জাতীয়
- সুপ্রিম কোর্টে কোন বিচারপতির বেঞ্চে কোন মামলার শুনানি হবে তা নির্ধারণ করেন প্রধান বিচারপতি। তাই তাঁকে বলা হয় ‘মাস্টার অব দ্য রোস্টার’। তাঁর এই ক্ষমতা প্রশ্নাতীত কিনা তাই নিয়ে প্রশ্ন তুলেই সুপ্রিম কোর্টে মামলা করলেন প্রাক্তন কেন্দ্রীয় আইনমন্ত্রী শান্তি ভূষণ।
- নেপালের প্রধানমন্ত্রী কে পি ওলি ভারত সফরে এলেন। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। সন্ধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তাঁর বৈঠক হল।
আন্তর্জাতিক
- মার্কিন যুক্তরাষ্ট্রের বিখ্যাত থিয়েটার চেন এএমসি এবার সিনেমা হল খোলার বরাত পেল সৌদি আরবে। ৫ বছরে তারা সৌদির ১৫টি শহরে ৪০টি সিনেমা হল খুলবে। প্রসঙ্গত, গত ৩৫ বছর ধরে সিনেমা প্রদর্শন বন্ধ ছিল সৌদি আরবে। যুবরাজ মহম্মদ বিন সালেমের উদ্যোগে চলতি মাসেই এএমসি তাদের প্রথম সিনেমা হলটি খুলতে চলেছে।
- দক্ষিণ কোরিয়ার প্রাক্তন রাষ্ট্রপতি পার্ক গুয়েন হি-কে ২৪ বছরের কারাদণ্ড দিল সে দেশের আদালত। সঙ্গে বিপুল অর্থ জরিমানা করা হয়েছে তাঁকে। আর্থিক দুর্নীতি এবং ক্ষমতার অপব্যবহারের মামলায় তিনি দোষী সাব্যস্ত হয়েছেন।
- সন্ত্রাসের মতবাদ প্রচারের অভিযোগে গত ৩ বছরে ২ লক্ষ ৭৪ হাজার ট্যুইটার অ্যাকাউন্ট বন্ধ করা হয়েছে বলে এদিন এক বিবৃতিতে জানালেন ট্যুইটার কর্তৃপক্ষ। এর ফলে এই ধরনের প্রবণতা ৮.৪ শতাংশ কমেছে বলে তাঁরা জানালেন।
খেলা
- গোল্ড কোস্ট কমনওয়েলথ গেমসের দ্বিতীয় দিনে ভারতের হয়ে সোনা জিতলেন সঞ্চিতা চানু। মহিলাদের ভারোত্তোলনের ৫৩ কেজি বিভাগে স্ন্যাচ এবং ক্লিন অ্যান্ড জার্ক বিভাগে ১৮২ কেজি (৮০+১০২) ওজন তুলে তিনি সোনা জিতলেন। সঞ্চিতার বয়স ২৪, তিনি মণিপুরের কন্যা। এদিন পুরুষদের ৬৯ কেজি বিভাগে ব্রোঞ্জ জিতলেন ভারতের দীপক লাথার। ভারত এখন ২টি সোনা, ১টি রুপো, ১টি ব্রোঞ্জ জিতে পদক তালিকার তৃতীয় স্থানে রয়েছে। ভারতের সব পদকই এসেছে ভারোত্তোলন থেকে।
- সুপার কাপে নেরোকো ৩-২ গোলে হারাল কেরল ব্লাস্টার্সকে।
- ডেভিস কাপে ওয়ার্ল্ড গ্রুপ প্লে-অফ টাইয়ে চিনের কাছে হেরে ০-২ ব্যবধানে পিছিয়ে পড়ল ভারত।
বিবিধ
- পুণে হল ভারতের প্রথম শহর যেখানে বাসিন্দাদের সংখ্যা অতিক্রম করে গেল গাড়ির সংখ্যা। এদিন এক সরকারি বিবৃতিতে জানানো হয়েছে, অটোরিক্সা, মোটরসাইকেল, বাস, ট্রাক, টেম্পো ও ৪ চাকার গাড়ি সহ শহরে মোট গাড়ির সংখ্যা ৩৬.২ লক্ষ এবং বাসিন্দার সংখ্যা ৩৫ লক্ষ।