কারেন্ট অ্যাফেয়ার্স ৬ আগস্ট ২০১৯

schedule
2019-08-08 | 09:15h
update
2019-08-08 | 09:15h
person
জীবিকা দিশারী
domain
জীবিকা দিশারী

আন্তর্জাতিক

  • ভেনেজুয়েলা সরকারের যে সব সম্পত্তি মার্কিন যুক্তরাষ্ট্রে রয়েছে তা বাজেয়াপ্ত করা হবে বলে জানালেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। তাঁর হুমকি, সে দেশের সঙ্গে যাবতীয় লেনদেনও বন্ধ করা হবে। ভেনেজুয়েলার রাষ্ট্রপতি মাদুরোর ‘অনৈতিক’ কার্যকলাপ, ‘মানবাধিকার লঙ্ঘন’-এর বিরুদ্ধে ওই পদক্ষেপ বলে জানিয়েছেন তিনি।
  • দুটি স্বল্প পাল্লার বাণিজ্যিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা করল উত্তর কোরিয়া। এই নিয়ে গত ২ সপ্তাহে তারা চতুর্থবার অস্ত্র পরীক্ষা করল। এর পরই মার্কিন যুক্তরাষ্ট্র জানাল গত ৮ বছরে যাঁরা উত্তর কোরিয়ায় গিয়েছেন তাঁরা বিনা ভিসায় মার্কিন মুলুকে ঢুকতে পারবেন না।

খেলা

  • ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি২০ সিরিজ ৩-০ ব্যবধানে জয়ী হল ভারত। গায়ানায় তৃতীয় ম্যাচে ভারত ৭ উইকেটে জিতে নিল। এদিন ম্যান অব দ্য ম্যাচ হলেন দীপক চাহার। তিন ওভার বল করে ৪ রান দিয়ে তাঁর সংগ্রহ ৩ উইকেট।
  • দলীপ ট্রফির দল ঘোষিত হল। ভারত নীল, ভারত লাল দলের অধিনায়ক হলেন যথাক্রমে শুভমন গিল, ফইজ ফজল এবং অভিমন্যু ঈশ্বরন লাল দলে জায়গা পেলেন।
  • আসন্ন ভারত সফরে দক্ষিণ আফ্রিকা টেস্ট ক্রিকেট দলকে নেতৃত্ব দেবেন ফা দু প্লেসি। এদিন তা জানানো হয়।
  • ডুরান্ড কাপে ইস্টবেঙ্গল ৬-০ গোলে হারাল জামশেদপুর এফসিকে।
  • সব ধরনের ক্রিকেট থেকেই অবসর নিলেন ব্রেন্ডন ম্যাকালাম। ২০১৬ সালেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে সরে গিয়েছিলেন নিউজিল্যান্ড দলের এই তারকা ক্রিকেটার। টেস্টে ৬৪৫৩ এবং একদিনের ম্যাচে ৬০৮৩ রান রয়েছে তাঁর।
Advertisement

 বিবিধ

  • ভারতে পেট্রোল পাম্প খুলতে এবং বিমানের জ্বালানি বিক্রয়ের ব্যবসা শুরু করতে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের সঙ্গে গাঁটছড়া বাঁধল ব্রিটিশ পেট্রোলিয়াম। বর্তমানে রিলায়েন্সের ১৪০০ পাম্প, ৩১টি বিমান জ্বালানি কেন্দ্রও নতুন সংস্থার হতে তুলে দেওয়া হচ্ছে।
  • টনি গ্যারিসন (৮৮) প্রয়াত হলেন। এই কৃষ্ণাঙ্গ মার্কিন লেখিকার প্রথম উপন্যাস ‘দ্য ব্লুয়েস্ট আই’। বিখ্যাত উপন্যাস ‘বিলাভেড’, ১৯৯৩ সালে সাহিত্যে নোবেল পুরস্কার পান টনি। বর্ণবিদ্বেষ বিরোধিতা এবং প্রাণশক্তির উৎসব ছিল তাঁর লেখার বিষয়বস্তু।

জাতীয়

  • জম্মু ও কাশ্মীর রিঅর্গানাইজেশন বিল ৩৭০-৭০ ভোটে পাশ হল লোকসভায়। সংবিধানের ৩৭০ নং ধারা বাতিল, রাজ্যটিকে ভেঙে জম্মু ও কাশ্মীর এবং লাদাখ নামক দুটি কেন্দ্রশাসিত অঞ্চল করার সংস্থান রয়েছে এই বিলে।
  • সুষমা স্বরাজ (৬৭) প্রয়াত হলেন। হৃদ্‌রোগে আক্রান্ত হয়েছিলেন তিনি। ২০১৬ সালে কিডনি প্রতিস্থাপিত হয়েছিল তাঁর। ১৯৭৭ সালে মাত্র ২৭ বছর বয়সে হরিয়ানার শিক্ষামন্ত্রী হন। ১৯৯০ সালে রাজ্যসভার সাংসদ। ২০১৪ সালে বিদেশমন্ত্রী হিসাবে তাঁর কর্মতৎপরতা প্রশংসিত হয়। মালদ্বীপের জলসংকট মেটাতে ২৪ ঘণ্টার মধ্যে ৫টি কার্গো বিমানে জল পাঠানোর ‘অপারেশন নীর’ তারমধ্যে অন্যতম। বিদেশে সমস্যায় পড়া মানুষজন তাঁকে টুইট করে সহায়তা পেয়েছেন এমন দৃষ্টান্ত অসংখ্য। মার্কিন সংবাদমাধ্যম তাঁকে ‘সুপারমম’ আখ্যা দিয়েছিল। অসাধারণ বাগ্মী ছিলেন সুষমা স্বরাজ। তাঁর স্বামী ও কন্যা বর্তমান।
Advertisement

Imprint
Responsible for the content:
jibikadishari.co.in
Privacy & Terms of Use:
jibikadishari.co.in
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
09.04.2024 - 02:40:46
Privacy-Data & cookie usage: