কারেন্ট অ্যাফেয়ার্স ৬ জানুয়ারী, ২০১৯

schedule
2019-01-08 | 06:03h
update
2019-01-08 | 06:03h
person
জীবিকা দিশারী
domain
জীবিকা দিশারী

আন্তর্জাতিক

  • পাকিস্তানের প্রাক্তন রাষ্ট্রপতি আসিফ আলি জারদারির সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশ দিল পাক সরকার। তাঁর দুবাই, মার্কিন যুক্তরাষ্ট্র, করাচি, লাহোর ও ইসলামাবাদের বিপুল সম্পত্তি বাজেয়াপ্ত করা হবে। ২২০ কোটি টাকা আর্থিক তছরুপের মামলায় এই নির্দেশ দেওয়া হল।
  • পদত্যাগ করলেন মালয়েশিয়ার সুলতান মহম্মদ ভি। ১৯৫৭ সালে ব্রিটিশদের হাত থেকে স্বাধীন হওয়ার পর থেকে দেশটি সুলতানদের শাসনে রয়েছে। পরবর্তী শাসক ঠিক না করে আচমকা সুলতান চলে যাওয়ায় এক বেনজির অচলাবস্থার মুখে পড়ল মালয়েশিয়া।
  • মার্কিন গুপ্তচর সংস্থা সিআইএ-র বিশ্লেষণ সংক্রান্ত বিভাগে ডেপুটি ডিরক্টর নিযুক্ত হলেন ডিডিরুপ। সংস্থার ডিরেক্টর পদে জিনা হ্যাসপেল এবং সংস্থার গোপন অভিযান বিভাগে ডেপুটি ডিরেক্টর পদে এলিজাবেথ কিম্বিয়া আগেই নিযুক্ত হয়েছিলেন। ফলে এই মুহূর্তে সিআইএ-র শীর্ষ ৩ পদেই নেতৃত্ব দিচ্ছেন মহিলারা।
Advertisement

জাতীয়

  • নেপালে ২০০, ৫০০, ২০০০ টাকার ভারতীয় নোটকে বৈধ ঘোষণা করতে আরবিআই-এর কাছে আবেদন জানাল নেপাল রাষ্ট্র ব্যাঙ্ক।
  • উৎকোচ চাওয়ার অভিযোগে উত্তরপ্রদেশের ৩ জন মন্ত্রীর সচিবকে গ্রেপ্তার করা হল।
  • ৪ দিনের ভারত সফরে এলেন ফ্রান্সের নৌবাহিনীর প্রধান ক্রিস্টোফার প্রাজুক।

বিবিধ

  • ২০১৮ সালের ৩১ জানুয়ারি পর্যন্ত রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলির বিদেশ শাখার সংখ্যা ছিল ১৬৫। এর মধ্যে কিছু শাখা কমানো হবে বলে জানানো হল।
  • ২০১৮ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত দেশে এটিএম-এর সংখ্যা ছিল ২,২১,৪৯২। এই সংখ্যা আরও বাড়াতে আরবিআইয়ের কাছে আবেদন জানাল এম বীরাপ্পা মইলির নেতৃত্বাধীন সংসদের অর্থ বিষয়ক স্থায়ী কমিটি।

খেলা

  • এএফসি এশিয়ান কাপে ভারত ৪-১ গোলে হারাল তাইল্যান্ডকে। এদিন জোড়া গোল করলেন সুনীল ছেত্রী। দেশের হয়ে তাঁর গোল সংখ্যা হল ৬৭। তিনি ছাপিয়ে গেলেন লিওনেল মেসিকে (৬৫), সামনে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (৮৫)। এশিয়ান কাপে এটাই ভারতের সর্বোচ্চ ব্যবধানে জয়। ১৯৬৪ সালে ৩-১ গোলে হংকংকে হারিয়েছিল ভারত।
  • সিডনি টেস্টে অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস সমাপ্ত হল ৩০০ রানে। এরপর ভারত অস্ট্রেলিয়াকে ফলো অন করাল। অস্ট্রেলিয়ার মাটিতে ৩১ বছর পর কোনো দল তাদের ফলো অন করাল। ভারত শেষবার ১৯৮৬ সালের ৬ জানুয়ারি সিডনিতেই তাদের ফলো অন করিয়েছিল। ভারতের কুলদীপ যাদব ৫ উইকেট নিলেন। ১৯৫৫ সালে ইংল্যান্ডের জনি ওয়ার্ডেনের পর দ্বিতীয় বাঁ হাতি রিস্ট স্পিনার হিসাবে ৫ উইকেট নিলেন কুলদীপ।
  • পাকিস্তানকে টেস্টে ২-০ ব্যবধানে হারাল দক্ষিণ আফ্রিকা।
  • আই লিগে রিয়াল কাশ্মীর ২-১ গোলে হারাল মোহনবাগানকে। পদত্যাগ করলেন মোহনবাগানের কোচ শঙ্কর চক্রবর্তী।
Advertisement

Imprint
Responsible for the content:
jibikadishari.co.in
Privacy & Terms of Use:
jibikadishari.co.in
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
08.04.2024 - 05:10:46
Privacy-Data & cookie usage: