কারেন্ট অ্যাফেয়ার্স ৪ এপ্রিল, ২০১৯

434
0
Current Affairs 4 Apr 2019

আন্তর্জাতিক

  • আফ্রিকার লিবিয়া ও নাইজেরিয়ার মতো দেশগুলিতে কৃষ্ণাঙ্গ মানুষদের একাংশকে এখনও দাস হিসাবে কেনাবেচা করা হয়। আরবের ধনী ব্যবসায়ীদের কাছে তাঁদের চাহিদা প্রচুর। এ রকম এক পরিস্থিতি থেকে ফিরে এই অভিজ্ঞতার কথা জানালেন নাইজেরিয়ার নাগরিক জুড ইকিউএনোব।
  • সৌদি আরব পরমাণু চুল্লি তৈরির কাজ প্রায় সম্পূর্ণ করে এনেছে। গোপনে রিয়াধের শহরতলিতে ‘কিং আবদুল আজিজ সিটি ফর সায়েন্স অ্যান্ড টেকনোলজি’তে ওই চুল্লি তৈরির ছবি ধরা পড়েছে উপগ্রহচিত্রে। আর্জেন্টিনা এবং মার্কিন যুক্তরাষ্ট্রের কিছু সংস্থা তাদের প্রযুক্তিগত সহায়তা দিয়েছে বলে জানা গেছে। আর্জেন্টিনার সরকারি সংস্থাটির নাম ‘ইনভ্যাপ এস ই।’ মার্কিন সংস্থার নাম জানা যায়নি। অবশ্য সৌদি কর্তৃপক্ষের দাবি, সেখানে অস্ত্র তৈরি হবে না, গবেষণা করা হবে। তবে আন্তর্জাতিক সংস্থার কোনো ছাড়পত্র নেয়নি রিয়াধ।

জাতীয়

  • কলকাতা হাইকোর্টের ৪১তম প্রধান বিচারপতি হিসাবে শপথ নিলেন বিচারপতি থোট্টাথিল ভাস্করন নায়ার রাধাকৃষ্ণন। শপথবাক্য পাঠ করালেন রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী।
  • সংযুক্ত আরব আমিরশাহির সর্বোচ্চ অসামরিক সম্মান তথা সে দেশের রাজাদের বিশেষ মর্যাদার স্মারক সম্মান ‘জায়েদ মেডেল’ দেওয়া হচ্ছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। দুই দেশের সম্পর্ক উন্নত করতে বড় ভূমিকা পালনের জন্য এই সম্মান বলে জানিয়েছেন ওদেশের রাষ্ট্রপ্রধান মহম্মদ বিন জায়েদ আল নাহিয়ান। প্রসঙ্গত, ভারতের ৬৮তম প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে নাহিয়ান আমন্ত্রিত হয়েছিলেন প্রধান অতিথি হিসাবে।
  • ছত্তিশগড়ে মাওবাদী হামলায় শহিদ হলেন ৪ বিএসএফ আধিকারিক।

বিবিধ

  • রেপো রেট ২৫ বেসিস পয়েন্ট কমাল রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া। রেপো রেট কমে হল ৬ শতাংশ এবং রিভার্স রেপো রেট ৫.৭৫ শতাংশ। ফেব্রুয়ারির পর এপ্রিলেই নিয়ে পর-পর দুবার ঋণ নীতি পর্যালোচনায় সুদের হার কমাল রিজার্ভ ব্যাঙ্ক।
  • সর্বকনিষ্ঠ পর্বতারোহী হিসাবে ৭ মহাদেশের সর্বোচ্চ শৃঙ্গ ও সর্বোচ্চ আগ্নেয়গিরি জয়ের ক্ষেত্রে সত্যরূপ সিদ্ধান্তের কৃতিত্বকে স্বীকৃতি জানাল গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডস।
  •  লগ্নি করার বিষয়ে ভারতের রেটিং ‘বিবিবি’ রাখল ফিচ। এই নিয়ে গত ১৩ বছর একই রেটিং রাখল তারা।

খেলা

  • ফিফা বিশ্ব র‍্যাঙ্কিংয়ে ভারতের ক্রম হল ১০১। এই তালিকার প্রথম পাঁচটি স্থানে রয়েছে বেলজিয়াম, ফ্রান্স, ব্রাজিল, ইংল্যান্ড ও ক্রোয়েশিয়া। এশিয়ার মধ্যে সব থেকে ভালো অবস্থানে রয়েছে ইরান। তাদের বিশ্ব র‍্যাঙ্কিং ২১।
  • সুপার কাপের সেমিফাইনালে উঠল চেন্নাই এফসি। কোয়ার্টার ফাইনালে তারা হারাল আইএসএল চ্যাম্পিয়ন বেঙ্গালুরু এফসিকে (১-০)। চেন্নাই এবার আই লিগ জিতেছে।
  • রিয়াল মাদ্রিদের কোচ হিসাবে দ্বিতীয় ইনিংস শুরু করলেন জিনেদিন জিদান। তাঁর প্রশিক্ষণে প্রথম ম্যাচেই ভ্যালেন্সিয়ার কাছে লা লিগার অ্যাওয়ে খেলায় রিয়াল ১-২ গোলে পরাস্ত হল।