কারেন্ট অ্যাফেয়ার্স ৬ আগস্ট ২০১৮

schedule
2018-08-07 | 12:24h
update
2018-08-07 | 12:24h
person
জীবিকা দিশারী
domain
জীবিকা দিশারী

জাতীয়

  • ছত্তিশগড়ের বস্তার এলাকার সুকমায় মাওবাদীদের সঙ্গে যৌথ বাহিনীর সংঘর্ষে মৃত্যু হল ১৫ জন মাওবাদীর। উদ্ধার হল ১৬টি অ্যাসল্ট রাইফেল।
  • সংবিধানের ৩৫এ ধারার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যে আবেদন জমা পড়েছে তার শুনানি পিছিয়ে দেওয়া হল। ওই ধারা অনুযায়ী জম্মু ও কাশ্মীরের বাসিন্দারা বিশেষ কিছু অধিকার পেয়ে থাকেন। এই ধারা নিয়ে মামলার প্রতিবাদে দুদিনের ধর্মঘট হল কাশ্মীরে।
  • প্রয়াত হলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী আর কে ধবন (৭৪)।
  • দিল্লিতে নাশকতা ঘটানোর ষড়যন্ত্রের অভিযোগে বিস্ফোরক সহ গ্রেপ্তার করা হল এক আল কায়দা মদতপুষ্ট জঙ্গিকে। তার নাম ইরফান হোসেন ওয়ানি।

আন্তর্জাতিক

  • ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে হল ৯৮। প্রায় ১২০০ জন বিদেশি পর্যটককেও উদ্ধার করা হয়েছে। সবথেকে ক্ষতিগ্রস্ত দ্বীপের নাম লম্বক। সেখানে মাত্র এক সপ্তাহ আগেই ৬.৪ তীব্রতার কম্পন অনুভূত হয়েছিল। ৫ আগস্টের ভূমিকম্প ছিল রিখটার স্কেলে ৬.৯ তীব্রতার। প্রথমে তা ৭ বলে জানানো হয়েছিল।
  • ওসামা বিন লাদেনের ছেলে হামজা বিন লাদেন বিয়ে করেছেন, পাত্রী ৯/১১ হামলার অন্যতম বিমান ছিনতাইকারী মহম্মদ আটার মেয়ে। ওসামার সৎভাই আহমেদ এই কথা জানালেন। হামজা এখন আফগানিস্তানে থাকতে পারেন বলে অনুমান করা হচ্ছে।
  • ২০১৬ সালে ট্রাম্প টাওয়ারে ডোনাল্ড ট্রাম্পের পুত্র জুনিয়র ট্রাম্প এক রুশ আইনজীবীর সঙ্গে বৈঠক করেছিলেন। বৈঠকে হিলারি ক্লিন্টন সম্পর্কে তথ্য পাওয়া গিয়েছিল। এদিন এ বিষয়ে প্রকাশিত এক সংবাদের সত্যতা স্বীকার করে নিলেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প।
Advertisement

খেলা

  • ওয়েস্ট ইন্ডিজ সফরে টি টোয়েন্টির দুটি ম্যাচে ২-০ ব্যবধানে জিতল বাংলাদেশ। টেস্টে তারা ০-২ ব্যবধানে হেরেছিল।
  • প্রয়াত হলেন প্রাক্তন আন্তর্জাতিক ব্যাডমিন্টন খেলোয়াড় মনোজ গুহ (৯৮)। একসময় ডাবলস বিশ্ব র‍্যাঙ্কিংয়ে তাঁর ক্রম ছিল ৪।
  • ইতিহাস গড়ল ভারতের অনূর্ধ্ব ২০ ফুটবল দল। এদিন ভ্যালেন্সিয়ায় আয়োজিত কোটিফ কাপে ভারত ২-১ গোলে হারাল আর্জেন্টিনাকে। ভারতের হয়ে গোল দুটি করেন দীপক টাঙ্গরি এবং আনোয়ার আলি। ভালো খেলেছেন ভারতের গোলরক্ষক প্রভসুখান গিলও। এই দলের কোচ ফ্লয়েড পিন্টো। অনিকেত যাদব লাল কার্ড দেখায় ৪০ মিনিট ভারত ১০ জনে খেলেছে। এদিনই আম্মানে ওয়েস্ট এশিয়ান ফুটবল ফেডারেশন আয়োজিত প্রতিযোগিতায় (অনূর্ধ্ব ১৬) ভারত ১-০ গোলে হারাল ইরাককে।

বিবিধ

  • দীর্ঘ ১২ বছর পেপসি সংস্থার সিইও থাকার পর ইন্দ্রা নুয়ি সামনের ৩ অক্টোবর অবসর নেবেন বলে এদিন জানানো হল। ২০১৯ সালের জানুয়ারি মাস পর্যন্ত তিনি থাকছেন সংস্থার চেয়ারপার্সন। ইন্দ্রা নুয়ির (৬২) পর স্পেনের র‍্যাসন ল্যাগুর্তা (৫৪) পেপসির সিইও পদে বসবেন বলে জানানো হল। প্রায় ২৪ বছর ওই সংস্থার সঙ্গে যুক্ত ছিলেন ইন্দ্রা।
  • প্রয়াত হলেন শিল্পপতি রাজন নন্দা (৭৬)।
  • শেয়ার সূচক সেনসেক্স ৩৭৬৯১.৮৯ অঙ্ক ও নিফটি ১১৩৮৭.১০ অঙ্কে পৌঁছে উচ্চতার নতুন নজির গড়ল।
Advertisement

Imprint
Responsible for the content:
jibikadishari.co.in
Privacy & Terms of Use:
jibikadishari.co.in
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
29.04.2024 - 13:05:30
Privacy-Data & cookie usage: