কারেন্ট অ্যাফেয়ার্স ৫ জুন, ২০১৯

schedule
2019-06-07 | 12:11h
update
2019-06-07 | 12:11h
person
জীবিকা দিশারী
domain
জীবিকা দিশারী

আন্তর্জাতিক

  • ভারতীয় বংশোদ্ভূত প্রমীলা জয়পাল (৫৩) মার্কিন হাউস অব রিপ্রেজেন্টেটিভ-এ অস্থায়ী স্পিকারের দায়িত্ব পালন করলেন। এই প্রথম কোনো ভারতীয় বংশোদ্ভূত তথা দক্ষিণ এশীয় বংশোদ্ভূত মহিলা এই দায়িত্ব পেলেন।
  • থাইল্যান্ডের প্রধানমন্ত্রী নির্বাচিত হলেন প্রায়ুত চান-ও-চা। গত মার্চ মাসে সাধারণ নির্বাচন হয়েছিল সেখানে।
  • সমুদ্রে ভাসমান একটি জাহাজ থেকে ‘দ্য লং মার্চ ইলেভেন’ রকেটের সাহায্যে ৭টি কৃত্রিম উপগ্রহ সাফল্যের সঙ্গে উৎক্ষেপণ করল চিন।
  • বাংলাদেশের মোমেনা সোমা নামের এক তরুণীকে ৪২ বছরের কারাদণ্ড দিল অস্ট্রেলিয়ার মেলবোর্নের একটি আদালত। বৃত্তি পেয়ে সে-দেশে পড়তে গিয়েছিল সে। আইএস ভাবধারায় প্রভাবিত হয়ে সে গিয়েছিল। যে বাড়িতে পেয়িং গেস্ট ছিল সেখানেই গলা কেটে এক ব্যক্তিকে সে খুন করেছিল।
Advertisement

জাতীয়

  • পাকিস্তানের বিদেশ সচিব সোহেল মাহমুদ দিল্লির জামা মসজিদে ইদের নমাজ পড়লেন। তিনি অতীতে দিল্লিতে পাক হাইকমিশনার ছিলেন। ৩ দিনের ব্যক্তিগত সফরে ভারতে এসেছিলেন তিনি।
  • খুশির ঈদের দিনে ভারতের বিমানের জন্য পাকিস্তানের আকাশপথের একাংশ খুলে দেওয়া হল। বালাকোট ঘটনার পর ২৭ ফেব্রুয়ারি থেকে পাকিস্তান তাদের আকাশসীমার ১১টি এন্ট্রি পয়েন্টই বন্ধ করে দিয়েছিল। এদিন প্রথম এন্ট্রি খু্লে দেওয়া হল। এর ফলে প্রতি উড়ানের যাত্রাপথ ২২ মিনিট করে কমে যায়। সাশ্রয় হয় জ্বালানির।

বিবিধ

  • ২০১৯-২০ থেকে পর-পর তিনটি অর্থবর্ষে ভারতের বৃদ্ধির হার ৭.৫ শতাংশ থাকতে পারে বলে পূর্বাভাস দিল বিশ্বব্যাঙ্ক। চিনের ক্ষেত্রে তা ৬.২ থেকে ৬ শতাংশ হতে পারে বলে জানানো হল।
  • মোবাইল সিগন্যাল কতটা দৃঢ় বা দুর্বল তা চিহ্নিত করণের পরীক্ষামূলক ব্যবস্থা দিল্লির দুটি সার্কেলে চালু করেছিল ট্রাই। কয়েক সপ্তাহের মধ্যে সমগ্র দেশে তা চালু হবে বলে জানালেন ট্রাইয়ের চেয়ারম্যান আর এস শর্মা।

খেলা

  • বিশ্বকাপ ক্রিকেটে ভারত প্রথম ম্যাচে ৬ উইকেটে হারাল দক্ষিণ আফ্রিকাকে। ম্যান অব দ্য ম্যাচ হলেন ভারতের রোহিত শর্মা (অপরাজিত ১২২)। একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে এটি তাঁর ২৩তম শতরান।
  • বিশ্বকাপের অন্য ম্যাচে নিউজিল্যান্ড ২ উইকেটে হারাল বাংলাদেশকে। বাংলাদেশের সাকিব আল হাসান এদিন খেললেন আন্তর্জাতিক একদিনের ২০০তম ম্যাচ। তাঁর সংগ্রহ ৬৪ রান।
  • রাজার বেশে সিংহাসনে বসা বিরাট কোহলির একটি ছবি ট্যুইট করল আইসিসি। একমাত্র তাঁর ছবি প্রকাশ করায় বিতর্ক তৈরি হয়েছে।
  • কিংস কাপে ভারত ১-৩ গোলে পরাজিত হল কুরসাওয়ের কাছে। ডাচ-ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের এই দ্বীপরাষ্ট্রের জনসংখ্যা ১ লক্ষ ৬৫ হাজার। তবে ফিফা র‍্যাঙ্কিংয়ে কুরসাও–এর ক্রম (৮৫) ভারতের থেকে ভালো। ভারতের হয়ে গোলটি করলেন সুনীল ছেত্রী। এদিন ভারতের হয়ে সব থেকে বেশি আন্তর্জাতিক ম্যাচ খেলার নজির গড়লেন সুনীল। তিনি ভাঙলেন বাইচুং ভুটিয়ার ১০৭ ম্যাচ খেলার নজির।
Advertisement

Imprint
Responsible for the content:
jibikadishari.co.in
Privacy & Terms of Use:
jibikadishari.co.in
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
25.04.2024 - 00:26:29
Privacy-Data & cookie usage: