আন্তর্জাতিক
- ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) থেকে ব্রিটেনের বেরিয়ে যাওয়ার সময়সীমা পুনরায় বাড়ানোর আবেদন জানালেন ব্রিটিশ প্রধানমন্ত্রী টেরেসা মে। ইইউ-এর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে চিঠি লিখে ওই সময়সীমা ৩০ জুন পর্যন্ত পিছনোর অনুরোধ করলেন তিনি।
- ৩৬০ জন ভারতীয় বন্দিকে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত জানালেন পাকিস্তানের বিদেশ মন্ত্রকের মুখপাত্র মহম্মদ ফৈয়জল। সে দেশে ৫৩৭ জন ভারতীয় এবং ভারতে ৩৪৭ জন পাক নাগরিক বন্দি রয়েছেন বলে তিনি জানিয়েছেন।
জাতীয়
- ছত্তিশগড়ে মাওবাদীদের সঙ্গে গুলির লড়াইয়ে মৃত্যু হল সিআরপিএফ-এর হেড কনস্টেবল হরিশ চাঁদের। ধামতেরিতে এই ঘটনা ঘটেছে।
- দেশে সদ্য সমাপ্ত অর্থবর্ষে মোট আয়করদাতার সংখ্যা ছিল ৬ কোটি ৮৭ লক্ষ। মোট কর দেওয়া হয়েছে ১০.০৩ লক্ষ কোটি টাকা। এই অঙ্ক তার আগের অর্থবর্ষের থেকে ১৮ শতাংশ বেশি। এই তথ্য জানাল আয়কর বিভাগ।
বিবিধ
- বিশ্বব্যাঙ্কের পরবর্তী সভাপতি নির্বাচিত হলেন ডেভিস ম্যালপাস(৬৩)। ৯ এপ্রিল তিনি দায়িত্ব গ্রহণ করবেন। এই পদের কার্যকাল ৫ বছর। মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রকের প্রাক্তন আন্ডার সেক্রেটারি ডেভিস হবেন বিশ্বব্যাঙ্কের ত্রয়োদশ সভাপতি। তিনি ডেনভার বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী।
- বেসরকারি লক্ষ্মীবিলাস ব্যাঙ্কের সঙ্গে মিশে যাচ্ছে ব্যাঙ্ক নয় এমন এক আর্থিক প্রতিষ্ঠান ইন্ডিয়াবুলস। এই প্রথম ভারতে নন-ব্যা্ঙ্কিং এবং ব্যাঙ্কিং প্রতিষ্ঠানের সংযুক্তীকরণ হচ্ছে।
খেলা
- আফগানিস্তানের টেস্ট ও একদিনের ক্রিকেটের অধিনায়ক নির্বাচন করা হল গুলবাদিন নায়েককে। তিনি বিশ্বকাপেও দেশকে নেতৃত্ব দেবেন। টি২০ ক্রিকেটে অধিনায়ক করা হল রশিদ খানকে।
- সুপার কাপ ফুটবলের সেমিফাইনালে উঠল এটিকে। এদিন কোয়ার্টার ফাইনালে তারা ৪-৩ গোলে পরাস্ত করল দিল্লি ডায়নামোজ এফসিকে।