কারেন্ট অ্যাফেয়ার্স ৬ ডিসেম্বর, ২০১৮

schedule
2018-12-08 | 10:30h
update
2018-12-08 | 10:30h
person
জীবিকা দিশারী
domain
জীবিকা দিশারী

আন্তর্জতিক

  • ইরানের বন্দর শহর চাবাহারে আত্মঘাতী জঙ্গি হানায় মৃত্যু হল ২ পুলিশ কর্মীর। শহরে পুলিশের সদর দপ্তরের বাইরে এই বিস্ফোরণ হয়। চাবাহারে ভারত-ইরান যোথ উদ্যোগে বন্দর তৈরির কাজ চলছে।
  • ১৮টি স্বেচ্ছাসেবী সংস্থার কাজকর্ম বন্ধ করল পাকিস্তান। মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ইউরোপের বহু সংস্থার কাজে এই নিষেধাজ্ঞা জারির কোনো কারণ দেখানো হয়নি।
  • পরবর্তী দলাই লামা নির্বাচনে তিব্বতিদের ধর্মীয় প্রথাকেই অনুসরণ করতে হবে। ১৫তম দলাই লামা নির্বাচনে চিন যদি নাক গলায় তবে তা মানা হবে না বলে জানাল মার্কিন যুক্তরাষ্ট্র। বর্তমানে ১৪তম দলাই লামা ভারতে নির্বাসনে রয়েছেন। চিনের দাবি তাঁর উত্তরাধিকার নির্বাচন তাদের অধিকার।
Advertisement

জাতীয়

  • বাতাসে কার্বন-ডাই-অক্সাইড নিঃসরণে ভারতের স্থান চতুর্থ। গোটা বিশ্বে নিঃসরণের ৭ শতাংশ ভারত থেকে। এদিন এই তথ্য জানা গেল গ্লোবাল কার্বন প্রোজেক্ট সমীক্ষা থেকে। প্রথম তিনটি স্থানে রয়েছে চিন (২৭ শতাংশ), মার্কিন যুক্তরাষ্ট্র (১৫ শতাংশ) ও ইউরোপীয় ইউনিয়ন (১০ শতাংশ)।
  • রাস্তায় খানাখন্দের কারণে মানুষের মৃত্যু মেনে নেওয়া যায় না বলে মন্তব্য করল সুপ্রিম কোর্ট। প্রসঙ্গত, গত ৫ বছরে দেশে অন্তত ১৫ হাজার মানুষের মৃত্যু হয়েছে রাস্তায় থাকা গর্ত থেকে দুর্ঘটনাক্রমে।

বিবিধ

  • চিকিতসা বিজ্ঞানের ভাষায় টেলি –রোবোটিক করোনারি ইন্টারভেশন। এই প্রথম দূর থেকে কম্পিউটারের সাহায্যে রোবট চালিয়ে হৃদযন্ত্রের অস্ত্রোপচার করলেন বিশিষ্ট হদরোগ চিকিতসক তেজস প্যাটেল। ঘটনাটি ঘটেছে আমেদাবাদের অ্যাপেক্স হর্ট ইনস্টিটিউটে। ভারতের চিকিতসা বিজ্ঞানের ইতিহাসে এই প্রথম।
  • এবার ইরানের সঙ্গে আর্থিক লেনদেন সংক্রান্ত দ্বিপাক্ষিক চুক্তি সই করল ভারত। ইরান থেকে রপ্তানি করা জ্বালানি তেলের দাম টাকায় মেটানো হবে বলে ঠিক হল। ইউকো ব্যাঙ্কে ন্যাশনাল ইরানিয়ান অয়েলের অ্যাকাউন্টে ভারতীয় মুদ্রায় ওই দাম দেওয়া হবে।

খেলা

  • অ্যাডিলেড টেস্টে ভারত ৯ উইকেটে ২৫০ রান করল। শতরান (১২৩) করলেন চেতেশ্বর পূজারা। এটি তাঁর ষোড়শ টেস্ট শতরান। ১০৮ ইনিংসে ৫০০০ টেস্ট রান করলেন তিনি। পূজারার সংগ্রহ ৬৭ ইনিংসে ৩০০০ ও ৮৪ ইনিংসে ৮০০০ টেস্ট রান।
  • বিশ্বকাপ হকিতে ফ্রান্স ৫-৩ গোলে হারিয়ে দিল অলিম্পিক চ্যাম্পিয়ন আর্জেন্টিকাকে। নিউজিল্যান্ড–স্পেন ম্যাচ ২-২ গেলে ড্র হল।
  • ৩৩ টেস্টে ২০০ উইকেট নিয়ে টেস্টে দ্রুততম ২০০ উইকেট নেওয়ার রেকর্ড করলেন পাকিস্তানের ইয়াশির শাহ। তিনি ভাঙলেন অস্ট্রেলিয়ার ক্ল্যারি গ্রিমেটের ৮২ বছর আগে ৩৬ টেস্টে ২০০ উইকেট নেওয়ার রেকর্ড।
Advertisement

Imprint
Responsible for the content:
jibikadishari.co.in
Privacy & Terms of Use:
jibikadishari.co.in
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
08.04.2024 - 05:46:27
Privacy-Data & cookie usage: