গে তাদের সংঘর্ষে মৃত্যু হয়েছে ১৩০ জনের।
  • বাংলাদেশের সঙ্গে ভারতের সেনা মহড়া ‘সম্প্রীতি ২০১৯’ শুরু হল টাঙ্গাইলে। বাংলাদেশের ইস্টবেঙ্গল ব্যাটেলিয়ন এবং ভারতের রাজপুতানা রাইফেলস যোগ দিল এই মহড়ায়।

জাতীয়

  • জম্মু ও কাশ্মীরের কূপওয়ারায় ৫৬ ঘণ্টায় জঙ্গি দমন অভিযান শেষ হল। এই অভিযান ২ জঙ্গির মৃত্যু হয়েছে। মৃত্যু হয়েছে নিরাপত্তা বাহিনীর ৫ জনের ও এক স্থানীয় নাগরিকের।
  • ৫০ বছর পূর্ণ করল রাজধানী এক্সপ্রেস। এদিন হাওড়া–নয়াদিল্লি রাজধানী এক্সপ্রেসের যাত্রা শুরুর আগে বিশেষ ডাক টিকিট প্রকাশ করা হল। ১৯৬৯ সালের ৩ মার্চ চালক জি এম টচারকে পতাকা নেড়ে সঙ্কেত দিয়েছিলেন গার্ড ও এস লেভি। এদিন গার্ড ছিলেন অরুণ কুমার দে এবং চালক ছিলেন এস কেরকেট্টা ও মহম্মদ রফিক মণ্ডল। সঙ্গে যাত্রীদের হাতে তুলে দেওয়া হয় গোলাপ।

বিবিধ

  • ঝাড়খণ্ডে বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ার অনুমতি পেল আদানি পাওয়ার। সেখানে উৎপাদিত বিদ্যুৎ বাংলাদেশে রপ্তানি করা হবে।
  • মতুয়া সম্প্রদায়ের বড়মা বীণাপাণিদেবীকে সাম্মানিক ডি লিট দেওয়ার কথা জানাল কোচবিহারের পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়।

খেলা

  • ২০২২ সালের চিনের হাংঝোউয়ে অনুষ্ঠিতব্য এশিয়ান গেমসের জন্য অন্তর্ভুক্ত হল টি২০ ক্রিকেট। ২০১০, ২০১৪ সালের এশিয়ান গেমসে ক্রিকেট ছিল। ভারত অবশ্য একবারও ক্রিকেট দল পাঠায়নি।
  • আই লিগের ম্যাচে ইস্টবেঙ্গল ১-০ গোলে হারাল মিনার্ভা এফসিকে। ১৯ ম্যাচ খেলার পর ইস্টবেঙ্গল এবং চেন্নাই সিটির পয়েন্ট হল যথাক্রমে ৩৯ এবং ৪০।
  • ভারতের রাহুল ভরদ্বাজ কেনিয়া ওপেন ফিউচার সিরিজ ব্যাডমিন্টনে চ্যাম্পিয়ন হলেন।
  • বাংলাদেশের বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্টে ইনিংস ও ৫২ রানে জয়ী হল নিউজিল্যান্ড।
  • লস অ্যাঞ্জেলেস গ্যালাক্সি ক্লাবের সামনে ডেভিড বেকহ্যামের পূর্ণাবয়ব মূর্তির আবরণ উন্মোচন করলেন বেকহ্যাম স্বয়ং।
  • বুলগেরিয়ায় অনুষ্ঠিত আন্তর্জাতিক কুস্তিতে ৬৫ কেজি বিভাগে বজরং পুনিয়া ও ৫৯ কেজি বিভাগে পূজা ধানদা সোনার পদক জিতলেন। বজরং এই জয় উৎসর্গ করলেন উইং কম্যান্ডার অভিনন্দন বর্তমানকে।