কারেন্ট অ্যাফেয়ার্স ৫ ডিসেম্বর, ২০১৮

523
0
Current Affairs 5 Decmber 2018

আন্তর্জাতিক

  • ভূমিকম্প অনুভূত হল প্রশান্ত মহাসাগরের নিউ ক্যালেডনিয়া দ্বীপপুঞ্জে। রিখটার স্কেল অনুযায়ী কম্পনের তীব্রতা ছিল ৭.৫।
  • সন্ত্রাস দমনের পরিবর্তে তালিবান জঙ্গিদেরই ভারতের বিরুদ্ধে ঢাল হিসাবে ব্যবহার করছে পাকিস্তান। এই অভিযোগ করলেন মার্কিন লেফটেন্যান্ট জেনারেল কেনেথ ম্যাকেঞ্জি। এদিন সে দেশের সেনেটের কাছে এই অভিযোগ করছেন তিন।
  • গত ২ অক্টোবর তুরস্কের সৌদি দূতাবাসে সাংবাদিক জামান খাশোগি হত্যাকাণ্ডের নির্দেশ সৌদি যুবরাজ মহম্মদ বিন সলমন দিয়েছিলেন বলে উল্লেখ করা হল সিআইআই-এর প্রাথমিক রিপোর্টে।

জাতীয়

  • মহাকাশে সব থেকে ভারী উপগ্রহ পাঠাল ভারত। ৫৮৫৪ কেজি ওজনের উপগ্রহটির নাম জি স্যাট ১১। একে ‘বিগ বার্ড’ নামে ডাকছেন বিজ্ঞানীরা। প্রত্যন্ত এলাকায় ৫ বছর ধরে ইন্টারনেট পরিষেবা পৌঁছে দেবে এটি।
  • ‘সাক্ষী সুরক্ষা প্রকল্প’ বিষয়ে কেন্দ্রের খসড়া অনুমোদন করল সুপ্রিম কোর্ট। আইন প্রণয়ন না হওয়া পর্যন্ত এই খসড়াকেই কার্যকর করতে নির্দেশ দিল সর্বোচ্চ আদালত।
  • কয়লাখনি বণ্টন দুর্নীতি মামলায় প্রাক্তন কয়লা সচিব এইচ সি গুপ্তকে ৩ বছরের কারাদণ্ড দিল দিল্লির বিশেষ সিবিআই আদালত।

বিবিধ

  • ২০১৮ সালের সাহিত্য আকাদেমি পুরস্কার সঞ্জীব চট্টোপাধ্যায় পাচ্ছেন বলে জাজানো হল। ‘শ্রীকৃষ্ণের শেষ কটা দিন’ উপন্যাসের জন্য তিনি এই পুরস্কার পাবেন। এর আগে তিনি শরৎ পুরস্কার, বঙ্কিম পুরস্কার ও বিদ্যাসাগর সম্মান পেয়েছেন।
  • সুদের হার অপরিবর্তিত রাখল আরবিআই। বাজারে নগদ অর্থের জোগান বাড়াতে আর একটি পদক্ষেপ নেওয়া হল। বাণিজ্যিক ব্যাঙ্কগুলিকে সরকারি ঋণদানের জন্য যে টাকা বাধ্যতামূলকভাবে রাখতে হয়, তা কমানো হল।

খেলা

  • ভুবনেশ্বরে হকি বিশ্বকাপে জার্মানি ৪-১ গোলে হারাল নেদারল্যান্ডসকে। মালয়েশিয়া–পাকিস্তান ম্যাচ ড্র হল ১-১ গোলে।
  • আই লিগে রিয়াল কাশ্মীর ১-০ গোলে হারাল আইজল এফসিকে। প্রথমবার লিগ খেলতে নামা রিয়াল কশ্মীর লিগ টেবিলে চতুর্থ স্থানে উঠে এল।