কারেন্ট অ্যাফেয়ার্স ৪ সেপ্টেম্বর, ২০২০

993
0
Current Affairs

জাতীয়

  • মস্কোয় অনুষ্ঠিত সাংহাই কর্পোরেশন সংগঠন এসসিও-র সম্মেলনে যোগ দিয়েছেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। সেখানে রুশ প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগুর সঙ্গে আলাদা করে বৈঠক হল তাঁর। উত্তরপ্রদেশের আমেথিতে অ্যাসল্ট কালাশনিকভ ২০৩ (এ কে ২০৩) রাইফেল তৈরির বিষয়ে রাশিয়া সম্মত হল। পাকিস্তানকে অস্ত্র বিক্রি করবে না বলেও প্রতিশ্রুতি দিল রাশিয়া। এদিকে সম্মেলনের অবসরে চিনের প্রতিরক্ষামন্ত্রী ওয়েই ফংহ-র সঙ্গেও বৈঠক হল রাজনাথ সিংয়ের। প্রথমে রাজি না থাকলেও মস্কোর মধ্যস্থতায় ভারত শেষ পর্যন্ত বৈঠকে রাজি হয়েছে। প্রসঙ্গত, এই সংগঠনের সদস্য ৮টি দেশ হল ভারত, চিন, রাশিয়া, পাকিস্তান, কাজাখস্তান, তাজিকিস্তান, কিরগিজস্তান ও উজবেকিস্তান।
  • দেশে কোভিড আক্রান্ত হয়েছেন ৩৯,৩৬,৭৪৭ জন। সুস্থ হয়ে উঠেছেন ৩০,৩৭,৭৪১ জন। মোট প্রাণ হানির সংখ্যা ৬৮,৪৭২।

 

বিবিধ

  • আনলক পর্বে ব্যাঙ্ক খোলা রাখার সময় বদলে ছিল পশ্চিমবঙ্গে। সোম থেকে শুক্র ১০টা থেকে ২টো পর্যন্ত খোলা থাকত ব্যাঙ্ক। ৫ সেপ্টেম্বর থেকে পুনরায় ব্যাঙ্ক আগের নিয়ম মেনে খোলা হবে বলে জানাল স্টেট লেভেল ব্যাঙ্কার্স কমিটি।

 

আন্তর্জাতিক

  • রুশ ভ্যাকসিন `স্পুটনিক ভি’-এর হিউম্যান ট্রায়াল খুব ভালো ফল পাওয়া গিয়েছে বলে বিজ্ঞন পত্রিকা ল্যানসেটে প্রকাশিত একটি রিপোর্টে মন্তব্য করা হয়েছে। হিউম্যান ট্রায়ালে অংশ নিয়েছিলেন ৭৬ জন। তৃতীয় ধাপে ৪০,০০০ জনের মধ্যে তা পরীক্ষার পরিকল্পনা জানানো হয়েছে। এদিকে গোটা বিশ্বে করোনায় আাক্রান্তের সংখ্যা বৃদ্ধি পেয়ে হল ২,৬৬,৭১,৩৩৯। মোট প্রাণহানির সংখ্যা ৮,৭৬,৩৪৫।
  • চাঁদেও মরচে ধরে। নাসার একদল বিজ্ঞানী এই দাবি করলেন। চাঁদের মেরু অঞ্চলে তার খোঁজ মিলেছে বলে তাঁরা জানালেন।

 

খেলা

  • উয়েফা নেশনস লিগে স্পেন ও জার্মানি ম্যাচ ১-১ গোল ড্র হল। অপর ম্যাচে ইউক্রেন ২-১ গোলে পরাস্ত করল সুইজারল্যান্ডকে।
  • সিরিজের প্রথম আন্তর্জাতিক টি২০ ম্যাচে অস্ট্রেলিয়াকে ২ রানে হারাল ইংল্যান্ড। ম্যান অব দ্য ম্যাচ হলেন ইংল্যান্ডের ডাইয়িদ মালান।
  • লিওনেল মেসি আরও এক মরসুম বার্সেলোনাতেই খেলবেন বলে জানালেন।
  • কোভিড আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হলেন প্রাক্তন ফুটবলার ও অলিম্পিয়ান নিখিল নন্দী (৮৯)।