কারেন্ট অ্যাফেয়ার্স ৩ সেপ্টেম্বর ২০১৮

schedule
2018-09-04 | 08:12h
update
2018-09-04 | 08:12h
person
জীবিকা দিশারী
domain
জীবিকা দিশারী

জাতীয়

  • কয়লা ক্ষেত্রে ২৯ হাজার কোটি টাকার দুর্নীতির অভিযোগ তুললেন কংগ্রেস মুখপাত্র জয়রাম রমেশ। বিদ্যুৎ ক্ষেত্রের জন্য ইন্দোনেশিয়া থেকে যে কয়লা আমদানি করা হয়েছে তার অতিরিক্ত দাম দেখানোয় সরকারের ওই পরিমাণ টাকা ক্ষতি হয়েছে বলে অভিযোগ করা হল।
  • দেশের আর্থিক বৃদ্ধির গতি শ্লথ হওয়ার পিছনে রিজার্ভ ব্যাঙ্কের প্রাক্তন গভর্নর রঘুরাম রাজনকে দায়ী করলেন নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান রাজীব কুমার। তাঁর দাবি, নোট বাতিল কাণ্ডের জন্য নয়, অনাদায়ী ঋণের জন্যই ২০১৫-১৬-র শেষ ত্রৈমাসিক থেকে টানা ৬টি কোয়ার্টারে বৃদ্ধির হার নেমে গিয়েছিল। এজন্য রাজনের নীতিকে তিনি কাঠগড়ায় দাঁড় করালেন।

আন্তর্জাতিক

  • গোটা বিশ্বের বহু অমূল্য সামগ্রীর সংগ্রহশালা ব্রাজিলের জাতীয় মিউজিয়াম ভস্মীভূত হল। রিও ডি জেনেইরোতে মারাকানা স্টেডিয়ামের পাশে অবস্থিত ওই সংগ্রহশালায় আগুন লাগার কারণ জানা যায়নি। সুবিশাল ভবনটি এককালে পর্তুগিজ রাজপ্রাসাদ ছিল। ১৮১৮ সালে রাজা ষষ্ঠ জোয়াও সংগ্রহশালাটি প্রতিষ্ঠিত করেন। অন্তত ২ কোটি অমূল্য নিদর্শন ছিল সেখানে।
  • রয়টার্সের দুই সাংবাদিককে ৭ বছরের কারাদণ্ড দিল ইয়াঙ্গন আদালত। রোহিঙ্গাদের বিষয়ে খবর লিখে তাঁরা মায়ানমার প্রশাসনের রোষে পড়েছিলেন। ওই দুই সাংবাদিক ওয়া লোন (৩২) এবং কায়ো সো উ (২৮) সরকারি গোপনীয়তার শর্ত ভেঙেছেন বলে আদালতে অভিযোগ জানানো হয়েছিল। রাষ্ট্রসঙ্ঘ ও ইউরোপীয় ইউনিয়ন তাঁদের মুক্তির দাবি জানাল।
  • ‘একাত্তরের জননী’ নামে পরিচিত রমা চৌধুরী (৭৯) চট্টগ্রামে প্রয়াত হলেন। মুক্তিযুদ্ধের সময় পাক সেনারা তাঁর পরিবারকে কার্যত ধ্বংস করে দিয়েছিল। ‘৭১-এর জননী’, ‘১০০১ দিন যাপনের পদ্য’ প্রভৃতি ১৯টি বই লিখেছিলেন তিনি।
Advertisement

খেলা

  • ঢাকায় সাফ কাপ ফুটবলে ভারতকে নেতৃত্ব দেবেন শুভাশিস বসু। এদিন তা জানানো হল।
  • ইংল্যান্ডের ক্রিকেটার অলিস্টার কুক জানালেন, ভারতের সঙ্গে চলতি টেস্ট সিরিজের পরেই তিনি আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাবেন। ২০০৬ সালের মার্চে ভারতের বিরুদ্ধেই টেস্ট ক্রিকেটে অভিষেক হয়েছিল তাঁর। ইংল্যান্ডের হয়ে টেস্টে সবথেকে বেশি রান (১২২৫৪) করেছেন তিনি। ১৬০ টেস্টে তাঁর শতরান ৩২টি। ৫৯টি টেস্টে দেশকে নেতৃত্ব দিয়েছিলেন।
  • লা লিগার ক্লাব রিয়াল ভায়াডলিডের ৫১ শতাংশ শেয়ার কিনলেন ব্রাজিলের প্রাক্তন ফুটবলার রোনাল্ডো।
  • আইসিসি র‍্যাঙ্কিংয়ে টেস্ট ব্যাটসম্যানদের তালিকায় শীর্ষস্থান ধরে রাখলেন বিরাট কোহলি।
  • দক্ষিণ কোরিয়ার চ্যাংওনে মেয়েদের ১০ মিটার এয়ার রাইফেল-এ দলগত বিভাগে রুপো জিতলেন ভারতের মেহুলি ঘোষ, অপূর্বী চান্ডেলা ও অঞ্জুম মুদগিল।

বিবিধ

  • পতনের নিরিখে রেকর্ড গড়ল টাকার দাম। এদিন আরও ২১ পয়সা কমে তা হল ৭১.২১ টাকা প্রতি ডলার।
  • ২০১৭-১৮ অর্থবর্ষে ৮.৪৬ টন সোনা কিনেছে ভারতের রিজার্ভ ব্যাঙ্ক। এর আগে ২০০৯ সালে তারা শেষবার সোনা কিনেছিল। এখন তাদের হাতে সঞ্চিত সোনার পরিমাণ ৫৬৬.২৩ টন।
  • রেকর্ড মূল্যবৃদ্ধি হল পেট্রোল ও ডিজেলের। কলকাতায় প্রতি লিটার ডিজেল ও পেট্রোলের দাম হল যথাক্রমে ৭৪ টাকা ও ৮২.০৬ টাকা।
Advertisement

Imprint
Responsible for the content:
jibikadishari.co.in
Privacy & Terms of Use:
jibikadishari.co.in
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
08.04.2024 - 17:26:18
Privacy-Data & cookie usage: