কারেন্ট অ্যাফেয়ার্স ৪ জুন ২০১৮

schedule
2018-06-05 | 08:02h
update
2018-06-05 | 08:02h
person
জীবিকা দিশারী
domain
জীবিকা দিশারী

জাতীয়

  • পুরীর জগন্নাথ মন্দিরের রত্নভাণ্ডারের চাবি নিখোঁজ নিয়ে বিচারবিভাগীয় তদন্তের নির্দেশ দিলেন ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক। ওড়িশা হাইকোর্টের একজন অবসরপ্রাপ্ত বিচারপতি ওই তদন্ত করবেন। ১৯৮৪ সালে শেষবার রত্নভাণ্ডারের সিন্দুক খোলা হয়েছিল।
  • সংসদের অর্থ মন্ত্রক সংক্রান্ত স্থায়ী কমিটি ব্যাঙ্কের অনুৎপাদক সম্পদ নিয়ে ডেকে পাঠিয়ে জিজ্ঞাসাবাদ করলেন এসবিআই এবং পিএনবি-র শীর্ষ কর্তাদের।

আন্তর্জাতিক

  • মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকের আগে সামরিক বাহিনীতে বড়সড় রদবদল করল উত্তর কোরিয়া। প্রতিরক্ষা প্রধান, চিফ অব জেনারেল স্টাফ, কেপিএ-র সাধারণ রাজনৈতিক ব্যুরোর প্রধান পদে অপেক্ষাকৃত কম বয়সীদের নিযুক্ত করা হয়েছে বলে জানা গেছে।
  • ‘আত্মঘাতী বিস্ফোরণ কখনই ধর্মীয় কাজ হতে পারে না’ এই বিষয়ে কাবুল পলিটেকনিক বিশ্ববিদ্যালয়ে আলোচনা সভা আয়োজিত হয়েছিল। সভা শেষে ধর্মগুরুরা যখন বেরচ্ছেন তখনই আত্মঘাতী বিস্ফোরণে ৭ জনের মৃত্যু হল। জখম হলেন ৯ জন।
  • জর্ডনের প্রধানমন্ত্রী হ্যানি মুলকি ইস্তফা দিলেন। মূল্যবৃদ্ধি নিয়ে দেশজোড়া বিক্ষোভে পদ ছাড়তে হল তাঁকে।
  • গুয়েতেমালায় ফুয়োগো আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতে মৃতের সংখ্যা বেড়ে হল ২৫। গত ১০০ বছরে এত ভয়ঙ্কর অগ্ন্যুৎপাত হয়নি সেখানে। এদিন লাভা উদ্গীরণ ভয়ঙ্কর হয়ে ওঠায় উদ্ধারকাজে সেনা নামাতে হল।
Advertisement

খেলা

  • কন্টিনেন্টাল কাপের ফাইনালে উঠল ভারত। এদিন তারা কেনিয়াকে ৩-০ গোলে হারাল। ভারতের অধিনায়ক সুনীল ছেত্রী এদিন শততম আন্তর্জাতিক ম্যাচ খেললেন। তাঁর আগে ভারতীয় ফুটবলারদের মধ্যে বাইচুং ভুটিয়াই এই নজির গড়েছিলেন। এদিন জোড়া গোল করলনে সুনীল। তাঁর মোট আন্তর্জাতিক গোল সংখ্যা হল ৬১ যা ভারতীয়দের মধ্যে সর্বোচ্চ।
  • কুয়ালালামপুরে মহিলাদের এশিয়া কাপ টি ২০-র ম্যাচে ভারত ৬৬ রানে জয়ী হল থাইল্যান্ডের বিরুদ্ধে।
  • কেরিয়ারের ৯০০তম ম্যাচ জিতলেন রাফায়েল নাদাল। এদিন ফরাসি ওপেনে তিনি হারালেন ম্যাক্সিমিলান মার্টেরেরকে। অন্যদিকে চোটের জন্য ফরাসি ওপেন থেকে ছিটকে গেলেন সেরেনা উইলিয়ামস।
  • আসন্ন এশিয়ান গেমসে ভারতীয় টেনিস দলে ডাক পেলেন লিয়েন্ডার পেজ। এশিয়ান গেমসে তাঁর ৮টি পদক রয়েছে। তিনি শেষবার ২০০৬ দোহা এশিয়াডে অংশ নিয়েছিলেন।

বিবিধ

  • ভারতের রিজার্ভ ব্যাঙ্কের ডেপুটি গভর্নর নিযুক্ত হলেন এম কে জৈন। এতদিন তিনি আইডিবিআই ব্যাঙ্কের এমডি সিইও ছিলেন।
  • প্রাক্তন মার্কিন রাষ্ট্রপতি বিল ক্লিন্টন রোমাঞ্চ উপন্যাস লিখছেন বলে জানালেন। বইয়ের নাম ‘দ্য প্রেসিডেন্ট ইজ মিসিং’। সহলেখক জেমস প্যাটারসন।
  • দুগ্ধ উৎপাদনে ও বিপণনে সাফল্যের জন্য কেন্দ্রীয় সরকার প্রদত্ত পুরস্কার পেয়েছে সুন্দরবনের সমবায় ভিত্তিক সংস্থা সুন্দরিণী ন্যাচারালস। গত ১ জুন জাতীয় দুগ্ধ দিবসে কেন্দ্রীয় কৃষিমন্ত্রী পুরুষোত্তম রুপালা ওই পুরস্কার দিয়েছেন। এদিন এই সংবাদ প্রকাশিত হল।
  • ভারতে ২ কোটি গাড়ি তৈরির রেকর্ড করল সুজুকি মোটর কর্পোরেশন। ১৯৮৩ সালের ডিসেম্বরে ভারতে উৎপাদন শুরু করেছিল তারা।
Advertisement

Imprint
Responsible for the content:
jibikadishari.co.in
Privacy & Terms of Use:
jibikadishari.co.in
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
13.04.2024 - 04:43:44
Privacy-Data & cookie usage: