কারেন্ট অ্যাফেয়ার্স ৪ মে ২০১৮

schedule
2018-05-05 | 08:28h
update
2018-05-05 | 08:28h
person
জীবিকা দিশারী
domain
জীবিকা দিশারী

জাতীয়

  • টিপু সুলতানের ২১৮তম মৃত্যুবার্ষিকীতে তাঁকে ‘মহীশূরের বাঘ’ আখ্যা দিল পাকিস্তান সরকার।
  • উত্তর ভারতে ২ দিনের বিধ্বংসী ঝড়বৃষ্টিতে ১২৪ জনের মৃত্যু হয়েছে বলে জানাল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক।

আন্তর্জাতিক

  • ইংল্যান্ডের স্থানীয় কাউন্সিল নির্বাচনে প্রধানমন্ত্রী টেরেসা মে-র কনজারভেটিভ পার্টি মুখ থুবড়ে পড়ল। ভালো ফল করল লেবার পার্টি। ১৫০টি কাউন্সিলে কনজারভেটিভরা জিতেছে ৭৩টি আসন। নিউহ্যামের ক্যানিং টাউন সাউথ থেকে জিতলেন বঙ্গতনয় রোহিত দাশগুপ্ত।
  • ৩৩ কোটি ৬০ লক্ষ টুইটার ব্যবহারীকে পাসওয়ার্ড পরিবর্তনের পরামর্শ দিল টুইটার কর্তৃপক্ষ। হ্যাকারদের ভয়ে এই পরামর্শ বলে মনে করা হচ্ছে। সুরক্ষায় গলদ থাকার প্রশ্নটিও সামনে চলে আসছে।
  • ২০১৮ সালে সাহিত্যে নোবেল পুরস্কার দেওয়া হবে না। সুইডিশ অ্যাকাডেমি এদিন এই বেনজির সিদ্ধান্ত জানাল। প্রসঙ্গত, গত নভেম্বর থেকে নোবেল সাহিত্য অ্যাকাডেমির ৮ জন সদস্য পদত্যাগ করেছেন। পুরস্কার প্রাপকের নাম চূড়ান্ত করতে ১৮ সদস্যের মধ্যে ১২ সদস্যের অনুমোদন লাগে যা এখন পাওয়া অসম্ভব। বস্তুত, নোবেল সাহিত্য অ্যাকাডেমির প্রাক্তন সদস্য, কবি ক্যাটরিনা ফ্রস্টেনসনের স্বামী তথা ফরাসি চিত্রগ্রাহক জঁ ক্লোদ আর্নোর বিরুদ্ধে যৌন লাঞ্ছনার অভিযোগ নিয়েই এক-এক করে ৮ সদস্য ইস্তফা দিয়েছেন।
Advertisement

খেলা

  • এএফসি কাপের বাছাই পর্বের খেলায় বেঙ্গালুরু এফসি ৫-০ ব্যবধানে হারাল আইজল এফসিকে।
  • ইস্টবেঙ্গলের প্রাক্তন কোচ খালিদ জামিল আগামী মরসুমে মিনার্ভা পাঞ্জাবের কোচ নিযুক্ত হলেন।
  • লিভারপুল ও ইংল্যান্ডের প্রাক্তন ফুটবলার স্টিভন জেরার কোচ হিসাবে তাঁর কেরিয়ার শুরুর সংবাদ জানালেন। তাঁর সঙ্গে রেঞ্জার্স এফসি-র ৪ বছরের জন্য চুক্তি হয়েছে।
  • নিউজিল্যান্ড ওপেন ব্যাডমিন্টনের সেমিফাইনালে উঠলেন ভারতের বি সাই প্রণীত।

বিবিধ

  • ২০১৭ সালে দেশে টেলিকম সংস্থাগুলির আয় ছিল ২.৫৫ লক্ষ কোটি টাকা। ২০১৬ সালের ২.৭৯ লক্ষ কোটি টাকার আয়ের তুলনায় তা ৮.৫৬ শতাংশ কম বলে জানানো হল।
  • ফোক্সভোগন গাড়িতে দূষণ লুকনোর মামলায় মার্কিন যুক্তরাষ্ট্রের আদালতে দোষী সাব্যস্ত হলেন সংস্থার প্রাক্তন সিইও মার্টিন উইন্টারকর্ন।
Advertisement

Imprint
Responsible for the content:
jibikadishari.co.in
Privacy & Terms of Use:
jibikadishari.co.in
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
09.04.2024 - 00:00:27
Privacy-Data & cookie usage: