কারেন্ট অ্যাফেয়ার্স ৫ এপ্রিল ২০২০

689
0

আন্তর্জাতিক

  • বিশ্বজুড়ে অব্যাহত রয়েছে করোনা ভাইরাসের দাপট৷ ইতিমধ্যে তার ভরকেন্দ্র ইউরোপ থেকে সরে গেল মার্কিন মুলুকে৷ সেখানে একদিনে মৃ্ত্যু হল ১৩৪৪ জনের৷ মৃতের মোট সংখ্যা প্রায় সাড়ে ৮ হাজার৷ শুধু নিউ ইয়র্কেই ৪১৫৯ জনের প্রাণ কেড়েছে করোনা৷ সেখানে ১ হাজার ভেন্টিলেটর পাঠিয়েছে চিন৷ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফোন করে হাইড্রক্সিক্লোরোকুইন ট্যাবলেট চেয়ে পাঠালেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্র্যাম্প৷ ব্রিটেনে মৃতের সংখ্যা প্রায় ৫ হাজার৷ সেখানে দেশবাসীর উদ্দেশে ভাষণ দিলেন রানি দ্বিতীয় এলিজাবেথ৷ ইরানে করোনায় ৩,৬০৩ জন প্রাণ হারিয়েছেন৷ ১৮ এপ্রিল থেকে লকডাউন আংশিকভাবে প্রত্যাহারের কথা জানাল ইরান৷ অন্যদিকে ইতালি, স্পেনে সামান্য হলেও করোনা ভাইরাস সংক্রমণে প্রাণ হানির হার কম হয়েছে৷ বিশ্বজুড়ে দেড় লক্ষাধিক মানুষ করোনা ভাইরাস সংক্রমণের পর সুস্থও হয়ে উঠেছেন৷

 

জাতীয়

  • দেশের ২৭৮টি জেলায় নোভেল করোনা ভাইরাস সংক্রমণ ছড়িয়েছে৷ এখনও পর্যন্ত দেশের ৩,৫৭৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন৷ মৃত্যু হয়েছে ৮৩ জনের৷ এখনও পর্যন্ত ২৭৭৪ জন করোনা আক্রান্ত সুস্থ হয়ে উঠেছেন৷ এই তথ্য  কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের৷ কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের যুগ্মসচিব লব আগরওয়াল জানিয়েছেন, “দেশে এখন গড়ে ৪.১ দিনে রোগীর সংখ্যা দ্বিগুণ হচ্ছে৷ দিল্লির নিজামুদ্দিনে তবলিগ-ই-জামাতের সম্মেলন থেকে সংক্রমণ না ছড়ালে তা ৭.৪ দিনে দ্বিগুণ হত৷ বিপর্যয়ের বিরুদ্ধে লড়াইয়ে গত ২৮ মার্চ “পিএম কেয়ারস” তহবিলের ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ সেখানে এক সপ্তাহের মধ্যে ৬,৫০০ কোটি টাকার অনুদান সংগৃহীত হল৷
  • কাশ্মীরের কূপওয়ারা সেক্টরে জঙ্গিদের অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ করে দিল ভারতীয় সেনা৷ ৫ জন জঙ্গির মৃত্যু হল। গুলিবিনিময়ের সময় শহিদ হলেন ৫ জন জওয়ান৷

 

বিবিধ

  • ভারতীয় রেলের কপুরথালা কোচ ফ্যাক্টরি ভেন্টিলেটর তৈরি করতে সমর্থ হল৷ এর নাম রাখা হয়েছে “জীবন”৷ দাম পড়বে দশ হাজার টাকার মতো৷ এর প্রোটোটাইপটি আইসিএমআর-এর অনুমোদনের জন্য পাঠানো হল৷ দিনে ১০০টি করে ভেন্টিলেটর তৈরি করতে পারবে বলে জানালেন কোচফ্যাক্টরির জেনারেল ম্যানেজার রবীন্দ্র জৈন৷ এদিকে পূর্ব ও দক্ষিণ-পূর্ব রেল সাড়ে ছশোর বেশি কামরাকে আইসোলেশন ওয়ার্ড হিসাবে ব্যবহারের জন্য প্রস্তুত করে ফেলল৷

 

খেলা

  • ২০২৭ সালের এএফসি এশিয়ান কাপ ফুটবল আয়োজনের দাবি জানাল সর্বভারতীয় ফুটবল ফেডারেশন৷ প্রসঙ্গত, ২০২২ সালে এশিয়ান কাপ মহিলাদের ফুটবল প্রতিযোগিতার দায়িত্ব পেয়েছে ভারত৷
  • আন্তর্জাতিক ও প্রথম শ্রেণির ক্রিকেট থেকে অবসর নিলেন অস্ট্রেলিয়ার বাঁহাতি স্পিনার স্টিফেন ও কিফ৷ ৯টি টেস্টে তাঁর সংগ্রহ ৩৫টি উইকেট৷