কারেন্ট অ্যাফেয়ার্স ৪ মার্চ, ২০১৯

schedule
2019-03-07 | 08:12h
update
2019-03-07 | 08:12h
person
জীবিকা দিশারী
domain
জীবিকা দিশারী

আন্তর্জাতিক

  • পাকিস্তানে না অবতরণ করলে কোনো আন্তর্জাতিক উড়ানই পাকিস্তানের আকাশ ব্যবহার করতে পারবে না। এদিন এই মর্মে নোটিস টু এয়ারমেন জারি করল ইসলামাবাদ। এর ফলে অতিরিক্ত চাপ পড়তে চলেছে ভারতের আকাশে।
  • বাংলাদেশে ২০১২ সালের ৫ মার্চ ঢাকায় সৌদি দূতাবাসের কূটনীতিক খালাফ আল আলিকে ছিনতাইয়ের জন্য হত্যা করা হয়েছিল। ওই ঘটনায় দোষী সাব্যস্ত সাইফুল ইসলাম মামুনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে বলে জানানো হল।
Advertisement

জাতীয়

  • দেশে ‘এক দেশ এক কার্ড’ চালু হবে বলে জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এতে টাকা তোলা, পরিবহণ ক্ষেত্রে উপকার হবে বলে জানানো হল।
  • রাজস্থানের বিকানিরে একটি পাকিস্তানি ড্রোনকে ক্ষেপণাস্ত্র ছুড়ে ধ্বংস করল ভারতের সুখোই ৩০ যুদ্ধবিমান।

বিবিধ

  • ইরানের সঙ্গে ভারতের আমদানি–রপ্তানি সংক্রান্ত আর্থিক লেনদেন দেখাশোনা করবে আইডিবিআই ব্যাঙ্কও। এদিন এই অনুমতি দিল কেন্দ্র। এতদিন কেবল ইউকো ব্যাঙ্কের মাধ্যমেই এই লেনদেন হবে।
  • আর্থিক লেনদেন সংক্রান্ত আন্তর্জাতিক নীতি লঙ্ঘন করায় কর্নাটক ব্যাঙ্ক, ইউনাইটেড ব্যাঙ্ক, কারুর বৈশ্য ব্যাঙ্ক, ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্ককে ১১ কোটি টাকা জরিমানা করল ভারতের রিজার্ভ ব্যাঙ্ক।

খেলা

  • মেয়েদের ক্রিকেটে ভারত ইংল্যান্ডের কাছে প্রথম টি২০ ম্যাচে ৪১ রানে হারল। এর আগে একদিনের সিরিজে ভারত ২-১ ব্যবধানে হারিয়েছিল ইংল্যান্ডকে।
  • পরবর্তী মরসুমের আই লিগ থেকে অবনমন নিশ্চিত হল শিলং লাজংয়ের। এদিন আইজল এফসি-র কাছে তারা ৪-১ গোলে পরাস্ত হল।
  • মেয়েদের ক্রিকেটে আইসিসি বিশ্ব ব্যাঙ্কিংয়ে বোলারদের মধ্যে শীর্ষস্থান পেলেন ঝুলন গোস্বামী। এর আগে তিনি ১৮৭৩ দিন শীর্ষক্রমে ছিলেন। এক্ষেত্রে ২১১৩ দিন শীর্ষক্রমে থাকার রেকর্ড রয়েছে ক্যাথরিন ফিউজপ্যাট্রিকের। প্রসঙ্গত, একদিনের ক্রিকেটে সর্বোচ্চ উইকেট (২১৮) শিকার করেছেন ঝুলন।
Advertisement

Imprint
Responsible for the content:
jibikadishari.co.in
Privacy & Terms of Use:
jibikadishari.co.in
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
05.04.2024 - 04:10:05
Privacy-Data & cookie usage: