কারেন্ট অ্যাফেয়ার্স ৩ সেপ্টেম্বর ২০১৯

526
0

আন্তর্জাতিক

  • সমুদ্র ঝড় ডোরিয়ান কার্যত তছনছ করে দিল বাহামা দ্বীপপুঞ্জকে। বাহামার প্রধানমন্ত্রী হুবার্ট মিনিস বললেন, ‘দেশ এক ঐতিহাসিক ট্রাজেডির মধ্যে পড়েছে।’ এই ঝড় ক্যাটেগরি ৪ হ্যারিকেন বলে জানালেন আবহবিদরা।
  • মধ্য চিনের হুবেই প্রদেশের একটি স্কুলে এক আততায়ীর ছুরিকাঘাতে মৃত্যু হল ৮ জন খুদে পড়ুয়ার। আততায়ী এর আগেও হিংসামূলক হামলায় কারাদণ্ড ভোগ করেছে।
  • মার্কিন যুক্তরাষ্ট্রের ন্যাশভিলের কেটি ক্যাথলিক স্কুলে হ্যারি পটার সিরিজের বইগুলি নিষিদ্ধ করা হল। এই বই পড়ে ভূতের আগমন ঘটতে পারে আশঙ্কা স্কুলের ধর্মযাজক রেভারেন্ড ড্যান রিহিলের।

জাতীয়

  • ছত্তিসগড়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী অজিত যোগীর ছেলে অমিত যোগীকে গ্রেপ্তার করল পুলিশ। ২০১৩ সালে বিধানসভা নির্বাচনে তফশিলি উপজাতিদের জন্য সংরক্ষিত আসনে দাঁড়িয়ে জয়ী হয়েছিলেন তিনি। সেখানে নির্বাচনী হলফনামায় জালিয়াতির অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে।
  • কর্নাটকের শীর্ষ কংগ্রেস নেতা ডি কে শিবকুমারকে গ্রেপ্তার করল ইডি। ২০১৭ সালের অগস্ট মাসে কর্নাটকের ওই প্রাক্তন মন্ত্রীর বিভিন্ন ঠিকানায় তল্লাশি চালিয়ে ৩০০ কোটি কালো টাকা উদ্ধার করা হয়েছিল বলে ইডি জানাল।
  • বেঙ্গালুরুর বেহাল রাস্তার বিষয়ে দৃষ্টি আকর্ষণ করতে মহাকাশচারীর পোশাক পরে পথ হেঁটে সেই ছবি ইনস্টাগ্রামে দিলেন বাদল নন্দজুনদাস্বামী।

বিবিধ

  • ভারতের শেয়ার বাজারের সূচক হল নিম্নমুখী। এদিন সেনসেক্স ৭৭০ অঙ্ক এবং নিফটি ২২৫ অঙ্ক কমে গেল। বাজার থেকে মুছে গেল ২.৫৫ লক্ষ কোটি টাকার শেয়ার সম্পদ। অন্যদিকে একদিনে টাকার দর ডলারের সাপেক্ষে পড়ল ৯৭ পয়সা। প্রতি ডলার টাকার দাম হল ৭২.৩৯ যা গত ৯ মাসের মধ্যে সব থেকে খারাপ।
  • আইডিবিআই ব্যাঙ্ক প্রায় ৯৩০০ কোটি টাকার পুঁজি পাচ্ছে। এর মধ্যে ৪৭৪৩ কোটি টাকা দেবে ব্যাঙ্কটির প্রোমোটার রাষ্ট্রায়ত্ত এলআইসি এবং ৪৫৫৭ কোটি টাকা দেবে কেন্দ্রীয় সরকার। প্রসঙ্গত গত ১১ ত্রৈমাসিকে লাগাতার লোকসানেরই মুখ দেখছে আইডিবিআই।

খেলা

  • ব্রাজিলের রিও ডি জেনেইরো শহরে অনুষ্ঠিত আই এসএসএফ শুটিং বিশ্বকাপে পদক প্রাপ্তির বিচারে ভারত পেল শীর্ষস্থান। ৫টি সোনা, ২টি রুপো, ২টি ব্রোঞ্জ মিলিয়ে ৯টি পদক পেল ভারত। শেষ দিনে ১০ মিটার এয়ার পিস্তলের মিক্সড ইভেন্টে সোনা জিতল মনু ভাকের-সৌরভ জুটি। এই জুটি এই নিয়ে এই মরসুমের চারটি শুটিং বিশ্বকাপেই সোনা জিতল। জুনিয়ার বিশ্বকাপেও শীর্ষস্থান পেল ভারত। শুটিং বিশ্বকাপে এযাবৎ কালের মধ্যে এটিই ভারতের শ্রেষ্ঠ ফল।
  • আন্তর্জাতিক টি২০ থেকে অবসর নিলেন মিতালি রাজ। ভারতের মহিলা ক্রিকেট দলের অধিনায়ক মিতালি ৮৯টি ম্যাচে ২৩৬৪ রান করেছেন যা ভারতীয় মহিলা ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ।