আন্তর্জাতিক
- লেবাননের রাজধানী বেইরুটে বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হল ১৩৫৷ এই সংখ্যা আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে৷ জখম হয়েছেন অন্তত ৩ হাজার জন৷ বিস্ফোরণে বেইরুট বন্দর ও সংলগ্ন এলাকা কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে৷ বন্দরের গুদামে ২০১৪ সাল থেকে জমা করা ছিল ২৭০০ কেজি অ্যামোনিয়াম নাইট্রেট৷ জর্জিয়া থেকে মোজাম্বিকগামী একটি জাহাজে তা ছিল৷ আইনি জটিলতায় এতদিন তা পড়েছিল বন্দরের গুদামে৷ সেখানেই কোনভাবে আগুন লেগে বিস্ফোরণ হয়৷ বিস্ফোরণের শব্দ ২০০ কিমি দূরে সাইপ্রাস থেকেও শোনা গেছে৷ বহু বাড়ি ভেঙে পড়ায় ২ লক্ষাধিক মানুষ গৃহহীন হয়ে পড়েছেন৷ এই বিস্ফোরণে খাদ্যশস্য ভান্ডারও ধ্বংস হয়েছে৷ এমনিতেই গৃহযুদ্ধ বিধ্বস্ত সিরিয়ার লক্ষাধিক মানুষ লেবাননে আশ্রয় নিয়েছেন৷ ফলে সব মিলিয়ে খাদ্যসঙ্কটে পড়তে পারে দেশটি৷ কোভিড সংক্রমণ নিয়েও বিভিন্ন হাসপাতাল উপচে পড়ছিল রোগীর ভিড়ে৷ আর্থিক সঙ্কটে গত এক বছর ধরে জেরবার লেবানন৷ তার মধ্যে এই দুর্ঘটনা তাদের সমস্যা আরও বাড়ালো৷
- মার্কিন যুক্তরাষ্ট্রে করোনা ভাইরাস সংক্রমণ একদিনে ১৩০২ জন প্রাণ হারালেন৷ একদিনে ৫৩ হাজারের বেশি মানুষ সংক্রমিত হলেন৷ বিশ্বে মোট ১৮৮৬০৯৯৫ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন৷ প্রাণহানি হয়েছে ৭০৭৫৭৯ জনের৷ চিনে কেউ কেউ দ্বিতীয় বার আক্রান্ত হচ্ছেন৷
জাতীয়
- উত্তরপ্রদেশের অযোধ্যায় সরয়ূ নদীর তীরে রামমন্দির নির্মাণের ভূমিপুজো করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্রমোদী৷ ৩৬০ ফুট লম্বা, ২৩৫ ফুট চওড়া, ১৬১ ফুট উচুঁ মন্দিরটি ৩ বছরে নির্মিত হওয়ার কথা৷ ভরতপুরের বংসীপনপুরার পাথর দিয়ে নির্মিত হবে এই মন্দির৷ ভূমিপুজোর পুরোহিত ছিলেন আচার্য দুর্গা গৌতম৷
- গত ২৪ ঘণ্টায় দেশে ৫২৫০৯ জন করোনায় আক্রান্ত হলেন এবং ৫১৭০৬ জন রোগী সুস্থ হয়ে উঠলেন৷ দেশে সুস্থতার হার বেড়ে হল ৬৭.১৯ শতাংশ৷ মোট ১৯০৮২৫৪ জন সংক্রমিত হয়েছেন, ৩৯৭৯৫ জন প্রাণ হারিয়েছেন এই সংক্রমণে৷ এদিকে ওষুধ সংস্থা জাইডাস ক্যাডিলার তৈরি সম্ভাব্য প্রতিষেধক জাইকোভ ডি এর বেঙ্গালুরুতে প্রাথমিক প্রয়োগ সফল হয়েছে বলে জানা গেছে৷
বিবিধ
- বিশ্ব বাজারে বাড়ল সোনার দাম৷ ১ আউন্স সোনার দাম হল ২০০০ ডলার৷ কলকাতায় প্রতি ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম হবল জিএসটি সহ৷
- অভিনেতা সুশান্ত রাজপুতের মৃত্যুর তদন্ত সিবিআই-কে দিয়ে করাতে রাজি হল কেন্দ্রীয় সরকার৷ গত ১৪ জুন সুশান্ত আত্মহত্যা করেন বলে পুলিশ জানিয়েছিল৷ এ বিষয়ে সিবিআই তদন্তের সুপারিশ করেছিল বিহার সরকার৷
খেলা
- ওল্ড ট্রাফোর্ডে শুরু হল ইংল্যান্ড—পাকিস্তান টেস্ট ম্যাচ৷৷ প্রথম দিনে ২ উইকেট হারিয়ে ১৩৯ রান করল পাকিস্তান৷
- অ্যাডাম গিলক্রিস্ট তাঁর দেখা শ্রেষ্ঠ ৪ জন উইকেট রক্ষকের নাম করলেন৷ তাঁরা হলেন এমএস ধোনি, কুমার সঙ্গকারা, ব্রেন্ডন ম্যাকালাম ও মার্ক বাউচার৷
- আইসিসি একদিনের র্যাঙ্কিংয়ে প্রথম দুটি স্থান (ব্যাটসম্যানদের তালিকায়) পেলেন ভারতের বিরাট কোহলি ও রোহিত শর্মা৷
লাইভ টিভি দেখুন: https://chetana.tv/
বাংলার প্রথম এডুকেশনাল চ্যানেল