কারেন্ট অ্যাফেয়ার্স ৬ জুন ২০২০

849
0

আন্তর্জাতিক

  • বিশ্ব জুড়ে করোনা ভাইরাস সংক্রমণে মৃতের সংখ্যা ৪ লক্ষ অতিক্রম করল (৪,০০,০৯২ জন)৷ প্রতিদিন এক লক্ষাধিক মানুষ সংক্রমিত হচ্ছেন৷ আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৬৯,৩১,১০০৷ আক্রান্তের সংখ্যায় প্রথম ৭টি দেশ হল মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রাজিল, রাশিয়া, স্পেন, ব্রিটেন, ভারত ও ইতালি৷ এদিকে ট্রাম্পের পর ব্রাজিলের রাষ্ট্রপতি জাইর বোলসোনারে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ছেড়ে বেরিয়ে যাওয়ার হুমকি দিলেন৷
  • কানাডায় সংসদের সামনে হাঁটু মুড়ে বসে জর্জ ফ্লয়েডের স্মরণে ‘নো জাস্টিস নো পিস’ সমাবেশে অংশ নিলেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো৷ মার্কিন মুলুকে এই হত্যাকাণ্ডের বিরুদ্ধে বিক্ষোভ আন্দোলন চলছে৷ মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প কখনও বলেছেন আন্দোলনকারীদের ওপর হিংস্র কুকুর ছেড়ে দেবেন আবার কখনও বিক্ষোভকারীদের জঙ্গির সঙ্গে তুলনা করেছেন৷ সম্ভবত তারই প্রতিবাদে ওয়াশিংটনের ডেমোক্র্যাট মেয়র মুরিয়েল বাউমার হোয়াইট হাউসের সামনের একটি রাস্তার নাম বদলে নতুন নাম দিলেন ‘ব্ল্যাক লাইভস ম্যাটার প্লাজা’৷

 

জাতীয়

  • গত ২০ মে-র সুপার সাইক্লোন আম্ফানে পশ্চিমবঙ্গে মোট ক্ষতির পরিমাণ ১,০২,৪৪২ কোটি টাকা বলে কেন্দ্রীয় সমীক্ষক দলের কাছে তথ্য পেশ করল পশ্চিমবঙ্গ সরকার৷ কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের যুগ্মসচিব অনুজ শর্মার নেতৃত্বে ৭ সদস্যের দল। এর আগে ক্ষতিগ্রস্ত এলাকাগুলি পরিদর্শন করেছিল তারা৷ ১৬টি ক্ষেত্র ধরে-ধরে ক্ষতির পরিমাণ উল্লেখ করা হয়েছে৷
  • সীমান্তে উত্তেজনা হ্রাসের লক্ষ্যে ভারত ও চিনের মধ্যে উচ্চপর্যায়ের বৈঠক হল৷ প্রায় সাড়ে ৪ ঘণ্টার বৈঠকে চূড়ান্ত কোনও সমাধানসূত্র মেলেনি৷ লাদাখের প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় ২৩টি স্থান নিয়ে দুদেশের মধ্যে বিতর্ক রয়েছে৷
  • গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে ৯,৮৮৭ জন আক্রান্ত হয়েছেন, ২৯৪ জন প্রাণ হারিয়েছেন৷ দেশে এখনও পর্যন্ত এই সংক্রমণে ২,৩৬,৬৫৭ জন আক্রান্ত হয়েছেন৷ সংক্রমণ সংখ্যায় ভারত ইতালিকে অতিক্রম করে বিশ্বে ষষ্ঠ স্থানে উঠে এল৷

 

বিবিধ

  • পেট্রোল ও ডিজেলে প্রতি লিটারের দাম যথাক্রমে ৫৯ ও ৫৫ পয়সা বৃদ্ধি পেল৷ বিশ্ববাজারে তেলের দাম বাড়ার জন্য এই বৃদ্ধি বলে জানা গেছে৷ এর আগে বিশ্ববাজারে তেলের দাম তলানিতে পৌঁছলেও তখন একটানা ৮২ দিন দেশে তেলের দাম অপরিবর্তিত ছিল৷
  • রাষ্ট্রসঙ্ঘের ‘অ্যাসোসিয়েশন ফর ডেভেলপমেন্ট অ্যান্ড পিস’-এর গুডউইল অ্যাম্বাসাডর নিযুক্ত হলেন মাদুরাইয়ের কিশোরী নেত্রা (১৩)৷ উচ্চশিক্ষার জন্য রাখা ৫ লক্ষ টাকা সে লকডাউনে সমস্যায় পড়া মানুষের জন্য খরচ করেছে৷

 

খেলা

  • জিওেফ্রে বয়কট ধারাভাষ্যকারের ভূমিকায় ইতি টানলেন৷ করোনা ভাইরাস জনিত পরিস্থিতিতে এই সিদ্ধান্ত নিলেন ৭৯ বছর বয়সী এই প্রাক্তন ইংল্যান্ড অধিনায়ক৷ গত ১৪ বছর ধরে বিবিসির হয়ে ক্রিকেটের ধারাভাষ্য দিতেন বয়কট৷
  • কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল প্রাক্তন ভারতীয় ফুটবলার হামসা কয়ার৷ তিনিই দেশের প্রথম ফুটবলার যাঁর মৃত্যু হল এই সংক্রমণে৷ কেরালার মালাপ্পুরমে ৬১ বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন৷