কারেন্ট অ্যাফেয়ার্স ৪ জুলাই, ২০১৯

610
0
Current Affairs 4 July 2019

আন্তর্জাতিক

  • জঙ্গিগোষ্ঠীকে আর্থিক মদত দেওয়া ও কালো টাকা লেনদেনের অভিযোগে জামাত-উদ-দাওয়া প্রধান হাফিজ সইদ এবং তাঁর ১২ জন সহযোগীর বিরুদ্ধে ২৩টি মামলা করল পাক পাঞ্জাব পুলিশ। লাহোরের জওহর টাউনে রয়েছে হাফিজ। ‘ফিনান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্স’ নামক আন্তর্জাতিক সংস্থার চাপে বিদেশি অনুদান হাতছাড়া হওয়ার আশঙ্কায় এই পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে অনুমান আন্তর্জাতিক মহলের।
  • সিন্ধু সভ্যতার প্রত্নসামগ্রী পাকিস্তানের হাতে ফিরিয়ে দিল ফ্রান্স। প্যারিসে পাক দূতাবাসে ১ লক্ষ ৩৯ হাজার ইউরো মূল্যের ৪৪৫টি সামগ্রী তাদের হাতে তুলে দেওয়া হল। ২০০৬ সালে শার্ল দ্যো গল বিমানবন্দর থেকে ওই সব সামগ্রী বাজেয়াপ্ত করা হয়েছিল।
  • চিন সফরে গেলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুদেশের মধ্যে ৯টি চুক্তি স্বাক্ষরিত হল।

জাতীয়

  • জামাতুল মুজাহিদিন বাংলদেশ-এর মহিলা আত্মঘাতী জঙ্গিরা পশ্চিমবঙ্গের বৌদ্ধ গুম্ফায় বিস্ফোরণ ঘটাতে পারে বলে সতর্ক করে দিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। পশ্চিমবঙ্গে বৌদ্ধ গুম্ফা ও মঠের সংখ্যা ১৩০।
  • আঞ্চলিক গ্রামীণ ব্যাঙ্কের (আরআরবি) স্কেল-১ অফিসার ও অফিস অ্যাসিস্ট্যান্ট নিয়োগের পরীক্ষা এখন থেকে ইংরেজি, হিন্দি, ছাড়াও ১৩টি আঞ্চলিক ভাষায় নেওয়া হবে বলে জানালেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। এই ১৩টি ভাষার মধ্যে বাংলাও আছে।
  • আইএনএক্স মিডিয়া মামলায় ইন্দ্রাণী মুখোপাধ্যায়ের রাজসাক্ষী হওয়ার আবেদন অনুমোদন করল দিল্লির আদালত।

বিবিধ

  • সংসদে আর্থিক সমীক্ষা পেশ করলেন মুখ্য-আর্থিক উপদেষ্টা কৃষ্ণমূর্তি সুব্রহ্মণ্যম। সমীক্ষায় বলা হয়েছে দেশে কর্মহীনতা বৃদ্ধির হার ৬.১ শতাংশ। ২০১৮-১৯ সালে বৃদ্ধির হার ৬.৮ শতাংশ ছিল। ২০১৯-২০ সালে ৭ শতাংশ হতে পারে। রাজকোষ ঘাটতি ২০১৮-১৯ সালে ৩.৪ শতাংশ এবং বিদেশি মুদ্রা লেনদেনে ঘাটতি ২.১ শতাংশ ছিল বলে উল্লেখ করা হয়েছে।
  • মুম্বইয়ের ডি এল পাতিল বিশ্ববিদ্যালয় সাম্মানিক ডক্টরেট দিল প্রাক্তন ক্রিকেটার ব্রায়ান লারাকে।

খেলা

  • কোপা আমেরিকার ফাইনালে উঠল পেরু। তারা সেমিফাইনালে ৩-০ গোলে চিলিকে হারাল। অপর দিকে আর্জেন্টিনা সেমিফাইনাল ম্যাচে ব্রাজিলের কাছে ০-২ গোলে হারের নেপথ্যে ইকুয়েডরের রেফারি রদি জাম্বানোর বিরুদ্ধে পক্ষপাতদুষ্ট আচরণের অভিযোগ জানাল দক্ষিণ আমেরিকা ফুটবল ফেডারেশনের কাছে।
  • রজার ফেডেরার ব্রিটেনর জে ক্লার্ককে হারিয়ে উইম্বলডনের তৃতীয় রাউন্ডে উঠলেন। এই নিয়ে তিনি উইম্বলডনে ১৭ বার তৃতীয় রাউন্ডে উঠে স্পর্শ করলেন জিমি কোনর্সের রেকর্ড। ফেডেরার সব মিলিয়ে ৭০ বার কোনো গ্রান্ড স্ল্যামের তৃতীয় রাউন্ডে উঠলেন। মেয়েদের সিঙ্গলসে ১৫ বছরের কোকো গাউফ সর্বকনিষ্ঠ মহিলা হিসেবে উইম্বলডনের তৃতীয় রাউন্ডে উঠলেন।
  • পোল্যান্ডে আয়োজিত পোজনান অ্যাথলেটিক্স গ্রঁ প্রি ২০০ মিটারে সোনা জিতলেন হিমা দাস।
  • ফুটবলকে বিদায় জানালেন নেদারল্যান্ডসের খেলোয়াড় আর্জেন রবেন।
  • বিশ্বকাপ ক্রিকেটে ওয়েস্ট ইন্ডিজ ২৩ রানে হারাল আফগানিস্তানকে। পঞ্চমবারের বিশ্বকাপ ক্রিকেটে অংশ নিলেন ক্যারিবিয়ান তারকা ক্রিস গেইল।