কারেন্ট অ্যাফেয়ার্স ৫ নভেম্বর ২০১৯

schedule
2019-11-07 | 12:07h
update
2019-11-07 | 12:07h
person
জীবিকা দিশারী
domain
জীবিকা দিশারী

আন্তর্জাতিক

  • উত্তর সিরিয়ার আজাজ শহর থেকে গ্রেপ্তার করা হল রেশমিয়া আওয়াদকে (৬৫)। তিনি আইএস জঙ্গি গোষ্ঠীর নিহত নেতা আবু বকর আল বাগদাদির দিদি এবং আইএস-এর সঙ্গে সরাসরি যুক্ত। তুরস্ক সেনা রেশমিয়ার সঙ্গে তাঁর স্বামী, পাঁচ সন্তান ও পুত্রবধূকে আটক করেছে।
  • ব্রিটিশ পার্লামেন্টের স্পিকার নির্বাচিত হলেন লিন্ডসে ওয়ে। তিনি লেবার পার্টির সাংসদ।

 

জাতীয়

  • আরব সাগরে ঘনীভূত হয়েছে অতিপ্রবল ঘূর্ণিঝড়। তার নাম দেওয়া হয়েছে ‘বুলবুল’। এবার আরব সাগর ও বঙ্গোপসাগরে সাতটি ঘূর্ণিঝড় সৃষ্টি হল। মৌসম ভবন সূত্র এ খবর জানাল। শেষবার ১৯৮৫ সালে এক বছরে সাতটি ঘূর্ণিঝড় তৈরি হয়েছিল।
  • বিক্ষোভে বসলেন খোদ পুলিশ কর্মীরাই। নয়াদিল্লিতে প্রায় ১১ ঘণ্টা ধরে চলে এই বিক্ষোভ। তিসহাজারি আদালতে আইনজীবীদের সঙ্গে পুলিস কর্মীদের সংঘর্ষের ঘটনায় এই বিক্ষোভ দেখালেন তাঁরা। বিক্ষোভে অংশ নেন পুলিশকর্মীদের স্ত্রী ও সন্তানরা। তাঁদের দাবি, অভিযুক্ত আইনজীবীদের শাস্তি দিতে হবে।
Advertisement

 

বিবিধ

  • বাংলার গেছো ব্যাঙ এতদিনে জীববিজ্ঞানে অন্তর্ভুক্ত হল। এর নাম দেওয়া হয়েছে ‘ব্রাউন ব্লচড বেঙ্গল ট্রি ফ্রগ’ এবং বিজ্ঞানসম্মত নাম রাখা হয়েছে ‘পলিপেডেটস বেঙ্গলেনসিস’। গেছো ব্যাঙ পরিবারের ২৬তম সদস্য হল এই প্রাণীটি। ‘জুট্যাক্সা’ জার্নালে তার বিশদ বিবরণ প্রকাশিত হল।
  • খোলা জায়গায় শৌচকর্ম কমানোর ফলে জনস্বাস্থ্যের উন্নতি হয়েছে। ফিসক্যাল কলিফর্ম ব্যাকটিরিয়ার প্রকোপ কমেছে উল্লেখযোগ্য হারে। আইআইটি খড়গপুরের একদল গবেষকের সমীক্ষায় এই তথ্য জানা গেল। দেশের ৭০০০ ব্লকে ওই সমীক্ষা চালানো হয়েছিল।

 

খেলা

  • এশিয়ান চ্যাম্পিয়নশিপ শ্যুটিংয়ের পুরুষদের ১০ মিটার এয়ার রাইফেল প্রতিযোগিতায় ব্রোঞ্জের পদক জিতলেন ভারতের দীপক কুমার। একই সঙ্গে তিনি টোকিও অলিম্পিকে অংশগ্রহণের যোগ্যতা অর্জন করলেন।
  • ক্রিকেটে শুধু নো বল দেখার জন্য একজন অতিরিক্ত আম্পায়ার রাখার প্রস্তাব গ্রহণ করল আইপিএল-এর গভর্নিং কাউন্সিল।
Advertisement

Imprint
Responsible for the content:
jibikadishari.co.in
Privacy & Terms of Use:
jibikadishari.co.in
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
30.04.2024 - 22:45:56
Privacy-Data & cookie usage: