কারেন্ট অ্যাফেয়ার্স ৪ ডিসেম্বর ২০১৯

442
0

আন্তর্জাতিক

  • ৪৪ বছর পর নিজের দেশের নাগরিকত্ব ফিরে পেলেন মিলান কুন্দেরা। দেশের শাসকদের সঙ্গে মতপার্থক্যের জেরে ১৯৭৫ সালে চেকোস্লাভাকিয়া থেকে পালাতে হয়েছিল তাঁকে। ১৯৭৯ সালে তাঁর নাগরিকত্ব কেড়ে নেওয়া হয়। মিলান কুন্দেরা ফরাসি ভাষার বিশ্ববিখ্যাত খেক। দেশ ত্যাগের পর তিনি ফ্রান্সে আশ্রয় নেন। ১৯৮১ সালে তাঁকে নাগরিকত্ব দেয় ফ্রান্স। এদিন চেক রিপাবলিকের রাষ্ট্রদূত পিটার ড্রুলাক প্যারিসে লেখকের কাছে গিয়ে তাঁর হাতে চেক নাগরিকত্বের নথি তুলে দিলেন।
  • সুদানে একটি গ্যাসভর্তি ট্যাঙ্কারে বিস্ফোরণে মৃত্যু হল ২৩ জনের। জখম হলেন ১৩০ জন। নিহতদের মধ্যে ১৮ জন ভারতীয়।

জাতীয়

  • আইএনএক্স মামলায় শর্তাধীন জামিন পেলেন প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী তথা প্রাক্তন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী পি চিদম্বরম। তিহার কারাগারে ১০৫ দিন বিচারাধীন হেফাজতে থাকার পর এদিন সুপ্রিম কোর্ট তাঁর জামিন মঞ্জুর করে।
  • নাগরিকত্ব সংশোধনী বিল পাশ হল কেন্দ্রীয় মন্ত্রিসভায়। এবার তা সংসদে পেশ হবে।
  • ছত্তিশগড়ের নারায়ণপুরে একজন আইটিবিপি জওয়ান ৫ জন সহকর্মীকে গুলিতে হত্যা করে আত্মঘাতী হলেন। ছুটি নিয়ে বিতন্ডার জেরে এই ঘটনা বলে মনে করা হচ্ছে।

বিবিধ

  • অ্যালফাবেট সংস্থার নতুন সিইও হলেন সুন্দর পিচাই। গুগল ও তার পরিবারের বাকি সব সংস্থার মালিক অ্যালফাবেট। গুগুল-এরও সিইও তিনিই থাকছেন। ৪৭ বছরের সুন্দর পিচাই আইআইটি কানপুরের প্রাক্তন ছাত্র। মাদুরাইতে একটি মধ্যবিত্ত পরিবারে বড় হয়ে ওঠা।
  • ফরাসি শিল্পী পোল গগ্যাঁর ১৮৯৭ সালে আঁকা একটি ছবি (গাছ) নিলামে ১ কোটি ৫ লক্ষ ডলারে বিক্রি হল।

খেলা

  • শ্রীলঙ্কা ক্রিকেট দলের কোচ নিযুক্ত হচ্ছেন মিকি আর্থার। গ্র্যান্ট ফাওয়ার, ডেভিড সাকের এবং শেন ম্যাকডারমট যথাক্রমে ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং কোচ নিযুক্ত হচ্ছেন বলে জানানো হল।
  • ইংল্যান্ডের ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক বব উইলিস (৭০) প্রয়াত হলেন। পেস বোলার বব দেশের হয়ে ৯০টি টেস্টে ৩২৫টি উইকেট এবং একদিনের ৬৪টি ম্যাচে ৮০টি উইকেট পেয়েছিলেন।
  • টেস্ট ক্রিকেটে পয়েন্টের বিচারে ব্যাটসম্যানদের তালিকার শীর্ষস্থান পেলেন বিরাট কোহলি। বোলারদের শীর্ষস্থান পেলেন অস্ট্রেলিয়ার প্যাট কামিন্স।
  • আই লিগে ইস্টবেঙ্গল রিয়াল কাশ্মীর ম্যাচ ড্র( ১-১) হল।