কারেন্ট অ্যাফেয়ার্স ৫ আগস্ট ২০১৯

772
0
daily current affairs

আন্তর্জাতিক

  • মার্কিন যুক্তরাষ্ট্রের টেক্সাসে হামলাকারী প্যাট্রিক ক্রসিয়াসের ছবি প্রকাশ করল এফবিআই। এই হামলা শ্বেতাঙ্গ জাতীয়তাবাদের আস্ফালন বলেই তারা জানাল। হামলার আগে সে ‘অভিবাসীবিরোধী বিদ্বেষমূলক ইস্তাহার’ প্রকাশ করেছিল অনলাইনে।
  • মিশরের তাহরির স্কোয়্যারে অগ্নিকাণ্ডে মৃত্যু হল ১৯ জন ক্যান্সার আক্রান্ত রোগীর। পর-পর তিনটি গাড়ির সংঘর্ষে বিস্ফোরণ ঘটার ফলে রাস্তার পাশের একটি হাসপাতালে আগুন লেগে যায়।
  • অস্ট্রেলিয়ায় ইচ্ছামৃত্যুর আইনে প্রাণত্যাগ করলেন কেরি রবার্টসন (৬১)। তাঁর ক্যান্সার হয়েছিল। এই প্রথম অস্ট্রেলিয়ায় কেউ স্বেচ্ছামৃত্যু বরণ করলেন।

জাতীয়

  • সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ খারিজের প্রস্তাব পাশ হল রাজ্যসভায়। ৩৭০-এর প্রথম ধারা বাদে বাকি অংশ খারিজ করা হল। সংবিধানের এই ধারা অনুযায়ী কাশ্মীরের অধিবাসীরা বিশেষ কিছু সুবিধা পেতেন। জম্মু ও কাশ্মীরকে দুটি পৃথক কেন্দ্রশাসিত অঞ্চলে বিভক্ত করার প্রস্তাবও পেশ হয়েছে। এরমধ্যে একটি জম্মু ও কাশ্মীর এবং অন্যটি লাদাখ। এরমধ্যে জম্মু ও কাশ্মীরে পৃথক বিধানসভা থাকলেও লাদাখে তা থাকবে না। জম্মু ও কাশ্মীরে আর্থিকভাবে দুর্বল শ্রেণির জন্য ১০ শতাংশ সংরক্ষণ বিলটিও পাশ হল রাজ্যসভায়। এই সব বিলের পক্ষে ১২৫, বিপক্ষে ৬১টি ভোট পড়েছে। এদিকে ‘উস্কানিমূলক’ ট্যুইট করার অভিযোগে গৃহবন্দি করে রাখা হল রাজ্যের দুই প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি এবং ওমর আবদুল্লাকে। জম্মু-কাশ্মীরে ফোন, ইন্টারনেট পরিষেবা বন্ধ, গ্রেপ্তার বিরোধীপক্ষীয় বহু নেতা।
  • দিল্লির এইমসে ভর্তি করা হল উন্নাওয়ের নির্যাতিতাকে।

বিবিধ

  • ২০২০ সালে কলকাতা বন্দরের সার্ধশতবর্ষ পূর্ণ হবে। এই ঘটনাকে স্মরণীয় করে রাখতে রবীন্দ্রসেতুকে এলইডি আলোয় সাজিয়ে তোলার সিদ্ধান্ত জানালেন বন্দর কর্তৃপক্ষ।
  • একদিনে টাকার দাম হ্রাস পেল প্রতি ডলারে ১১৩ পয়সা। এই পতন গত ৬ বছরে বৃহত্তম। ৩ দিনে ১৯৪ পয়সা কমে দাম হল প্রতি ডলার ৭০.৭৩ টাকা। চিনের মুদ্রা ইউয়ানের দামও ১১ বছরের মধ্যে হল সব থেকে কম।

খেলা

  • কমিউনিটি শিল্ড চ্যাম্পিয়ন হল ম্যাঞ্চেস্টার সিটি। লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে ফাইনাল ম্যাচে টাইব্রেকারে তারা ৫-৪ গোলে হারাল লিভারপুলকে। পেপ গুয়ার্দিওলার প্রশিক্ষণে মরসুমের প্রথম ম্যাচ জিতল ম্যাঞ্চেস্টার সিটি।
  • জার্মান সুপার কাপে চ্যাম্পিয়ন হল বরুসিয়া ডর্টমুন্ড। ফাইনালে তারা ২-০ গোলে পরাস্ত করল বায়ার্ন মিউনিখকে।
  • সংযুক্ত আরব আমিরশাহি ক্রিকেট দলের ব্যাটিং কোচ নিযুক্ত হলেন মন্টি দেশাই।
  • এজবাস্টন টেস্টে ২৫১ রানে জয়ী হল অস্টেলিয়া। এদিন ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংস শেষ হল ১৪৬ রানে। নাথান লিয়ন দ্বিতীয় ইনিংসে ২০ রানে ৬ উইকেট নিলেন। ম্যান অব দ্য ম্যাচ হলেন স্টিভ স্মিথ। অ্যাসেজ সিরিজে ১-০ ব্যবধানে এগোল অস্ট্রেলিয়া।
  • দক্ষিণ আফ্রিকা টেস্টদলের থেকে অবসর নিলেন ডেল স্টেইন। ১৫ বছরের টেস্টজীবনে ৯৩ টেস্টে ৪৩৯ উইকেট সংগ্রহ করেছেন তিনি। ৫ উইকেট নিয়েছেন ২৬ বার।