কারেন্ট অ্যাফেয়ার্স ৫ ফেব্রুয়ারি, ২০১৯

schedule
2019-02-08 | 05:47h
update
2019-02-08 | 05:47h
person
জীবিকা দিশারী
domain
জীবিকা দিশারী

আন্তর্জাতিক

  • উত্তর কোরিয়া তাদের পরমাণু অস্ত্র সম্ভারের ঠিকানা বদল করে এবং পরমাণু অস্ত্র পরীক্ষার জায়গা বদল করে, পরমাণু অস্ত্র পরীক্ষার জায়গা বদল করে, পরমাণু অস্ত্র ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রক্ষা করে চলেছে বলে জানা গেল রাষ্ট্রসঙ্ঘের গোপন রিপোর্ট থেকে।
  • কেবল ভিসা পাওয়ার জন্যই পড়ুয়ারা জেনে বুঝে মার্কিন যুক্তরাষ্ট্রের ফর্মিংটন বিশ্ববিদ্যালয়ে নাম লিখিয়ে ছিলেন। তাঁরা জানতেন তাঁদের অপরাধের কথা। ভুয়ো বিশ্ববিদ্যালয় কাণ্ডে ধৃত ১২৯ জন ভারতীয় ছাত্রের প্রসঙ্গে একথা জানাল সেখানকার হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ। এ ক্ষেত্রে ভারত যে প্রতিবাদপত্র (ডিসার্স) পাঠিয়েছিল তার জবাবে এ কথা জানাল মার্কিন প্রশাসন।
Advertisement

জাতীয়

  • আগামী ৩১ জুলাইয়ের মধ্যে অসমে জাতীয় নাগরিকপঞ্জির প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে বলে জানালেন প্রধান বিচারপতি রঞ্জন গগৈ।
  • কলকাতার পুলিশ কমিশনার রাজীব কুমারকে শিলংয়ে সিবিআইয়ের জেরায় সহযোগিতার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। তবে তাঁকে গ্রেপ্তার করা যাবে না বলে জানানো হল।

বিবিধ

  • রাষ্ট্রায়ত্ত আরইসি-র ৫২ শতাংশ অংশীদারি অপর রাষ্ট্রায়ত্ত সংস্থা পিএফসি-র অধিগ্রহণে সম্মতি জানাল প্রতিযোগিতা কমিশন। এর ফলে কেন্দ্রের আয় হবে ১৫,০০০ কোটি টাকা। অন্যদিকে নতুন অথর্বর্ষে আরবিআই এবং অন্যান্য রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলি থেকে কেন্দ্র যথাক্রমে ৬৯০০০ কোটি এবং ১৩৯১১ কোটি টাকা ডিভিডেন্ড প্রত্যাশা করছে বলে জানিয়েছে।

খেলা

  • দুই ইনিংসেই দ্বিশতরানের বিরল নজির গড়লেন অ্যাঞ্জেলো পেরেরা। শ্রীলঙ্কার ঘরোয়া ক্রিকেটে দুই ইনিংসে তাঁর সংগ্রহ যথাক্রমে ২০১ এবং ২৩১ রান। প্রথম শ্রেণির ক্রিকেটে এর আগে মাত্র একবার এই ঘটনা ঘটেছিল। ১৯৩৮ সালে ইংল্যান্ডে এসেক্সের বিরুদ্ধে কেন্ট দলের আর্থার ফাগ দুই ইনিংসে করেন যথাক্রমে ২০১ এবং ২৩১ রান।
  • শ্রীলঙ্কা ক্রিকেট দলের নতুন অধিনায়ক হলেন দিমুথ করুণারত্নে। অস্ট্রেলিয়ার কাছে সিরিজ হারায় দল থেকেই বাদ পড়লেন অধিনায়ক দীনেশ চান্ডিমল।
  • আই লিগে গত বারের চ্যাম্পিয়ন মিনার্ভা এফসি-কে হারিয়ে দিল ইন্ডিয়ান অ্যারোজ (২-১)। অন্য ম্যাচে চার্চিল ব্রাদ্রার্সকে ৩-২ গোলে হারাল লাজং এফসি। চার্চিল দলের হয়ে খেলা ত্রিনিদাদ টোবোগোর স্ট্রাইকার উইলিস প্লাজার চলতি আই লিগে গোল সংখ্যা হল ১৭।
Advertisement

Imprint
Responsible for the content:
jibikadishari.co.in
Privacy & Terms of Use:
jibikadishari.co.in
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
04.04.2024 - 08:11:55
Privacy-Data & cookie usage: