কারেন্ট অ্যাফেয়ার্স ৪ এপ্রিল ২০২০

460
0
CORONA, CORONA Virus

আন্তর্জাতিক

  • করোনা ভাইরাস সংক্রমণের ঝড় এবার সিরিয়া, লিবিয়া, ইয়েমেনের মতো দেশগুলিতে আছড়ে পড়তে চলেছে বলে সতর্ক করলেন রাষ্ট্রসঙ্ঘের মহাসচিব আন্তেনিও গুতেরেস৷ ইতিমধ্যে বিশ্বে ৬৪,১৯৭ জনের প্রাণহানি হয়েছে সংক্রমণে৷ সংক্রমিত হয়েছেন ১১,৯০,৯৭৯ জন৷ ইতালিতে সাড়ে ১৪ হাজার, স্পেনে সাড়ে ১১ হাজার, মার্কিন যুক্তরাষ্ট্রে ৭ হাজার মানুষের মৃত্যু হয়েছে নোভেল করোনা ভাইরাস সংক্রমণে৷ কোভিড-১৯ এর সংক্রমণে প্রয়াতদের উদ্দেশে এদিন জাতীয় শোকদিবস পালন করল চিন৷ করোনার সঙ্গে ৩ মাস লড়াইয়ের পর চিনের পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে৷ এদিন জাতীয় পতাকা অর্ধনমিত রেখে ও ৩ মিনিট নীরবতা পালন করে শোকপালন করা হল৷ এই সংক্রমণে প্রয়াত ৯৫ জন পুলিশ ও ৪৩ জন স্বাস্থ্যকর্মীকে শহিদের মর্যাদা দেওয়া হল সেখানে৷
  • মার্কিন সাংবাদিক ড্যানিয়েল পার্ল হত্যা মামলায় দোষী সাব্যস্ত আলকায়দা জঙ্গি ওমরসইদ শেখের মৃত্যুদণ্ড খারিজ করে সিন্ধু হাইকোর্ট যে রায় দিয়েছে তার বিরুদ্ধে পাক সুপ্রিম কোর্টে আবেদন জানানোর সিদ্ধান্ত নিল পাকিস্তান সরকার৷

 

জাতীয়

  • দেশে করোনা আক্রান্তের সংখ্যা একদিনে বাড়ল ৬০১৷ একদিনে সংক্রমণ ছড়ানোর এই হারই সর্বোচ্চ৷ কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক প্রকাশিত তথ্য অনুযায়ী দেশে কোভিড-১৯ সংক্রমণ হয়েছে এমন ব্যক্তিরসংখ্যা ৩০৭২৷ এই সংক্রমণে প্রাণহানি হয়েছে ৭৫ জনের৷ দেশের মধ্যে সবথেকে উদ্বেগজনক পরিস্থিতি মহারাষ্ট্রের৷ সেখানে করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যা যথাক্রমে ৬৩৫ এবং ৩২৷ তামিলনাড়ু, দিল্লি, কেরল, তেলেঙ্গানায় যথাক্রমে ৪৮৫, ৪৪৫, ৩০৬, ২২৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন৷ এরই মধ্যে কেন্দ্রীয় সরকার মাস্ক, স্যানিটাইজার বিক্রয়ে কালোবাজারি রুখতে নির্দেশিকা জারি করল৷ ঘরের বাইরে পা রাখলেই মাস্ক ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে৷ এদিকে করোনা আক্রান্তদের চিকিৎসা করছেন যে চিকিৎসক, নার্সরা তাঁদের থাকার জন্য মহারাষ্ট্র ও উত্তরপ্রদেশের ৭টি হোটেল খুলে দিল টাটাগোষ্ঠী৷

 

বিবিধ

  • একদশক আগে বিশ্বজুড়ে যে মন্দা দেখা দিয়েছিল করোনার প্রভাব তাকেও ছাড়িয়ে যাবে বলে হুঁশিয়ারি দিলেন আইএমএফ-এর প্রধান ক্রিস্টালিনা জর্জিয়েভা৷ করোনার প্রভাবের এই সময়কে তিনি “মানবসভ্যতার অন্ধকারতম মুহূর্ত” বলে মন্তব্য করলেন৷

 

খেলা

  • করোনা ভাইরাস সংক্রান্ত পরিস্থিতিতে মেয়েদের অনূধ্র্ব ১৭ বিশ্বকাপ ফুটবল পিছিয়ে দিল ফিফা৷ ২-২১ নভেম্বর ভারতের বিভিন্ন শহরে ওই প্রতিযোগিতা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল৷ অনূধ্র্ব ২০ বিশ্বকাপও পিছিয়ে দেওয়া হল৷ আগস্ট-সেপ্টেম্বরে পানামা ও কোস্টারিকায় প্রতিযোগিতাটি হওয়ার কথা ছিল৷ বাছাইপর্বের খেলা বাকি থাকায় এই সিদ্ধান্ত নিতে বাধ্য হল ফিফা৷