কারেন্ট অ্যাফেয়ার্স ৬ ডিসেম্বর ২০১৯

schedule
2019-12-12 | 11:28h
update
2019-12-12 | 12:07h
person
জীবিকা দিশারী
domain
জীবিকা দিশারী

আন্তর্জাতিক

  • আউশভিতস বার্কেনাউ মেমোরিয়াল-এ পা রাখলেন জার্মানির চ্যান্সেলর আঞ্জেলা মার্কেল।নাৎসি অধিকৃত পোল্যান্ডে ১০ লক্ষাধিক মানুষকে হত্যা করা হয়েছিল বিভিন্ন বন্দি শিবিরে। চ্যান্সেলর হওয়ার ১৪ বছর পর এই শিবিরে প্রাথম পা রাখলেন আঞ্জেলা।
  • নিউ ইয়র্ক সিটি পুলিশ বিভাগের চিফ অব ডিটেক্টিভস পদে নিযুক্ত হলেন কৃষ্ণাঙ্গ অফিসার রডনি হ্যারিসন। সংস্থার ২০০ বছরের ইতিহাসে এই প্রথম কোনো কৃষ্ণাঙ্গ ব্যক্তি ওই পদে বসলেন।

 

জাতীয়

  • হায়দরাবাদে পশুচিকিৎসক তরুণীকে লাঞ্ছনা এবং পুড়িয়ে হত্যায় অভিযুক্ত ৪ জনেরই এনকাউন্টারে মৃত্যু হয়েছে পুলিশ জানাল। গভীর রাতে হায়দরবাদের শাদনগরে ঘটনার পুনর্নির্মাণ করতে অভিযুক্তদের নিয়ে যাওয়া হয়েছিল। পুলিশের দাবি, তারা পুলিশের রিভলবার ছিনিয়ে হামলার চেষ্টা করে। তখন পুলিশ গুলি চালাতে বাধ্য হয় বলে দাবি করেছেন সাইবারাবাদের পুলিশ কমিশনার ভি সি সজ্জনার। ২০০৮ সালে ওয়ারাঙ্গলে ইঞ্জিনিয়ারিং ছাত্রীদের ওপর অ্যাসিড হামলায় অভিযুক্ত ৩ জনের পুলিশের সঙ্গে সংঘর্ষে মৃত্যুর ঘটনার সময়ও সেখানকার পুলিশ সুপার ছিলেন এই সজ্জনারই। এদিনের ঘটনায় তদন্তের নির্দেশ দিল জাতীয় মানবাধিকার কমিশন। তেলেঙ্গনা সরকারের কাছ থেকে ঘটনার রিপোর্ট চেয়ে পাঠাল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক।
  • দিল্লির সফদরজং হাসপাতালে মৃত্যু হল উন্নাওয়ে অগ্নিদগ্ধ তরুণীর। তাঁর শরীরের ৯০ শতাংশই পুড়ে গিয়েছিল।
Advertisement

 

বিবিধ

  • ৩২ জন কর্মীকে বাধ্যতামূলক আগাম অবসরে পাঠাল রেল মন্ত্রক। ১৭টি জোনে মূল্যায়নের পর এই ৩২ জনের সততা নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছিল।
  • কেন্দ্রীয় সরকার ত্রাণ না দিলে সংস্থা বন্ধ করতে হবে বলে বিবৃতি দিলেন ভোডাফোন-আইডিয়া সংস্থার চেয়ারম্যান কুমারমঙ্গলম বিড়লা। প্রসঙ্গত, সংস্থার ঋণ ১.১৭ লক্ষ কোটি টাকা। শুধু কেন্দ্রীয় সরকারই পায় ৫৩ হাজার ৩৮ কোটি টাকা।

 

খেলা

  • হায়দরাবাদে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে আন্তর্জাতিক টি২০ ম্যাচে ৬ উইকেটে জয়ী হল ভারত। প্রথমে ব্যাট করে ৫ উইকেটে ২০৭ রান করেছিল ওয়েস্ট ইন্ডিজ। ৫০ বলে অপরাজিত ৯৪ রান করে ম্যান অব দ্য ম্যাচ হলেন বিরাট কোহলি। এদিন ৪০ বলে ৬২ রান করলেন কে এল রাহুল। আন্তর্জাতিক টি২০তে ২৯ ইনিংসে ১০০০ রান সম্পূর্ণ করলেন তিনি।
  • ভারতীয় টেবিল টেনিসের প্রথম দ্রোণাচার্য কোচ ভবানী মুখোপাধ্যায় (৬৮) প্রয়াত হলেন।
  • পেলের একটি জার্সি নিলামে বিক্রি হল ৩০ হাজার ইউরোয়। ১৯৭১ সালে মারকানা স্টেডিয়ামে যুগোস্লাভিয়ার বিরুদ্ধে ব্রাজিলের হয়ে প্রীতি ম্যাচে এই জার্সি পরেই পেলে শেষবার খেলেছিলেন।
  • আই লিগে গোকুলাম এফসি ১-০ গোলে হারাল ইন্ডিয়ান অ্যারোজকে। নেরোকো ১-০ গোলে আইজল এফসিকে হারাল।
Advertisement

Imprint
Responsible for the content:
jibikadishari.co.in
Privacy & Terms of Use:
jibikadishari.co.in
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
03.05.2024 - 16:14:49
Privacy-Data & cookie usage: