কারেন্ট অ্যাফেয়ার্স ৫ জানুয়ারি ২০২০

690
0

আন্তর্জাতিক

  • বাংলাদেশের প্রাক্তন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিন্‌হার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করল ঢাকার জ্যেষ্ঠ বিশেষ আদালত। তিনি প্রধান বিচারপতি পদে ইস্তফা দেওয়ার পর নানা কারণে দেশ ছাড়তে বাধ্য হন। এখন তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে রয়েছেন বলে পুলিশ দাবি করেছে। তাঁর বিরুদ্ধে ৪ কোটি টাকা দুর্নীতির অভিযোগ উঠেছে।
  • ইরানের কোম শহরের ঐতিহ্যশালী জামকরন মসজিদের মাথায় নীলের বদলে লাল নিশান উড়ল। ইরানের ইতিহাসে এই প্রথম এই ঘটনা ঘটল। দেশবাসীকে যুদ্ধের জন্য তৈরি থাকার ইঙ্গিত বলে তা মনে করা হচ্ছে। অন্যদিকে মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের দাবি, ইরানের ৫২টি লক্ষ্য অভিমুখে অস্ত্র সজ্জা তৈরি করে রেখেছেন তাঁরা।
  • লিবিয়ার রাজধানী ত্রিপোলির একটি সামরিক স্কুলে বিমান হামলায় ৩৩ জনের মৃত্যু হল। বিদ্রোহী লিবিয়ান ন্যাশনাল আর্মি এই হামলা চালিয়েছে বলে অনুমান।

 

জাতীয়

  • নয়াদিল্লির জওহরলাল বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ঢুকে বিক্ষোভরত ছাত্রছাত্রীদের ওপর হামলা চালাল অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীরা। একজন শিক্ষিকা সহ ২১ জন জখম হলেন এই ঘটনায়। ছাত্রসংসদের সভানেত্রী ঐশী ঘোষও জখম হয়ে ট্রমাকেয়ার ইউনিটে ভর্তি হয়েছেন।
  • বিহারে ১৫ থেকে ১৮ মে জাতীয় জনসংখ্যাপঞ্জির (এনপিআর) কাজ হবে বলে জানালেন বিহারের উপমুখ্যমন্ত্রী সুশীল মোদী।

 

বিবিধ

  • টাটা সান্স সংস্থার অপসারিত চেয়ারম্যান সাইরাস মিস্ত্রি জানালেন, সংস্থার চেয়ারম্যান পদে ফেরার কোনও আগ্রহ নেই তাঁর। তবে টাটা গোষ্ঠীর পরিচালন পর্ষদের সদস্য হতে তিনি আগ্রহী। প্রসঙ্গত, চেয়ারম্যান পদ থেকে তাঁকে অপসারণের বিরুদ্ধে এনসিএলটি আপিল আদালত গত ১৮ ডিসেম্বর যে রায় দিয়েছে সেটি তাঁর পক্ষে গিয়েছে।

 

খেলা

  • জেন ম্যাকগ্রা দিবস পালিত হল সিডনিতে। সিডনিতে গোলাপি বলের টেস্টের মাঝখানে এই দিনটি পালিত হল। স্তন ক্যানসারে প্রয়াত গ্লেন ম্যাকগ্রার স্ত্রী জেনের জন্মদিনে এবং ম্যাকগ্রা ফাউন্ডেশনের জন্য অর্থ তুলে দিনটি পালিত হয়।
  • রঞ্জিতে কর্নাটকের কাছে ৫ উইকেটে হারল মুম্বই। অন্য ম্যাচে সার্ভিসেস ইনিংস ও ৯৪ রানে হারাল মহারাষ্ট্রকে। বিহার ৬ উইকেটে হারাল মিজোরামকে।
  • বৃষ্টির কারণে গুয়াহাটিতে ভারত-শ্রীলঙ্কা প্রথম টি২০ ম্যাচ পরিত্যক্ত হল।
  • চেন্নাই ম্যারাথনে চ্যাম্পিয়ন হলেন ফেলেকস রোপ।
  • মোহনবাগান আই লিগে ২-০ গোলে হারাল রিয়াল কাশ্মীরকে। পয়েন্টের বিচারে লিগ টেবিলের শীর্যে উঠল তারা।