কারেন্ট অ্যাফেয়ার্স ৩ মে ২০১৮

schedule
2018-05-04 | 12:53h
update
2018-05-04 | 12:53h
person
জীবিকা দিশারী
domain
জীবিকা দিশারী

জাতীয়

  • উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, পাঞ্জাব, হরিয়ানা, মধ্যপ্রদেশে প্রবল ঝড়, মেঘভাঙা বৃষ্টি এবং রাজস্থানে মরু ঝড়ে মৃত্যু হল শতাধিক মানুষের। আগ্রায় ঝড়ের বেগ ছিল ঘণ্টায় ১২৬ কিমি।
  • চলচ্চিত্রের জাতীয় পুরস্কার প্রদান অনুষ্ঠান বয়কট করলেন ৬৮ জন শিল্পী, কলাকুশলী। গত ৬৪ বছরের প্রথা ভেঙে এবারই ঠিক হল ১১ জনকে পুরস্কার দেবেন রাষ্ট্রপতি এবং ৬৮ জনকে পুরস্কার দেবেন কেন্দ্রীয় তথ্য সম্প্রচার মন্ত্রী। কিন্তু পূর্বঘোষণা মতো সকলকেই রাষ্ট্রপতি পুরস্কার না দেওয়ায় এই ৬৮ জন পুরস্কার প্রদান অনুষ্ঠানে বিক্ষোভ দেখিয়ে অনুষ্ঠান বয়কট করেন।
  • বিহারের মোতিহারিতে একটি শীততাপ নিয়ন্ত্রিত বাস খাদে পড়ে যাওয়ার পর আগুন লেগে যায়। জীবন্ত দগ্ধ হয়ে মৃত্যু হল ২৭ জনের।
Advertisement

আন্তর্জাতিক

  • প্রতিরক্ষা ক্ষেত্রে বাজেট বরাদ্দ ২০ শতাংশ বাড়াল পাকিস্তান। প্রায় ১০ বছর বাদে এই খাতে বরাদ্দ বৃদ্ধি পেল। এবছর তাদের সামরিক বাজেট হল ৯৬০ কোটি ডলারেরও বেশি অঙ্কের। বস্তুত, জঙ্গিদের অর্থ সহায়তার অভিযোগে আন্তর্জাতিক অনুদান প্রায় তলানিতে ঠেকেছে। তাদের কর্মকাণ্ডের দিকে নজর রাখছে ফিনান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্সও।
  • ২০১৯ সালের নোবেল শান্তি পুরস্কার মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পকে দেওয়ার প্রস্তাব করলেন মার্কিন আইন সভার ১৮ জন রিপাবলিকান সদস্য। দক্ষিণ কেরিয়ার রাষ্ট্রপতি মুন জায়ে ইনও সম্প্রতি একই দাবি জানিয়েছিলেন। যুদ্ধ নিয়ে ক্রমাগত হুমকি দিয়ে তিনি কোরীয় উপদ্বীপে শান্তি ফিরিয়েছেন বলে তাঁরা দাবি করেছেন।

খেলা

  • লর্ডসে ৩১ মে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি টোয়েন্টি ম্যাচ খেলবে বিশ্ব একাদশ। ভারত থেকে দীনেশ কার্তিক ও হার্দিক পান্ডিয়া ওই ম্যাচে খেলার ডাক পেলেন। ওয়েস্ট ইন্ডিজের ৫টি স্টেডিয়াম সংস্কারের উদ্দেশ্যে ওই ম্যাচ খেলা হবে।
  • জাস্টিন ল্যাঙ্গারকে কোচ নিযুক্ত করল ক্রিকেট অস্ট্রেলিয়া। তিনি ৩ ফরম্যাটেই অস্ট্রেলীয় ক্রিকেট দলকে প্রশিক্ষণ দেবেন।
  • মনপ্রীত সিং, ধরমবীর সিংকে অর্জুন পুরস্কার দেওয়ার জন্য এবং ভরত ছেত্রী, সাঙ্গি চানুকে ধ্যানচাঁদ পুরস্কার দেওয়ার জন্য কেন্দ্রের কাছে সুপারিশ করল হকি ইন্ডিয়া।
  • দু-দফার সেমিফাইনালে রোমাকে ৭-৬ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে উঠল লিভারপুল। ১১ বছর পর তারা ফাইনালে উঠল।

বিবিধ

  • গত জানুয়ারি থেকে মার্চ মাসে গোটা বিশ্বে সোনার চাহিদা ৭ শতাংশ কমেছে। ভারতে ১২ শতাংশ কমেছে সোনার চাহিদা। এদিন ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের এক রিপোর্টে একথা জানানো হয়েছে।
  • ন্যাশনাল পেনশন সিস্টেমে গচ্ছিত টাকা উচ্চশিক্ষা ও বিশেষ কারিগরি প্রশিক্ষণের জন্য আংশিক ভাবে তুলে নেওয়া যাবে। এদিন এই সিদ্ধান্ত নিল সংশ্লিষ্ট ক্ষেত্রের নিয়ন্ত্রক সংস্থা পিএফআরডিএ।
Advertisement

Imprint
Responsible for the content:
jibikadishari.co.in
Privacy & Terms of Use:
jibikadishari.co.in
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
09.04.2024 - 00:01:03
Privacy-Data & cookie usage: