কারেন্ট অ্যাফেয়ার্স ৫ সেপ্টেম্বর ২০১৮

schedule
2018-09-06 | 11:23h
update
2018-09-06 | 11:23h
person
জীবিকা দিশারী
domain
জীবিকা দিশারী

জাতীয়

  • ভারাভারা রাও ও সুধা ভরদ্বাজ সহ ধৃত ৫ জন সমাজকর্মীই সিপিআই (মাওবাদী) দলের সঙ্গে সক্রিয় ভাবে যুক্ত বলে সুপ্রিম কোর্টে হলফনামা দিয়ে জানাল মহারাষ্ট্র পু্লিশ।
  • বহু কোটি টাকার গুটখা কেলেঙ্কারি মামলার তদন্তে তামিলনাড়ুর স্বাস্থ্যমন্ত্রী সি বিজয়ভাস্কর ও পু্লিশের ডিজি টি কে রাজেন্দ্রনের বাড়িতে তল্লাশি চালাল সিবিআই।

আন্তর্জাতিক

  • পাকিস্তান সফরে এলেন মার্কিন বিদেশ সচিব মাইক পম্পেয়ো। ইসলামাবাদে তিনি বৈঠক করলেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান, বিদেশমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি ও সেনাপ্রধান কমর বাজওয়ার সঙ্গে।
  • প্রাক্তন রুশ গুপ্তচর সের্গেই স্ক্রিপাল ও তাঁর কন্যা ইউলিয়ার ওপর গত ৪ মার্চ লন্ডনে রাসায়নিক ‘নার্ভ এজেন্ট নোভিচক’ প্রয়োগ করা হয়েছিল। এই ঘটনা ২ রুশ নাগরিক ঘটিয়েছিল বলে এদিন তথ্য প্রকাশ করল ব্রিটেন প্রশাসন। আলেকজান্ডার পেত্রভ এবং রুসলান বশিরভ নামে দুজন রুশ নাগরিক জড়িত বলে জানানো হল।
  • সিরিয়ায় রাসায়নিক হামলার পর সিরিয়ার রাষ্ট্রপতি বাসর আল আসাদকে হত্যার নির্দেশ দিয়েছিলেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। কিন্তু মার্কিন প্রতিরক্ষা সচিব জেমস ম্যাটিস তাতে কর্ণপাত করেননি। এদিন এই দাবি করলেন সাংবাদিক বব উডওয়ার্ড। প্রসঙ্গত, উডওয়ার্ড হলেন সেই সাংবাদিক যিনি প্রাক্তন মার্কিন রাষ্ট্রপতি রিচার্ড নিক্সনের ওয়াটার গেট কেলেঙ্কারি ফাঁস করেছিলেন।
  • বিধ্বংসী ঘূর্নিঝড় ‘জেবি’-র দাপটে ৯ জনের মৃত্যু হল জাপানে। উত্তর কোরীয় ভাষায় জেবি কথাটির অর্থ গ্রাস। ঘণ্টায় ২১৬ কিমি বেগে আছড়ে পড়ল এই ঝড়।
Advertisement

খেলা

  • শুরু হল সাফ কাপ। ঢাকার বঙ্গবন্ধু স্টেডিয়ামে ভারত ২-০ গোলে হারাল শ্রীলঙ্কাকে। অনূর্ধ্ব ২৩ প্রতিযোগিতা এটি। ভারতের হয়ে গোল দুটি করলেন আশিক কুরিয়েন ও লালিয়ানজুয়ালা চাংটে।
  • প্রথম সেট ০-৬ ফলে পিছিয়ে থেকেও শেষপর্যন্ত রাফায়েল নাদাল ইউএস ওপেনের কোয়ার্টার ফাইনালে ০-৬, ৬-৪, ৭-৫, ৬-৭ (৪-৬), ৭-৬ (৭-৫) ব্যবধানে জিতলেন। হারালেন দিমিনিক থিমকে। মেয়েদের সিঙ্গলসে গতবারের চ্যাম্পিয়ন স্লোয়ান স্টিফেন্সকে হারালেন ১৯তম বাছাই সেভাস্তোভা অ্যানাস্তেসিয়া।

বিবিধ

  • জনধন প্রকল্প অনির্দিষ্ট কাল পর্যন্ত চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত জানালেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি। দেশে এই প্রকল্পে ৩২.৪১ কোটি অ্যাকাউন্ট খোলা হয়েছে ও সেখানে ৮১২০০ কোটি টাকা জমা পড়েছে বলে তিনি জানালেন। অ্যাকাউন্ট যাঁরা খুলেছেন, তাঁদের ৫৩ শতাংশ মহিলা।
  • পতনের নিরিখে নতুন রেকর্ড গড়ল টাকার দাম। এদিন তা হয়েছে ৭১.৭৫ টাকা প্রতি ডলার। চলতি বছরে ১১ শতাংশ হ্রাস হল টাকার দামের।
Advertisement

Imprint
Responsible for the content:
jibikadishari.co.in
Privacy & Terms of Use:
jibikadishari.co.in
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
06.05.2024 - 12:03:25
Privacy-Data & cookie usage: