জাতীয়
- মহারাষ্ট্রের গড়চিরৌলি জেলার সিরোঞ্চা জঙ্গলে পুলিশের সঙ্গে সংঘর্ষে ৭ জন মাওবাদীর মৃত্যু হল।
- জালিওয়ানওয়ালা বাগ হত্যাকাণ্ডের জন্য ব্রিটিশ সরকারের ক্ষমা চাওয়া উচিত। এদিন জালিওয়ানবাগ পরিদর্শন করে এই মন্তব্য করলেন লণ্ডনের মেয়র সাদিক খান।
- দলিতদের অসবর্ণ বিয়েতে আড়াই লক্ষ টাকা পুরস্কারের একটি সামাজিক প্রকল্প আনল কেন্দ্র।
- উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের ছবিকে ‘বিবাহ’ করে প্রতীকী প্রতিবাদ জানালেন সীতাপুর জেলার মহিলা অঙ্গনওয়াড়ি কর্মচারী সঙ্ঘের জেলা সভানেত্রী নীতু সিং। ওই সংগঠনের দাবি আদায়ের উদ্দেশ্যেই এই আভিনব পদ্ধতি বলে জানা গেছে।
আন্তর্জাতিক
- জেরুজালেমকে ইজরায়েলেরে রাজধানী হিসাবে স্বীকৃতি দিল মার্কিন যুক্তরাষ্ট্র। প্রসঙ্গত, জেরুজালেমের কর্তৃত্ব নিয়ে কয়েক দশক ধরে বিবাদ চলছে ইজরায়েল এবং প্যালেস্টাইনের মধ্যে। অভিযোগ, ১৯৮০ সালে এই শহর দখল করে নেয় ইজরায়েল। ইজরায়েল দাবি করলেও বাকি দুনিয়া জেরুজালেমকে তাদের রাজধানী হিসাবে এতদিন স্বীকার করেনি।
- লন্ডনের ডাউনিং স্ট্রিটে বিস্ফোরণ ঘটিয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রী টেরিজা মে-কে হত্যার চক্রান্ত বানচাল করে দিল সেখানকার পুলিশ। পূর্ব বার্মিংহামে অভিযান চালিয়ে ২ সন্দেহভাজন জঙ্গিকে গ্রেফতার করে এই ছক বানচালের কথা জানাল লন্ডন মেট্রোপলিটন পুলিশ। ধৃতদের মধ্যে নাইমুর জাকারিয়া রহমান বাংলাদেশি বংশোদ্ভূত এবং মহম্মদ আকিব ইমরান ইরানি বংশোদ্ভূত। ব্রিটিশ গোয়েন্দা সংস্থা এম আই ফাইভের প্রধান অ্যান্ড্রু পার্কার এই দাবি করলেন।
- ইন্দোনেশিয়ায় ঘূ্র্ণিঝড়ে মৃত্যু হল ৪১ জনের।
খেলা
- ১২০ রানে অ্যাডিলেড টেস্ট জিতল অস্ট্রেলিয়া। অ্যাসেজের দ্বিতীয় টেস্টেও জিতে তারা সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেল।
- দিল্লি টেস্ট ড্র হল। পঞ্চম দিন সারাদিন ব্যাট করে ৫ উইকেটে ২৯৯ রান করল শ্রীলঙ্কা। ৩ ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে জয়ী হল ভারত। ২০১৫ সালের শ্রীলঙ্কা সফর থেকে একটানা ৯টি সিরিজ জিতে স্পর্শ করল অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের রেকর্ড। ম্যান অব দ্য ম্যাচ এবং ম্যান অব দ্য সিরিজ পুরস্কার জিতলেন বিরাট কোহলি।
- ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে অসাধ্য সাধন করল ভারত, বেলজিয়ামকে হারিয়ে। অলিম্পিকে রুপো জয়ী দলকে তারা পেনাল্টি শ্যুট-আউটে ৩-২ ব্যবধানে হারিয়ে দিল। নির্ধারিত সময়ে ম্যাচ ৩-৩ ছিল। এদিন দারুণ খেললেন ভারতের গোলরক্ষক আকাশ কিটকে। কোয়ার্টার ফাইনালে জিতে ওয়ার্ল্ড হকি লিগের সেমিফাইনালে উঠল ভারত। এই নিয়ে দ্বিতীয়বার তারা এই কৃতিত্ব অর্জন করল।
বিবিধ
- ঋণনীতি পর্যালোচনার পর সুদের হার অপরিবর্তিত রাখল ভারতের রিজার্ভ ব্যাঙ্ক। রেপো রেট ৬ শতাংশ এবং রিভার্স রেপো রেট ৫.৭৫ শতাংশই থাকল। মূল্যবৃদ্ধির হার ৪ শতাংশে ধরে রাখার লক্ষ্যে এই পদক্ষেপ বলে জানা গেছে।
- পৃথিবীর মতো একটি গ্রহ খুঁজে পেলেন টরেন্টো ও মল্ট্রিয়ল বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা। পৃথিবী থেকে ১১১ আলোকবর্ষ দূরে লিও তারকামণ্ডলে কে ২-১৮ বি নামের গ্রহটিকে সুপার আর্থ নামে উল্লেখ করা হচ্ছে।
- বাংলাদেশের শীতলপাটিকে বিশ্ব ঐতিহ্যের তালিকায় ঠাঁই দিল ইউনেস্কো। বৃহত্তর শিলেট অঞ্চলে সূক্ষ্ম নকশাদার শীতল পাটি বোনা হয়। ইনট্যানজিবল কালচারাল হেরিটেজ সম্মান প্রাপ্তির জন্য বিশেষভাবে স্বীকৃত হচ্ছে দুই পাটিয়াল গীতেশচন্দ্র দাস ও হরেন্দ্রকুমার দাসের নাম। তাঁদের প্রতিনিধিত্বেই দক্ষিণ কোরিয়ার জেজু দ্বীপে ইউনেস্কোর সম্মেলন থেকে এই স্বীকৃতি পেল শীতলপাটি।
- টাইম ম্যাগাজিনের ২০১৭ সালের পার্সন অব দ্য ইয়ার পুরস্কারের জন্য মনোনীত হলেন ‘মি টু’ হ্যাশ ট্যাগ লিখে নারীদের লাঞ্ছনার বিরুদ্ধে প্রতিবাদ জানানো মহিলারা। রানার আপ হলেন ডোনাল্ড ট্রাম্প।