কারেন্ট অ্যাফেয়ার্স ৫ নভেম্বর, ২০১৮

791
0
Current Affairs 5 Nov 2018

জাতীয়

  • আইএনএস অরিহন্ত তার প্রথম টহলদারি অভিযান সম্পূর্ণ করল। ভারতে তৈরি নৌসেনার পরমাণু শক্তিচালিত ডুবোজাহাজ এটি। নজরদারি এড়িয়ে সুদীর্ঘকাল সক্রিয় থাকতে এবং পরমাণু শক্তিসম্পন্ন ব্যালিস্টিক মিসাইল নিয়োগ করতে পারে এই ডুবোজাহাজ।
  • দক্ষিণেশ্বরে স্কাইওয়াকের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর দৈর্ঘ্য ৩৪০ মিটার। ১৮৫৫ সালে প্রতিষ্ঠিত এই মন্দিরে লাইট অ্যান্ড সাউন্ড ব্যবস্থা চালুর পরিকল্পনাও জানালেন মুখ্যমন্ত্রী।

আন্তর্জাতিক

  • বাংলাদেশের যুদ্ধাপরাধ আদালত তাদের ৩৫তম রায়ে দুই অপরাধীকে মৃত্যুদণ্ড দিল। ১৯৭১ সালের ১৮ সেপ্টেম্বর হবিগঞ্জ জেলার লাখাই থানার কৃষ্ণপুর গ্রামে নিয়াকত আলি ও আমিনুল ইসলাম গ্রামটির হিন্দু পরিবারের সব পুরুষকে গুলি করে হত্যা করেছিল। এই দুজনের নেতৃত্বে আরও বিভিন্ন ধরনের অপরাধ প্রমাণিত হয়েছে।
  • ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্রের আর্থিক নিষেধাজ্ঞা চালু হল। ৬০০ জন ইরানি নাগরিককে কালো তালিকাভুক্ত করল মার্কিন প্রশাসন। এই ঘটনায় ইরানের অর্থনীতিও মুখ থুবড়ে পডেছে। ইরানের মুদ্রা রিয়ালের দামও তলানিতে ঠেকেছে।
  • পশ্চিম ক্যামেরুনের বামেত্তা শহরে একটি স্কুল থেকে প্রিন্সিপাল ও ছাত্রছাত্রী সহ ৮০ জনকে অপহরণ করল বিচ্ছিন্নতাবাদীরা।

খেলা

  • ইংল্যান্ডে শ্রেষ্ঠ কোচের পুরস্কার পেলেন ম্যাঞ্চেস্টার সিটির কোচ পেপ গুয়ার্দিওলা। তিনি ইংল্যান্ডের ফুটবল রাইটার্স অ্যাসোয়িশেনের ভোটে শ্রেষ্ঠ কোচ নির্বাচিত হলেন।
  • বিরাট কোহলির রেকর্ড ভাঙলেন পাকিস্তানের বাবর আজম। এদিন দুবাইয়ে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৫৮ বলে ৭৯ রান করলেন তিনি। এর ফলে ২৬ ইনিংসে তিনি টি ২০-তে ১০০০ রান পূর্ণ করলেন। এতদিন এক্ষেত্রে ২৫ ইনিংসে ওই রানের রেকর্ড ছিল কোহলির।
  • জার্মানিতে সারলোকস ওপেন ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ পুরুষদের সিঙ্গলসে চ্যাম্পিয়ন হলেন ভারতের শুভঙ্কর দে।

বিবিধ

  • গত জুলাই–সেপ্টেম্বর ত্রৈমাসিকে স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া ৯.৪৫ শতাংশ নিট মুনাফা করেছে বলে জানানো হল।
  • উত্তরপ্রদেশের দুধওয়া ব্যাঘ্র সংরক্ষণ কেন্দ্রে পিটিয়ে, কুপিয়ে ট্র্যাক্টর চাপা দিয়ে হত্যা করা হল একটি বাঘিনিকে।