কারেন্ট অ্যাফেয়ার্স ৩ আগস্ট ২০১৮

schedule
2018-08-04 | 11:02h
update
2018-08-06 | 10:11h
person
জীবিকা দিশারী
domain
জীবিকা দিশারী

জাতীয়

  • বিচারপতি কে এম জোসেফকে সুপ্রিম কোর্টের বিচারপতি পদে নিয়োগের জন্য কলেজিয়ামের প্রস্তাব মেনে নিল কেন্দ্র। গত ১০ মে কলেজিয়ামের এই প্রস্তাবই খারিজ করা হয়েছিল। গত ১৬ মে কলেজিয়াম ফের একই সুপারিশ করেছে।
  • অন্ধ্রপ্রদেশের কুর্নুলে একটি বেসরকারি পাথর খাদানে বিস্ফোরণে ১০ জন শ্রমিকের মৃত্যু হল।
  • শিয়ালদহ এলাকা থেকে কেনিয়ার এক মহিলা নাগরিককে গ্রেপ্তার করল নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো।

আন্তর্জাতিক

  • জিম্বাবোয়ের রাষ্ট্রপতি নির্বাচনে জয়ী হলেন এমারসন মুনাগাগোয়াই। রগার্ট মুগারের বিদায়ের পর তিনিই কার্যনির্বাহী রাষ্ট্রপতির দায়িত্ব সামলেছেন। ৫০ শতাংশের সামান্য বেশি ভোট পেয়েছেন তিনি।
  • পাকিস্তানের দিয়ামের জেলার চিলাস শহরে রাতের অন্ধকারে ১২টি স্কুল জ্বালিয়ে দিল কট্টরপন্থী জঙ্গিরা। কিছু জায়গায় বইপত্র জড়ো করে আগুন লাগিয়ে দেওয়া হয়। গত ১০ বছরে জঙ্গিদের হামলায় অন্তত ১৫০০ স্কুল ক্ষতিগ্রস্ত হয়েছে পাকিস্তানে।
  • আফগানিস্তানের পূর্ব প্রান্তে পাকিতায় একটি মসজিদে আত্মঘাতী বিস্ফোরণে অন্তত ২৫ জনের মৃত্যু হল। সন্দেহ করা হচ্ছে আইএস জঙ্গিদের।
  • প্রয়াত সন্ত্রাসবাদী নেতা ওসামা বিন লাদেনের মা আলিয়া ঘানেম সৌদি আরবের জেড্ডায় সাক্ষাৎকার দিলেন লন্ডনের এক সাংবাদিককে। বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি নিয়ে পড়ার সময়েই কিছু লোক ওসামার মগজধোলাই করেছিল বলে দাবি করলেন তিনি।
Advertisement

খেলা

  • এজবাস্টন টেস্টে ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংস শেষ হল ১৮০ রানে। ১৩ ওভারে ৫১ রানে ৫টি উইকেট পেলেন ইশান্ত শর্মা। ভারত চতুর্থ ইনিংসে ৫ উইকেট হারিয়ে তুলেছে ১১০ রান।
  • লন্ডনে বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে মহিলাদের সিঙ্গলসে কোয়ার্টার ফাইনালে পি ভি সিন্ধু ২১-১৯, ২১-১৭ স্ট্রেট গেমে হারিয়ে দিলেন গতবারের চ্যাম্পিয়ন নজোমি ওকুহারাকে। অন্যদিকে অলিম্পিক চ্যাম্পিয়ন ক্যারোলিনা মারিনের কাছে হেরে গেলেন সাইনা নেহাওয়াল। ১০ বারের সাক্ষাতে দুজনেই (ক্যারোলিনা মারিন – সাইনা নেহাওয়াল) জিতলেন ৫ বার করে। মিক্সড ডাবলসে হেরে গেল অশ্বিনী পোনাপ্পা-সাত্বিক সাইরাজ রানাকিরেডি জুটি।
  • পশ্চিমবঙ্গ রাজ্য অ্যাথলেটিক্সে মেয়েদের ১৫০০ মিটার দৌড়ে রেকর্ড (৪ মিনিট ১৬.১ সেকেন্ড) করলেন লিলি দাস। তিনি ভাঙলেন জ্যোতির্ময়ী শিকদারের ২৫ বছরের পুরনো রেকর্ড (৪ মিনিট ২৫.৪ সেকেন্ড)।

বিবিধ

  • রিলায়্যান্স কমিউনিকেশন ও এরিকসনের মধ্যে সমঝোতা সূত্র অনুমোদন করল সুপ্রিম কোর্ট। এর ফলে আরকমের ব্যবসা রিলায়্যান্স জিওর কাছে বিক্রি করায় কোনো বাধা থাকল না।
  • সেন্ট্রাল মেরিন ফিসারিজ রিসার্চ ইনস্টিটিউটের পরিসংখ্যান প্রকাশিত হল। ওই তথ্য অনুযায়ী গত ৪ বছরে এরাজ্যে সামুদ্রিক মাছের জোগান ৩৬৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
Advertisement

Imprint
Responsible for the content:
jibikadishari.co.in
Privacy & Terms of Use:
jibikadishari.co.in
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
30.04.2024 - 01:24:39
Privacy-Data & cookie usage: