কারেন্ট অ্যাফেয়ার্স ৬ জুন ২০১৮

754
0
current-affairs-06062018-picture

জাতীয়

  • পশ্চিমবঙ্গ উপকূলে জঙ্গি হামলা মোকাবিলার মহড়া চালাল নৌসেনা এবং উপকূলরক্ষীবাহিনী। দুদিনের এই মহড়ার নাম ‘সাগর কবচ’।
  • পুরী মন্দিরে হারানো রত্নভাণ্ডারের চাবি নিয়ে তদন্তের ভার দেওয়া হল ওড়িশা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি রঘুবীর দাসকে।
  • প্রকাশিত হল পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদের মাধ্যমিক পরীক্ষার ফল। ১০,৮৪,১৭৮ জন পরীক্ষার্থীর মধ্যে পাশের হার ৮৫.৪৯ শতাংশ।

আন্তর্জাতিক

  • পাকিস্তানে অপহৃত হলেন মহিলা সাংবাদিক গুল বুখারি। ৫২ বছরের বুখারি ব্রিটিশ নাগরিক। লাহোরে টিভি চ্যানেলের একটি অনুষ্ঠানে তিনি যোগ দিতে যাচ্ছিলেন। বুখারি পাক সেনাবাহিনীর বিভিন্ন নীতির কড়া সমালোচক ছিলেন। পরে অবশ্য তিনি বাড়ি ফিরে এসেছেন। কারা এই ঘটনার পিছনে তা জানা যায়নি।
  • সিন্ধু নদের ওপর কিষাণগঙ্গা বাঁধ নিয়ে ভারতের সঙ্গে দ্বন্দ্ব ‘ইন্টারন্যাশনাল কোর্ট অব অরবিট্রেশন’-এ নিয়ে যাওয়া উচিত নয় বলে পাকিস্তানকে পরামর্শ দিল বিশ্বব্যাঙ্ক।
  • মাদক বিরোধী অভিযান চলছে বাংলাদেশে। এই অভিযানে পুলিশের সঙ্গে সংঘর্ষে ১৪০ জনের মৃত্যু হয়েছে বলে জানা গেল।
  • নিউইয়র্কে অস্বাভাবিক মৃত্যু হল ফ্যাশন ডিজাইনার কেট স্পেডের (৫৫)। পুলিশের সন্দেহ, তিনি আত্মঘাতী হয়েছেন।

খেলা

  • ক্রিকেট অস্ট্রেলিয়ার চিফ এগজিকিউটিভ জেমস সাদারল্যান্ড পদত্যাগ করলেন। দীর্ঘ ১৭ বছর তিনি ওই দায়িত্ব সামলে এসেছেন।
  • বিশ্বের ধনীতম ক্রীড়াবিদদের তালিকায় উঠে এল বিরাট কোহলির নাম। বিশ্বের সবথেকে বিত্তবান ১০০ জনের তালিকা প্রকাশ করল ফোবর্স। এই তালিকায় বিরাটের ক্রম ৮৩। প্রথম তিনটি স্থানে আছেন ফ্লয়েড মেওয়েদার, লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। মেওয়েদার গত বছর উপার্জন করেছিলেন ২৮৫ মিলিয়ন ডলার। রজার ফেডেরার আছেন সপ্তম স্থানে। তবে কোনো মহিলা ক্রীড়াবিদ প্রথম ১০০ ক্রমের মধ্যে নেই।
  • ফরাসি ওপেনে মেয়েদের সিঙ্গলস কোয়ার্টার ফাইনালে গারবাইন মুগুরুজার কাছে হেরে গেলেন (৬-২, ৬-১) মারিয়া শারাপোভা।
  • এশিয়া কাপ মহিলাদের টি ২০ প্রতিযোগিতায় ভারত ৭ উইকেটে হারল বাংলাদেশের কাছে।
  • নরওয়ে সুপার দাবার সপ্তম রাউন্ডে বিশ্বনাথন আনন্দ ফ্রান্সের ম্যাক্সিম ভ্যাচিয়ের লাগ্রেভকে হারালেন। ৩.৫ পয়েন্ট পেয়ে আনন্দ যুগ্মভাবে পয়েন্ট তালিকার শীর্ষস্থানে পৌঁছলেন।
  • নয়াদিল্লিতে মাদাম তুসো সংগ্রহশালায় বিরাট কোহলির মূর্তির আবরণ উন্মোচিত হল।

বিবিধ

  • সুদের হার বাড়াল রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া। সাড়ে চার বছর পরে এই প্রথম বাড়ানো হল সুদের হার। বাণিজ্যিক ব্যাঙ্কগুলিকে প্রদেয় ঋণের ওপর রিজার্ভ ব্যাঙ্কের সুদের হার ২৫ বেসিস পয়েন্ট বেড়ে হল ৬.২৫ শতাংশ।
  • গ্রামীণ ডাক সেবকদের বেতন বৃদ্ধি করল কেন্দ্র। বেতন বৃদ্ধির দাবিতে গত ১৬ দিন ধরে ধর্মঘটে শামিল হয়েছিলেন প্রায় আড়াই লক্ষ ডাকসেবক। মূল বেতন ৩ গুণ বাড়ানো হল।
  • পশ্চিমবঙ্গে বেসরকারি বাস, মিনিবাস, ট্যাক্সি, জলপথ পরিবহণে যাত্রীভাড়া বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হল, প্রতি পর্যায়ে ১ টাকা করে।